বেলডাঙা, 4 ডিসেম্বর : সন্ধের নমাজ় সেরে বাড়ি ফেরার পথে খুন তৃণমূলকর্মী ৷ মুর্শিদাবাদের বেলডাঙা থানার হিজুলি গ্রামের ঘটনা ৷ মৃত তৃণমূলকর্মীর নাম আবদুল রসিদ শেখ(55) ৷ গোষ্ঠী কোন্দলের জেরে তিনি খুন হয়েছেন বলে অভিযোগ দলেরই একাংশের ৷
এলাকায় হুমায়ুন কবীর ঘনিষ্ঠ বলে পরিচিত আবদুল রসিদ শেখ ৷ অভিযোগ, এলাকায় হুমায়ুন কবীর গোষ্ঠীর সঙ্গে রেজিনগরের তৃণমূল বিধায়ক রবিউল আলম চৌধুরির গোষ্ঠীর কোন্দল দীর্ঘদিনের ৷ কয়েকমাস আগেও এই দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ হয়৷
আরও পড়ুন : পশ্চিমবঙ্গে বাংলাভাষী সুবক্তার মরিয়া খোঁজ AIMIM-র
গতকাল সন্ধেয় নমাজ় সেরে বাড়ি ফিরছিলেন আবদুল ৷ অভিযোগ, ওই সময় কয়েকজন দুষ্কৃতী তাঁর উপর চড়াও হয় ৷ পিছন থেকে ভোজালি দিয়ে কুপিয়ে খুন করা হয় আবদুলকে ৷ তৃণমূল কর্মীদের একাংশের অনুমান, পুরানো বিবাদের জেরে খুন করা হয়েছে আবদুলকে ৷ এবিষয়ে হুমায়ুন কবীর ও বিধায়ক রবিউল আলম চৌধুরিকে চেষ্টা করেও যোগাযোগ করা যায়নি৷
খবর পেয়ে ঘটনাস্থানে যায় বেলডাঙা থানা পুলিশ ৷ মৃতদেহ উদ্ধার করে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ ও হাসপাতালে ময়নাতদন্তে পাঠানো হয়েছে। তবে এখনও পর্যন্ত তৃণমূলকর্মী খুনে কাউকে গ্রেপ্তার করেনি পুলিশ ৷