ETV Bharat / state

গোষ্ঠীদ্বন্দ্বের জের? খুন তৃণমূল পঞ্চায়েত সদস্য - tmc panchayat member shot dead in murshidabad

যদিও গোষ্ঠীদ্বন্দ্বের কথা অস্বীকার করেছে স্থানীয় তৃণমূল নেতৃত্ব ।

tmc-panchayat-member-shot-dead-in-murshidabad
tmc-panchayat-member-shot-dead-in-murshidabad
author img

By

Published : Nov 26, 2020, 2:16 PM IST

Updated : Nov 26, 2020, 3:32 PM IST

কান্দি, 26 নভেম্বর : গোষ্ঠীদ্বন্দ্বের জেরে বোমা মেরে ও গুলি করে গ্রাম পঞ্চায়েত সদস্যকে খুনের অভিযোগ উঠল । বুধবার রাতে মুর্শিদাবাদের কান্দি থানার অন্তর্গত জিবন্তী হল্ট স্টেশনে রাজা শেখ নামে এক ব্যক্তিকে গুলি করে খুন করা হয় । তিনি কান্দি ব্লকের মহালন্দী 2 গ্রাম পঞ্চায়েতের ধলা গ্রামের তৃণমূলের পঞ্চায়েত সদস্য ছিলেন ।

এলাকার বাসিন্দারা জানিয়েছেন, বুধবার রাতে অন্যান্য দিনের মতো জিবন্তী হল্ট স্টেশনে চায়ের দোকানে বসেছিলেন পঞ্চায়েত সদস্য রাজা শেখ । তখন খুব কাছ থেকে তাঁকে লক্ষ্য করে পরপর চারটি বোমা মারা হয় । বোমার শব্দে কেঁপে ওঠে এলাকা । গুরুতর জখম অবস্থায় জিবন্তী হল্ট স্টেশনেই তাঁকে গুলি করা হয় । মৃত্যু নিশ্চিত করতে এলোপাথাড়ি ধারালো অস্ত্রের কোপ মারা হয় । খবর পেয়ে ঘটনাস্থানে পৌঁছায় বহরমপুর ও কান্দি থানার পুলিশ। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মুর্শিদাবাদ মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠায় পুলিশ ।

পরিবারের সদস্যের দাবি, গোষ্ঠীদ্বন্দ্বের জেরেই এমন ঘটনা। এনামূল, কালু, রাজীব, শুকচাঁদ ও অপর একজন ঘটনাস্থানে উপস্থিত ছিল । অভিযোগ, তারাই রাজা শেখকে খুন করে । তারপর হঠাৎই বোমা ছোড়ে এবং পরে গুলি করে খুন করে ।

যদিও এই ঘটনায় এখনও পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ । এই বিষয়ে মহালন্দী 2 ভাটপাড়া গ্রাম পঞ্চায়েত সদস্য তফিজুল শেখ জানান, "এটা কোনও গোষ্ঠীদ্বন্দ্ব নয় । পুলিশ তদন্ত করে প্রকৃত দোষীদের সাজা দেবে । বিরোধীদের চক্রান্তের কারণে রাজা শেখ খুন হয়েছেন ।"

কান্দি ব্লক তৃণমূল সভাপতি পার্থপ্রতিম সরকার বলেন, "রাজনৈতিক কারণে কংগ্রেস আশ্রিত দুষ্কৃতীরা আমাদের পঞ্চায়েত সদস্য রাজা শেখকে বোমা ও গুলি করে খুন করেছে । পুলিশের কাছে দাবি রাখব, নিরপেক্ষ তদন্ত করে দোষীদের চিহ্নিত করে গ্রেপ্তার করুক ।"

খুনের কারণ খতিয়ে দেখছে মুর্শিদাবাদ জেলা পুলিশ প্রশাসন ।

কান্দি, 26 নভেম্বর : গোষ্ঠীদ্বন্দ্বের জেরে বোমা মেরে ও গুলি করে গ্রাম পঞ্চায়েত সদস্যকে খুনের অভিযোগ উঠল । বুধবার রাতে মুর্শিদাবাদের কান্দি থানার অন্তর্গত জিবন্তী হল্ট স্টেশনে রাজা শেখ নামে এক ব্যক্তিকে গুলি করে খুন করা হয় । তিনি কান্দি ব্লকের মহালন্দী 2 গ্রাম পঞ্চায়েতের ধলা গ্রামের তৃণমূলের পঞ্চায়েত সদস্য ছিলেন ।

এলাকার বাসিন্দারা জানিয়েছেন, বুধবার রাতে অন্যান্য দিনের মতো জিবন্তী হল্ট স্টেশনে চায়ের দোকানে বসেছিলেন পঞ্চায়েত সদস্য রাজা শেখ । তখন খুব কাছ থেকে তাঁকে লক্ষ্য করে পরপর চারটি বোমা মারা হয় । বোমার শব্দে কেঁপে ওঠে এলাকা । গুরুতর জখম অবস্থায় জিবন্তী হল্ট স্টেশনেই তাঁকে গুলি করা হয় । মৃত্যু নিশ্চিত করতে এলোপাথাড়ি ধারালো অস্ত্রের কোপ মারা হয় । খবর পেয়ে ঘটনাস্থানে পৌঁছায় বহরমপুর ও কান্দি থানার পুলিশ। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মুর্শিদাবাদ মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠায় পুলিশ ।

পরিবারের সদস্যের দাবি, গোষ্ঠীদ্বন্দ্বের জেরেই এমন ঘটনা। এনামূল, কালু, রাজীব, শুকচাঁদ ও অপর একজন ঘটনাস্থানে উপস্থিত ছিল । অভিযোগ, তারাই রাজা শেখকে খুন করে । তারপর হঠাৎই বোমা ছোড়ে এবং পরে গুলি করে খুন করে ।

যদিও এই ঘটনায় এখনও পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ । এই বিষয়ে মহালন্দী 2 ভাটপাড়া গ্রাম পঞ্চায়েত সদস্য তফিজুল শেখ জানান, "এটা কোনও গোষ্ঠীদ্বন্দ্ব নয় । পুলিশ তদন্ত করে প্রকৃত দোষীদের সাজা দেবে । বিরোধীদের চক্রান্তের কারণে রাজা শেখ খুন হয়েছেন ।"

কান্দি ব্লক তৃণমূল সভাপতি পার্থপ্রতিম সরকার বলেন, "রাজনৈতিক কারণে কংগ্রেস আশ্রিত দুষ্কৃতীরা আমাদের পঞ্চায়েত সদস্য রাজা শেখকে বোমা ও গুলি করে খুন করেছে । পুলিশের কাছে দাবি রাখব, নিরপেক্ষ তদন্ত করে দোষীদের চিহ্নিত করে গ্রেপ্তার করুক ।"

খুনের কারণ খতিয়ে দেখছে মুর্শিদাবাদ জেলা পুলিশ প্রশাসন ।

Last Updated : Nov 26, 2020, 3:32 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.