ETV Bharat / state

Abhishek Banerjee : কংগ্রেসকে দিয়ে হবে না, মোদির বিকল্প মমতা; বললেন অভিষেক

বৃহস্পতিবার মুর্শিদাবাদের সামশেরগঞ্জে নির্বাচনী প্রচার করেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷ সেখান থেকে কংগ্রেস ও বিজেপিকে আক্রমণ করেন ৷ পাশাপাশি জানান, মোদির বিকল্প মমতা ৷

tmc leader abhishek banerjee claimed that congress can not able to defeat bjp in 2024 loksabha election
Abhishek Banerjee : কংগ্রেসকে দিয়ে হবে না, সারা দেশ মমতাকে চাইছে ; দাবি অভিষেকের
author img

By

Published : Sep 23, 2021, 3:22 PM IST

সামশেরগঞ্জ, 23 সেপ্টেম্বর : সাম্প্রতিক বিধানসভা নির্বাচনে (West Bengal Assembly Election 2021) জয়ের পর সারা দেশে সংগঠন বৃদ্ধিতে নজর দিয়েছে তৃণমূল কংগ্রেস ৷ আর তার জোরেই 2024 সালে নরেন্দ্র মোদিকে (Narendra Modi) প্রধানমন্ত্রিত্ব থেকে সরাবেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ বৃহস্পতিবার আরও একবার সেই বিষয়টিই স্পষ্ট করলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) ৷

তাঁর মতে, সারা দেশের মানুষ এখন মোদি বিরোধিতার জন্য তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) চাইছেন ৷ কেন সারা দেশের মানুষ মমতাকে চাইছে, সেই ব্যাখ্যাও দিয়েছেন তিনি ৷ জানিয়েছেন, কংগ্রেসকে (Congress) দিয়ে হবে না ৷ কংগ্রেস হয়তো বিজেপির (BJP) বিরুদ্ধে লড়াই করছে ৷ কিন্তু সারা দেশ মমতাকে চাইছে ৷

আরও পড়ুন : Pegasus Case: পেগাসাস কাণ্ডের তদন্তে কমিটি গঠন করবে সুপ্রিম কোর্ট

আগামী 30 সেপ্টেম্বর মুর্শিদাবাদের সামশেরগঞ্জ বিধানসভার নির্বাচন ৷ সেই নির্বাচনের প্রচারে বৃহস্পতিবার সেখানে হাজির হন ডায়মন্ড হারবারের সাংসদ ৷ সেখান থেকেই তিনি এই বার্তা দেন ৷ পাশাপাশি তিনি ব্যাখ্যা করেছেন কংগ্রেস ও তৃণমূলের (Trinamool Congress) মধ্যে পার্থক্য কোথায় ?

অভিষেকের দাবি, ‘‘কংগ্রেস নাকি বিজেপিকে হারাবে ৷ কংগ্রেস ও তৃণমূলের মধ্যে ফারাক কী জানেন ? কংগ্রেস বিজেপির কাছে হারছে ৷ আর তৃণমূল হারাচ্ছে ৷ গত সাত বছর ধরে হারিয়েছি ৷ আবার হারাব ৷ এবার দেশজুড়ে খেলা হবে ৷’’

আরও পড়ুন : Mamata Banerjee : আমি না জিতলে অন্য কেউ মুখ্যমন্ত্রী হয়ে যেতে পারে, ভোটপ্রচারে বললেন মমতা

যদিও মুর্শিদাবাদ এক সময় কংগ্রেসের গড় হিসেবে পরিচিত ছিল ৷ সেখানে এখন ঘাসফুলের রমরমা ৷ তবে মুর্শিদাবাদের তিনটি লোকসভা আসনের একটি বহরমপুরকে সেখানকার সাংসদ অধীর চৌধুরীর (Adhir Ranjan Chowdhury) গড় বলা হয় ৷ তাই অধীর চৌধুরীকে আক্রমণ করেন অভিষেক ৷ তাঁর কথায়, মমতা যা বলেছেন, সব উন্নয়ন করেছেন ৷ কংগ্রেস নেতারা শুধু ভাষণ দেন ৷ কোনও দিন মানুষের পাশে দাঁড়াননি তাঁরা ৷ রাস্তায় নেমে আন্দোলন করেননি ৷ অধীর চৌধুরীর সঙ্গে বিজেপির গোপন আঁতাত রয়েছে বলেও তিনি অভিযোগ করেন ৷

একই সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের উন্নয়নের নানা খতিয়ান তুলে ধরেছেন ৷ পাশাপাশি বিজেপির সমালোচনায় সরব হয়েছেন ৷ কয়লা-কাণ্ডে তাঁকে ইডির তলব নিয়ে তাঁর হুঁশিয়ারি, ‘‘বিজেপির দুই ভাই ইডি (ED) আর সিবিআই (CBI) ৷ পাঁচটা নোটিস পাঠিয়েছে ৷ পাঁচশো নোটিস পাঠালেও মাথানত করব না ৷ দিল্লি থেকে তাড়াবই ৷’’

আরও পড়ুন : Mamata Banerjee : জাতীয় স্তরে বিজেপি বিরোধী লড়াইয়ে মমতার হাতিয়ার সম্প্রীতি

একই সঙ্গে বিজেপিকে ভাঙানোর হুঁশিয়ারি দিয়েছেন তিনি ৷ বলেছেন, ‘‘আমরা দরজা বন্ধ করে রেখেছি ৷ দরজা খুলে দিলে বিজেপি উঠে যাবে ৷ এক সাংসদ তৃণমূলে এসেছেন ৷ তৃণমূলের আদর্শ মেনে তিনি সাংসদ পদ থেকে পদত্যাগ করছেন ৷’’

পাশাপাশি দিলীপ ঘোষকে (Dilip Ghosh) বিজেপির সভাপতির পদ থেকে সরানো নিয়ে কটাক্ষ করেছেন অভিষেক ৷ তাঁর কথায়, যিনি গরুর দুধ থেকে সোনা বের করছেন ৷ হুমকি দিতেন, তাঁকেই বের করে দিয়েছে ৷ এতে প্রমাণ হল বাংলা নিজের মেয়েকে চায় ৷

আরও পড়ুন : Malda Gang Rape : মালদায় নির্যাতিতার বাড়িতে তৃণমূলের প্রতিনিধি দল, পাশে থাকার আশ্বাস

সামশেরগঞ্জ, 23 সেপ্টেম্বর : সাম্প্রতিক বিধানসভা নির্বাচনে (West Bengal Assembly Election 2021) জয়ের পর সারা দেশে সংগঠন বৃদ্ধিতে নজর দিয়েছে তৃণমূল কংগ্রেস ৷ আর তার জোরেই 2024 সালে নরেন্দ্র মোদিকে (Narendra Modi) প্রধানমন্ত্রিত্ব থেকে সরাবেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ বৃহস্পতিবার আরও একবার সেই বিষয়টিই স্পষ্ট করলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) ৷

তাঁর মতে, সারা দেশের মানুষ এখন মোদি বিরোধিতার জন্য তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) চাইছেন ৷ কেন সারা দেশের মানুষ মমতাকে চাইছে, সেই ব্যাখ্যাও দিয়েছেন তিনি ৷ জানিয়েছেন, কংগ্রেসকে (Congress) দিয়ে হবে না ৷ কংগ্রেস হয়তো বিজেপির (BJP) বিরুদ্ধে লড়াই করছে ৷ কিন্তু সারা দেশ মমতাকে চাইছে ৷

আরও পড়ুন : Pegasus Case: পেগাসাস কাণ্ডের তদন্তে কমিটি গঠন করবে সুপ্রিম কোর্ট

আগামী 30 সেপ্টেম্বর মুর্শিদাবাদের সামশেরগঞ্জ বিধানসভার নির্বাচন ৷ সেই নির্বাচনের প্রচারে বৃহস্পতিবার সেখানে হাজির হন ডায়মন্ড হারবারের সাংসদ ৷ সেখান থেকেই তিনি এই বার্তা দেন ৷ পাশাপাশি তিনি ব্যাখ্যা করেছেন কংগ্রেস ও তৃণমূলের (Trinamool Congress) মধ্যে পার্থক্য কোথায় ?

অভিষেকের দাবি, ‘‘কংগ্রেস নাকি বিজেপিকে হারাবে ৷ কংগ্রেস ও তৃণমূলের মধ্যে ফারাক কী জানেন ? কংগ্রেস বিজেপির কাছে হারছে ৷ আর তৃণমূল হারাচ্ছে ৷ গত সাত বছর ধরে হারিয়েছি ৷ আবার হারাব ৷ এবার দেশজুড়ে খেলা হবে ৷’’

আরও পড়ুন : Mamata Banerjee : আমি না জিতলে অন্য কেউ মুখ্যমন্ত্রী হয়ে যেতে পারে, ভোটপ্রচারে বললেন মমতা

যদিও মুর্শিদাবাদ এক সময় কংগ্রেসের গড় হিসেবে পরিচিত ছিল ৷ সেখানে এখন ঘাসফুলের রমরমা ৷ তবে মুর্শিদাবাদের তিনটি লোকসভা আসনের একটি বহরমপুরকে সেখানকার সাংসদ অধীর চৌধুরীর (Adhir Ranjan Chowdhury) গড় বলা হয় ৷ তাই অধীর চৌধুরীকে আক্রমণ করেন অভিষেক ৷ তাঁর কথায়, মমতা যা বলেছেন, সব উন্নয়ন করেছেন ৷ কংগ্রেস নেতারা শুধু ভাষণ দেন ৷ কোনও দিন মানুষের পাশে দাঁড়াননি তাঁরা ৷ রাস্তায় নেমে আন্দোলন করেননি ৷ অধীর চৌধুরীর সঙ্গে বিজেপির গোপন আঁতাত রয়েছে বলেও তিনি অভিযোগ করেন ৷

একই সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের উন্নয়নের নানা খতিয়ান তুলে ধরেছেন ৷ পাশাপাশি বিজেপির সমালোচনায় সরব হয়েছেন ৷ কয়লা-কাণ্ডে তাঁকে ইডির তলব নিয়ে তাঁর হুঁশিয়ারি, ‘‘বিজেপির দুই ভাই ইডি (ED) আর সিবিআই (CBI) ৷ পাঁচটা নোটিস পাঠিয়েছে ৷ পাঁচশো নোটিস পাঠালেও মাথানত করব না ৷ দিল্লি থেকে তাড়াবই ৷’’

আরও পড়ুন : Mamata Banerjee : জাতীয় স্তরে বিজেপি বিরোধী লড়াইয়ে মমতার হাতিয়ার সম্প্রীতি

একই সঙ্গে বিজেপিকে ভাঙানোর হুঁশিয়ারি দিয়েছেন তিনি ৷ বলেছেন, ‘‘আমরা দরজা বন্ধ করে রেখেছি ৷ দরজা খুলে দিলে বিজেপি উঠে যাবে ৷ এক সাংসদ তৃণমূলে এসেছেন ৷ তৃণমূলের আদর্শ মেনে তিনি সাংসদ পদ থেকে পদত্যাগ করছেন ৷’’

পাশাপাশি দিলীপ ঘোষকে (Dilip Ghosh) বিজেপির সভাপতির পদ থেকে সরানো নিয়ে কটাক্ষ করেছেন অভিষেক ৷ তাঁর কথায়, যিনি গরুর দুধ থেকে সোনা বের করছেন ৷ হুমকি দিতেন, তাঁকেই বের করে দিয়েছে ৷ এতে প্রমাণ হল বাংলা নিজের মেয়েকে চায় ৷

আরও পড়ুন : Malda Gang Rape : মালদায় নির্যাতিতার বাড়িতে তৃণমূলের প্রতিনিধি দল, পাশে থাকার আশ্বাস

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.