ETV Bharat / state

TMC Inner Clash: মুর্শিদাবাদে তৃণমূলের গোষ্ঠীকোন্দল, তুঙ্গে তরজা

তৃণমূলের দুই গোষ্ঠীর সংঘর্ষে চাঞ্চল্য ছড়াল ভরতপুর বিধানসভা কেন্দ্রের সালার এলাকায় (TMC Inner Clash) ৷

TMC Inner Clash
তৃণমূলের গোষ্ঠীকোন্দলের ঘটনায় রাজনৈতিক তরজা তুঙ্গে
author img

By

Published : Oct 30, 2022, 8:44 AM IST

কান্দি, 30 অক্টোবর: মুর্শিদাবাদ জেলার কান্দি মহকুমার ভরতপুর বিধানসভা কেন্দ্রের সালার এলাকায় তৃণমূল কংগ্রেসের গোষ্ঠী কোন্দলের ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হল (TMC Inner Clash) ।

জানা গিয়েছে, গত কয়েকদিন ধরেই এলাকায় অশান্তির সৃষ্টি হয়েছিল । পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে শুক্রবার সন্ধ্যায় সালার থানার পক্ষ থেকে শান্তি বৈঠকের আয়োজন করা হয়েছিল । সেই বৈঠকে চেয়ারে বসাকে কেন্দ্র করে সালারে তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে বচসার সৃষ্টি হয় । এরপর শনিবার সকালে হাতাহাতির পরিস্থিতি নেয় কাগ্রাম এলাকা চত্বরে । সেই ভিডিয়ো সিসিটিভিতে ধরা পড়ে । ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবিরের দাবি ভরতপুর ব্লক তৃণমূল সভাপতি মুস্তাফিজুর রহমানের অনুগামীরাই মারামারিতে জড়িয়েছেন ।

তৃণমূলের গোষ্ঠীকোন্দলের ঘটনায় রাজনৈতিক তরজা তুঙ্গে

আরও পড়ুন: পঞ্চায়েত ভোটে কেউ এলাকা ছাড়বি না, আদালতে বসেই অনুগামীদের পরামর্শ কেষ্টর

অন্যদিকে, ভরতপুর 2 নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি মুস্তাফিজুর রহমান এই ঘটনার পরিপ্রেক্ষিতে ভরতপুর বিধানসভার বিধায়ক হুমায়ুন কবিরের অনুগামীদের বিরুদ্ধে আঙুল তোলেন । এই ঘটনা সামনে আসার পর স্বভাবতই বিরোধীরা তৃণমূলের গোষ্ঠীকোন্দল নিয়ে কটাক্ষ করেছে ।

কান্দি, 30 অক্টোবর: মুর্শিদাবাদ জেলার কান্দি মহকুমার ভরতপুর বিধানসভা কেন্দ্রের সালার এলাকায় তৃণমূল কংগ্রেসের গোষ্ঠী কোন্দলের ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হল (TMC Inner Clash) ।

জানা গিয়েছে, গত কয়েকদিন ধরেই এলাকায় অশান্তির সৃষ্টি হয়েছিল । পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে শুক্রবার সন্ধ্যায় সালার থানার পক্ষ থেকে শান্তি বৈঠকের আয়োজন করা হয়েছিল । সেই বৈঠকে চেয়ারে বসাকে কেন্দ্র করে সালারে তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে বচসার সৃষ্টি হয় । এরপর শনিবার সকালে হাতাহাতির পরিস্থিতি নেয় কাগ্রাম এলাকা চত্বরে । সেই ভিডিয়ো সিসিটিভিতে ধরা পড়ে । ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবিরের দাবি ভরতপুর ব্লক তৃণমূল সভাপতি মুস্তাফিজুর রহমানের অনুগামীরাই মারামারিতে জড়িয়েছেন ।

তৃণমূলের গোষ্ঠীকোন্দলের ঘটনায় রাজনৈতিক তরজা তুঙ্গে

আরও পড়ুন: পঞ্চায়েত ভোটে কেউ এলাকা ছাড়বি না, আদালতে বসেই অনুগামীদের পরামর্শ কেষ্টর

অন্যদিকে, ভরতপুর 2 নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি মুস্তাফিজুর রহমান এই ঘটনার পরিপ্রেক্ষিতে ভরতপুর বিধানসভার বিধায়ক হুমায়ুন কবিরের অনুগামীদের বিরুদ্ধে আঙুল তোলেন । এই ঘটনা সামনে আসার পর স্বভাবতই বিরোধীরা তৃণমূলের গোষ্ঠীকোন্দল নিয়ে কটাক্ষ করেছে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.