ETV Bharat / state

Murshidabad Trinamool Congress : মন্ত্রী-বিধায়ককে হেনস্থা, তদন্ত কমিটি গড়ল তৃণমূল - Murshidabad

বুধবার বড়ঞা থানার সৈয়দপাড়ায় আক্রান্ত হন রাজ্যের মন্ত্রী সুব্রত সাহা ও বড়ঞার বিধায়ক জীবনকৃষ্ণ সাহা । ইতিমধ্যে পুলিশ 16 জনকে গ্রেফতার করেছে ৷ অন্যদিকে তদন্ত কমিটি গড়ল তৃণমূল কংগ্রেস ৷

tmc murshidabad constitute a probe committee in a case of minister mla heckled
Trinamool Congress : মন্ত্রী-বিধায়ককে হেনস্তা, তদন্ত কমিটি গড়ল তৃণমূল
author img

By

Published : Nov 11, 2021, 6:30 PM IST

বহরমপুর, 11 নভেম্বর : উদ্যানপালন ও খাদ্য প্রক্রিয়াকরণ মন্ত্রী সুব্রত সাহার গাড়িতে ভাঙচুর ও তাঁকে হেনস্থার ঘটনায় উত্তপ্ত মুর্শিদাবাদের রাজনীতি ৷ ঘটনায় তৃণমূলের অর্ন্তকলহ রয়েছে বলে অভিযোগ ।

অভিযোগের আঙুল উঠেছে বড়ঞার বেশ কয়েকজন তৃণমূল নেতার বিরুদ্ধে ৷ ইতিমধ্যে 16 জনকে গ্রেফতার করেছে পুলিশ ৷ তাদের তরফে তদন্ত চলছে ৷

আরও পড়ুন : TMC : তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের মাঝে পড়ে আহত রাজ্যের মন্ত্রী, রণক্ষেত্র মুর্শিদাবাদের বড়ঞা

তবে তৃণমূলের তরফেও এই নিয়ে তিন সদস্যের একটি কমিটি গড়ে ঘটনার তদন্ত শুরু করা হয়েছে । ওই দলে রয়েছেন ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবীর, খড়গ্রামের বিধায়ক আশিস মার্জিত ও কান্দি পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি পার্থপ্রতিম সরকার । আজ রাতেই কমিটির কাছে তদন্তের পূর্ণাঙ্গ রিপোর্ট তলব করা হয়েছে বলে খবর ।

শাসকদলের জেলা সভানেত্রী শাওনি সিংহ রায় বলেন, ‘‘তিন সদস্যের প্রতিনিধি পাঠানো হয়েছে তদন্তের জন্য । তাঁদের কাছে বিস্তারিত রিপোর্ট চাওয়া হয়েছে । পাশাপাশি ব্লক সভাপতি গোলাম মোর্শেদের কাছেও রিপোর্ট চাওয়া হয়েছে । দুই রিপোর্ট পাঠানো হবে দলের রাজ্য নেতৃত্বের কাছে । সিদ্ধান্ত নেবে রাজ্য নেতৃত্ব ।’’

আরও পড়ুন : TMC Clash in Murshidabad : গোষ্ঠীকোন্দলে জখম মন্ত্রী, আইনশৃঙ্খলা নিয়ে প্রশ্ন বিরোধীদের

বুধবার বড়ঞা থানার সৈয়দপাড়ায় দুর্ঘটনার মৃতের পরিবারের সঙ্গে দেখা করতে গিয়ে আক্রান্ত হন রাজ্যের মন্ত্রী সুব্রত সাহা ও বড়ঞার বিধায়ক জীবনকৃষ্ণ সাহা । গাড়ি ভাঙচুরের পাশাপাশি দু‘জনকে পুলিশ ও নিরাপত্তারক্ষীদের সামনে হেনস্থা করা হয় বলে অভিযোগ ।

অভিযোগ উঠেছে দলের ব্লক সভাপতি গোলাম মোর্শেদ ও যুব সভাপতি মাহে আলমের বিরুদ্ধে । জীবনকৃষ্ণ সাহা তাঁদের নাম উল্লেখ করেই থানায় অভিযোগ দায়ের করেন । তদন্তে নেমে পুলিশ বুধবার 12 জনকে ও আজ সকালে আরও চারজনকে গ্রেফতার করে ।

আরও পড়ুন : Adhir Ranjan Chowdhury: 10 বছরেও নন্দীগ্রাম গণহত্যায় সাজা হল না কেন, মমতাকে প্রশ্ন অধীরের

অন্যদিকে তাঁর ও যুব সভাপতির দিকে আসা অভিযোগের কারণ বর্ণনা করে ঘটনার বিষয়ে বিস্তারিত রিপোর্ট চাওয়া হয়েছে ব্লক সভাপতির কাছে । দু’টি রিপোর্ট জেলাস্তরে আলোচনার পর পাঠানো হবে রাজ্য নেতৃত্বের কাছে ।

বহরমপুর, 11 নভেম্বর : উদ্যানপালন ও খাদ্য প্রক্রিয়াকরণ মন্ত্রী সুব্রত সাহার গাড়িতে ভাঙচুর ও তাঁকে হেনস্থার ঘটনায় উত্তপ্ত মুর্শিদাবাদের রাজনীতি ৷ ঘটনায় তৃণমূলের অর্ন্তকলহ রয়েছে বলে অভিযোগ ।

অভিযোগের আঙুল উঠেছে বড়ঞার বেশ কয়েকজন তৃণমূল নেতার বিরুদ্ধে ৷ ইতিমধ্যে 16 জনকে গ্রেফতার করেছে পুলিশ ৷ তাদের তরফে তদন্ত চলছে ৷

আরও পড়ুন : TMC : তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের মাঝে পড়ে আহত রাজ্যের মন্ত্রী, রণক্ষেত্র মুর্শিদাবাদের বড়ঞা

তবে তৃণমূলের তরফেও এই নিয়ে তিন সদস্যের একটি কমিটি গড়ে ঘটনার তদন্ত শুরু করা হয়েছে । ওই দলে রয়েছেন ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবীর, খড়গ্রামের বিধায়ক আশিস মার্জিত ও কান্দি পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি পার্থপ্রতিম সরকার । আজ রাতেই কমিটির কাছে তদন্তের পূর্ণাঙ্গ রিপোর্ট তলব করা হয়েছে বলে খবর ।

শাসকদলের জেলা সভানেত্রী শাওনি সিংহ রায় বলেন, ‘‘তিন সদস্যের প্রতিনিধি পাঠানো হয়েছে তদন্তের জন্য । তাঁদের কাছে বিস্তারিত রিপোর্ট চাওয়া হয়েছে । পাশাপাশি ব্লক সভাপতি গোলাম মোর্শেদের কাছেও রিপোর্ট চাওয়া হয়েছে । দুই রিপোর্ট পাঠানো হবে দলের রাজ্য নেতৃত্বের কাছে । সিদ্ধান্ত নেবে রাজ্য নেতৃত্ব ।’’

আরও পড়ুন : TMC Clash in Murshidabad : গোষ্ঠীকোন্দলে জখম মন্ত্রী, আইনশৃঙ্খলা নিয়ে প্রশ্ন বিরোধীদের

বুধবার বড়ঞা থানার সৈয়দপাড়ায় দুর্ঘটনার মৃতের পরিবারের সঙ্গে দেখা করতে গিয়ে আক্রান্ত হন রাজ্যের মন্ত্রী সুব্রত সাহা ও বড়ঞার বিধায়ক জীবনকৃষ্ণ সাহা । গাড়ি ভাঙচুরের পাশাপাশি দু‘জনকে পুলিশ ও নিরাপত্তারক্ষীদের সামনে হেনস্থা করা হয় বলে অভিযোগ ।

অভিযোগ উঠেছে দলের ব্লক সভাপতি গোলাম মোর্শেদ ও যুব সভাপতি মাহে আলমের বিরুদ্ধে । জীবনকৃষ্ণ সাহা তাঁদের নাম উল্লেখ করেই থানায় অভিযোগ দায়ের করেন । তদন্তে নেমে পুলিশ বুধবার 12 জনকে ও আজ সকালে আরও চারজনকে গ্রেফতার করে ।

আরও পড়ুন : Adhir Ranjan Chowdhury: 10 বছরেও নন্দীগ্রাম গণহত্যায় সাজা হল না কেন, মমতাকে প্রশ্ন অধীরের

অন্যদিকে তাঁর ও যুব সভাপতির দিকে আসা অভিযোগের কারণ বর্ণনা করে ঘটনার বিষয়ে বিস্তারিত রিপোর্ট চাওয়া হয়েছে ব্লক সভাপতির কাছে । দু’টি রিপোর্ট জেলাস্তরে আলোচনার পর পাঠানো হবে রাজ্য নেতৃত্বের কাছে ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.