ETV Bharat / state

মুর্শিদাবাদে আগ্নেয়াস্ত্র সহ গ্রেপ্তার 2 কারবারি

সোমবার রাতে গোধনপাড়া অঞ্চল থেকে ওই দুই অস্ত্র কারবারিকে গ্রেপ্তার করে রানিনগর থানার পুলিশ । পৌরসভা নির্বাচনের আগে অস্ত্র কারবার নিয়ন্ত্রণে আনতে মুর্শিদাবাদ জুড়ে ধরপাকড় শুরু করেছে জেলা পুলিশ । ধৃতদের আজ বহরমপুর জেলা আদালতে তোলা হয়।

arms-dealer-arrested in-murshidabad
অস্ত্র কারবারী
author img

By

Published : Jan 28, 2020, 2:05 PM IST

বহরমপুর, 28 জানুয়ারি: প্রচুর আগ্নেয়াস্ত্র সহ গ্রেপ্তার দুই অস্ত্র কারবারি ৷ সোমবার রাতে গোধনপাড়া অঞ্চল থেকে ওই দুই অস্ত্র কারবারিকে গ্রেপ্তার করে রানিনগর থানার পুলিশ । উদ্ধার হয় 10টি 7.65 বোরের পিস্তল, 28 রাউন্ড কার্তুজ ও 18টি ম্যাগাজিন । ধৃতদের নাম রাকিবুল মন্ডল ও পিন্টু শেখ। রাকিবুলের বাড়ি ডোমকল থানার দাসের চক এলাকায় । পিন্টু ডোমকল থানার ছোট পানিপিয়া গ্রামের বাসিন্দা।

সাংবাদিক বৈঠকে জেলার পুলিশ সুপার অজিত সিং যাদব বলেন, "মুর্শিদাবাদকে ক্রাইম ফ্রি জেলা করতে উদ্যোগ নেওয়া হয়েছে । সে কারণেই বিভিন্ন জায়গায় নাকা তল্লাশি চালিয়ে অস্ত্র কারবারিদের গ্রেপ্তার করা হচ্ছে।"

মুর্শিদাবাদে আগ্নেয়াস্ত্র সহ গ্রেপ্তার দুই অস্ত্র কারবারি

সামনে পৌরসভা নির্বাচন। তার আগে অস্ত্র কারবার নিয়ন্ত্রণে আনতে মুর্শিদাবাদ জেলা জুড়ে ধরপাকড় শুরু হয়েছে । সোমবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে গোধনপাড়ার কার্লভাট থেকে দু'জনকে গ্রেপ্তার করে পুলিশ । উদ্ধার হওয়া অস্ত্রগুলি বিহার ও ঝাড়খণ্ড এলাকা থেকে আনা হয়েছিল বলে প্রাথমিক তদন্তে জানা গিয়েছে। তবে ওই অস্ত্র কোথায়, কাকে দেওয়ার উদ্দেশ্য ছিল তা জানতে পারেনি পুলিশ।

এদিন সাত দিনের পুলিশ হেপাজতের আবেদন জানিয়ে ধৃতদের বহরমপুর জেলা আদালতে তোলা হয়। হেপাজতে নিয়ে অস্ত্র কারবারে জড়িত বাকিদের গ্রেপ্তারের চেষ্টা চালানো হবে, জানান পুলিশ সুপার ।

সাম্প্রতিক নাকা তল্লাশিতে জেলায় ইতিমধ্যে উদ্ধার হয়েছে 38টি পিস্তল, 76 রাউন্ড গুলি। পাশাপাশি গ্রেপ্তার হয়েছে 46 জন দুষ্কৃতী। দুষ্কৃতীদের সক্রিয়তায় জেলা পুলিশের কপালে ভাঁজ পড়েছে।

বহরমপুর, 28 জানুয়ারি: প্রচুর আগ্নেয়াস্ত্র সহ গ্রেপ্তার দুই অস্ত্র কারবারি ৷ সোমবার রাতে গোধনপাড়া অঞ্চল থেকে ওই দুই অস্ত্র কারবারিকে গ্রেপ্তার করে রানিনগর থানার পুলিশ । উদ্ধার হয় 10টি 7.65 বোরের পিস্তল, 28 রাউন্ড কার্তুজ ও 18টি ম্যাগাজিন । ধৃতদের নাম রাকিবুল মন্ডল ও পিন্টু শেখ। রাকিবুলের বাড়ি ডোমকল থানার দাসের চক এলাকায় । পিন্টু ডোমকল থানার ছোট পানিপিয়া গ্রামের বাসিন্দা।

সাংবাদিক বৈঠকে জেলার পুলিশ সুপার অজিত সিং যাদব বলেন, "মুর্শিদাবাদকে ক্রাইম ফ্রি জেলা করতে উদ্যোগ নেওয়া হয়েছে । সে কারণেই বিভিন্ন জায়গায় নাকা তল্লাশি চালিয়ে অস্ত্র কারবারিদের গ্রেপ্তার করা হচ্ছে।"

মুর্শিদাবাদে আগ্নেয়াস্ত্র সহ গ্রেপ্তার দুই অস্ত্র কারবারি

সামনে পৌরসভা নির্বাচন। তার আগে অস্ত্র কারবার নিয়ন্ত্রণে আনতে মুর্শিদাবাদ জেলা জুড়ে ধরপাকড় শুরু হয়েছে । সোমবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে গোধনপাড়ার কার্লভাট থেকে দু'জনকে গ্রেপ্তার করে পুলিশ । উদ্ধার হওয়া অস্ত্রগুলি বিহার ও ঝাড়খণ্ড এলাকা থেকে আনা হয়েছিল বলে প্রাথমিক তদন্তে জানা গিয়েছে। তবে ওই অস্ত্র কোথায়, কাকে দেওয়ার উদ্দেশ্য ছিল তা জানতে পারেনি পুলিশ।

এদিন সাত দিনের পুলিশ হেপাজতের আবেদন জানিয়ে ধৃতদের বহরমপুর জেলা আদালতে তোলা হয়। হেপাজতে নিয়ে অস্ত্র কারবারে জড়িত বাকিদের গ্রেপ্তারের চেষ্টা চালানো হবে, জানান পুলিশ সুপার ।

সাম্প্রতিক নাকা তল্লাশিতে জেলায় ইতিমধ্যে উদ্ধার হয়েছে 38টি পিস্তল, 76 রাউন্ড গুলি। পাশাপাশি গ্রেপ্তার হয়েছে 46 জন দুষ্কৃতী। দুষ্কৃতীদের সক্রিয়তায় জেলা পুলিশের কপালে ভাঁজ পড়েছে।

Intro:প্রচুর আগ্নেয়াস্ত্র সহ গ্রেপ্তার দুই অস্ত্র কারবারী। Body:বহরমপুর - প্রচুর আগ্নেয়াস্ত্র সহ দুই অস্ত্র কারবারীকে গ্রেপ্তার করল রানিনগর থানার পুলিশ। সোমবার রাতে অস্ত্রসহ দুজনকে গোধনপাড়া থেকে গ্রেপ্তার করা হয়। ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে ১০টি ৭.৬৫ বোরের পিস্তল, ২৮ রাউন্ড কার্তুজ ও ১৮টি ম্যাগজিন। ধৃতদের নাম রাকিবুল মন্ডল ও পিন্টু শেখ। রাকিবুলের বাড়ি ডোমকল থানার দাসের চক। পিন্টু ডোমকল থানার ছোট পাণিপিয়া গ্রামের বাদিন্দা। এদিন সাংবাদিক বৈঠক করে জেলা পুলিশ সুপার অজিত সিং যাদব বলেন, মুর্শিদাবাদ পুলিশ জেলাকে ক্রাইম ফ্রী জেলা করতে উদ্যোগ নেওয়া হয়েছে। বিভিন্ন জায়গায় নাকা তল্লাশি করে আস্ত্র কারবারীদের গ্রেপ্তার করা হচ্ছে। ধৃতদের পুলিশ হেফাজতে নিয়ে তদন্ত এগিয়ে নিয়ে যাওয়া হবে।
সামনে পুরসভা নির্বাচন। তার আগে জেলায় অস্ত্র কারবারীরা অতি সক্রিয় হওয়ায় জেলা পুলিশের কপালে ভাজ পড়তে শুরু করেছে। অস্ত্র কারবার নিয়ন্ত্রনে আনতে জেলা জুড়ে চলছে ধরপাকর। সোমবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ গোধনপাড়া কার্লভাট থেকে দুজনকে গ্রেপ্তার করে। উদ্ধার হওয়া অস্ত্রগুলি বিহার, ঝাড়খন্ড এলাকা থেকে আনা হয়েছিল বলে প্রাথমিক তদন্তে উঠে এসেছে। তবে কোথায় এবং কাকে সেগুলি দেওয়া হত এখনও জানতে পারেনি পুলিশ। এদিন সাত দিনের পুলিশ হেফাজতের আবেদন জানিয়ে ধৃতদের বহরমপুর জেলা আদালতে হাজির করা হচ্ছে। হেফাজতে নিয়েই কারবারে জড়িত বাকিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানিয়েছেন পুলিশ সুপার।Conclusion:২৮ জানুয়ারি পর্যত জেলায় উদ্ধার ৩৮টি পিস্তল, ৭৬ রাউন্ড গুলি। ঘটনায় গ্রেপ্তার ৪৬ জন।
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.