বেলডাঙা, ৫ মার্চ : বাড়ি থেকে ডেকে তৃণমূল সমর্থককে খুন। মৃতের নাম আনিসুর রহমান(৪০)। বাড়ি মির্জাপুর ভাদুরি খামার এলাকায়। আজ ভোরে তাঁর মৃতদেহ উদ্ধার হয় বেলডাঙা থানার শীতলপাড়া চারাতলা এলাকার রাস্তার পাশের জমি থেকে। গতকাল রাত থেকে নিখোঁজ ছিলেন তিনি। পরিবারের অভিযোগ, শ্বাসরোধ করে খুন করা হয়েছে তাঁকে। অন্যদিকে, দেহটি ময়নাতদন্তের জন্য বহরমপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার তদন্তে পুলিশ।
আনিসুরের পরিবারের কথায়, গতকাল রাত ১২টা নাগাদ কয়েকজন লোক আনিসুরকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। তারপর বাড়ি ফেরেননি তিনি। আজ সকালে খোঁজ শুরু করায় বাড়ি থেকে বেশকিছুটা দূরে শীতলপাড়ায় তাঁর দেহ পাওয়া যায়। তাঁকে খুন করা হয়েছে বলে অভিযোগ পরিবারের। কেন এই খুন তা নিয়ে ধন্দে পরিবার।