নওদা, 20 মে : ভোট দিয়ে বুথ থেকে বেরোনোর পরই হাতে চলে আসছে মিষ্টির প্যাকেট । ভোট দিয়ে জল খেয়ে মিষ্টির প্যাকেট নিয়ে হাসি মুখে বাড়ি ফিরছেন ভোটাররা । এই চিত্রই ধরা পড়ল নওদা বিধানসভার রায়পুর ১১৬ নম্বর বুথে ।
আজ নওদা ও কান্দিতে চলছে উপনির্বাচন । সব বুথে মোতায়েন রয়েছে কেন্দ্রীয় বাহিনী । এখনও বড় কোনও অশান্তির খবর পাওয়া না গেলেও নওদায় ভোটারদের প্রভাবিত করার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে । রায়পুর ১১৬ নম্বর বুথে ভোটাররা ভোট দিয়ে বেরোনোর পরই তাদের হাতে মিষ্টি, সিঙারা ও কেকের প্যাকেট ধরিয়ে দিচ্ছেন তৃণমূলের জেলা পরিষদের সদস্য সঞ্জয় হালদার । মিষ্টির প্যাকেট নিয়ে বাড়ি ফিরছেন ভোটাররা । কংগ্রেসের অভিযোগ, সকাল থেকে ৩০০ জনকে মিষ্টির প্যাকেট দিয়েছে তৃণমূল কর্মীরা । এখনও প্রায় ৮০০ প্যাকেট মজুত রাখা হয়েছে ক্যাম্পে । জেলা পরিষদের সভাধিপতি মোসারব হোসেন বলছেন, "গরমের দিনে মানুষকে জল-মিষ্টি দেওয়াটা তো রেওয়াজ । এতে দোষের কী আছে ?" কিন্তু, বিরোধীরা যে অভিযোগ করছে, "ভোটারদের প্রভাবিত করছেন আপনি ?" মোসারব বললেন, "দূর দূর । ওসব অভিযোগ ভিত্তিহীন ।"
নওদার বিধায়ক আবু তাহের খান কংগ্রেস থেকে তৃণমূলে যোগ দেন । এবার মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী তিনি । প্রার্থী হওয়ার আগে বিধায়ক পদ থেকে ইস্তফা দেন আবু । তাই বর্তমানে পদটি ফাঁকা। অপরদিকে, কান্দির কংগ্রেস বিধায়ক অপূর্ব সরকার পঞ্চায়েত ভোটের আগে তৃণমূলে যোগ দেন । লোকসভা ভোটে বহরমপুর কেন্দ্রের তৃণমূল প্রার্থী ছিলেন তিনি ।