ETV Bharat / state

প্রশান্ত কিশোরের টিমের বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলে পোস্টার বহরমপুরে - Behrampur news

পোস্টারে লেখা রয়েছে, অবিলম্বে প্রশান্ত কিশোরের টিমের জেলা সমম্বয়কারীকে সরিয়ে দেওয়া হোক । প্রশান্ত কিশোরের সংস্থায় চাকরি দেওয়ার নামে জেলা থেকে টাকা তোলা হচ্ছে বলেও অভিযোগ উঠেছে ।

posters against Prashant Kishore team
posters against Prashant Kishore team
author img

By

Published : Oct 5, 2020, 7:00 PM IST

বহরমপুর, 5 অক্টোবর : প্রশান্ত কিশোরের টিমের বিরুদ্ধে পোস্টার পড়ল বহরমপুর শহরে । পোস্টারে প্রশান্ত কিশোরের টিমের জেলা কোঅর্ডিনেটরকে সরানোর দাবি তোলা হয়েছে । পাশাপাশি তাদের সংস্থায় চাকরি দেওয়ার নামে এলাকা থেকে ব্যাপক টাকা তোলা হচ্ছে বলেও অভিযোগ আনা হয়েছে । আদি তৃণমূল কমিটির নামেই এই পোস্টার ছড়ানো হয়েছে । যদিও তৃণমূল কংগ্রেসের জেলা নেতৃত্বের দাবি, দলকে পরিল্পিতভাবে কালিমালিপ্ত করতে এটা বিরোধীদের চক্রান্ত ।

ওই পোস্টারে লেখা রয়েছে, অবিলম্বে প্রশান্ত কিশোরের টিমের জেলা সমম্বয়কারীকে সরিয়ে দেওয়া হোক । পাশাপাশি প্রশান্ত কিশোরের সংস্থায় চাকরি দেওয়ার নামে জেলা থেকে টাকা তোলা হচ্ছে বলে অভিযোগ। পোস্টারের নিচে লেখা রয়েছে-সৌজন্যে আদি তৃণমূল কংগ্রেস কমিটি ।

স্বাভাবিকভাবেই এই পোস্টার ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক জল্পনা । জেলা তৃণমূল নেতৃত্ব বিষয়টি আমল দিতে চাইছে না । তাদের দাবি, এটা বিরোধীদের পরিকল্পিত চক্রান্ত ।

বহরমপুর, 5 অক্টোবর : প্রশান্ত কিশোরের টিমের বিরুদ্ধে পোস্টার পড়ল বহরমপুর শহরে । পোস্টারে প্রশান্ত কিশোরের টিমের জেলা কোঅর্ডিনেটরকে সরানোর দাবি তোলা হয়েছে । পাশাপাশি তাদের সংস্থায় চাকরি দেওয়ার নামে এলাকা থেকে ব্যাপক টাকা তোলা হচ্ছে বলেও অভিযোগ আনা হয়েছে । আদি তৃণমূল কমিটির নামেই এই পোস্টার ছড়ানো হয়েছে । যদিও তৃণমূল কংগ্রেসের জেলা নেতৃত্বের দাবি, দলকে পরিল্পিতভাবে কালিমালিপ্ত করতে এটা বিরোধীদের চক্রান্ত ।

ওই পোস্টারে লেখা রয়েছে, অবিলম্বে প্রশান্ত কিশোরের টিমের জেলা সমম্বয়কারীকে সরিয়ে দেওয়া হোক । পাশাপাশি প্রশান্ত কিশোরের সংস্থায় চাকরি দেওয়ার নামে জেলা থেকে টাকা তোলা হচ্ছে বলে অভিযোগ। পোস্টারের নিচে লেখা রয়েছে-সৌজন্যে আদি তৃণমূল কংগ্রেস কমিটি ।

স্বাভাবিকভাবেই এই পোস্টার ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক জল্পনা । জেলা তৃণমূল নেতৃত্ব বিষয়টি আমল দিতে চাইছে না । তাদের দাবি, এটা বিরোধীদের পরিকল্পিত চক্রান্ত ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.