ইসলামপুর, 23 জানুয়ারি: নেতাজির মূর্তিতে মাল্যদান করবে কোন পক্ষ ৷ তা নিয়ে প্রথমে ফরওয়ার্ড ব্লক-তৃণমূল বচসা এবং পরে তা রণক্ষেত্রের চেহারা নিল মুর্শিদাবাদের ইসলামপুর ৷ পুলিশের সামনেই বহরমপুর-ডোমকল রাজ্য সড়কের উপর লাঠি-বাঁশ নিয়ে দু'পক্ষের মধ্যে চলে খণ্ডযুদ্ধ (TMC-FB clash in Islampur on Subhash Chandra Bose birthday)। ঘটনায় জখম হন বেশ কয়েকজন। এমনকী ছবি সংগ্রহ করতে গিয়ে আক্রান্ত হয়েছেন সংবাদমাধ্যমের কর্মীরা।
ইসলামপুর বাসস্ট্যান্ড মোড়ে নেতাজির মূর্তি প্রতিবছরই পরিষ্কার করে তাতে মাল্যদান করা হয় ৷ এমনই দাবি ফরোয়ার্ড ব্লক কর্মীদের ৷ এদিন নিয়ম মেনে বেলা বারোটা নাগাদ ফরওয়ার্ড ব্লক সমর্থকরা মিছিল করে সেই মূর্তিতে মাল্যদান করতে এলে দু'পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। ফরওয়ার্ড ব্লক নেতৃত্বের দাবি, পুলিশের সঙ্গে যৌথভাবেই শাসকদলের কর্মীরা তাদের উপর হামলা চালিয়েছে। স্থানীয় তৃণমূল বিধায়ক সৌমিক হোসেন বলেন, এই মূর্তি দেখভাল করা হয় সরকারের তরফে। পঞ্চায়েত ও স্থানীয় ব্যবসায়ীরা নেতাজি জন্মজয়ন্তি পালন করতে এলে তাদের উপর হামলা চালানো হয়। ব্যবসায়ীরা তার প্রতিবাদ করে।
সোমবারের এই অনভিপ্রেত ঘটনায় জখম হয়েছেন প্রায় 17 জন। ছবি সংগ্রহ করতে গিয়ে আক্রান্ত হয়েছেন সংবাদ মাধ্যমের এক কর্মীও। কেড়ে নেওয়া হয়ে তার মোবাইল ফোনও। পুলিশ ঘটনার সময় কার্যত নীরব দর্শকের ভূমিকা পালন করল বলেই অভিযোগ উঠেছে। ইসলামপুর থানার পুলিশ জানিয়েছে, পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। এখনও পর্যন্ত ঘটনায় কোন অভিযোগ দায়ের হয়নি বলেই পুলিশ সূত্রে খবর।
আরও পড়ুন: সমালোচনা মানেই বিরোধিতা নয়, নেতাজি জন্মজয়ন্তীর মঞ্চ থেকে বললেন মমতা
জানা গিয়েছে, অন্যান্য বছরের মতো এদিনও বেলা বারোটা নাগাদ ফরওয়ার্ড ব্লক সমর্থকরা মিছিল করে মাল্যদান করতে এলেই বচসা বাঁধে ৷ ফরওয়ার্ড ব্লক বেতৃত্বের দাবি পরিকল্পিতভাবেই পুলিশের সঙ্গে যৌথভাবে হামলা চালানো হয়েছে। স্থানীয় ফরওয়ার্ড ব্লক নেতা জানান, আগে এমন ছিল না ৷ এবারই প্রথম ইসলামপুরে নেতাজিকে নিয়ে রাজনীতি শুরু হয়েছে। শাসকদলের তরফে গোটা ঘটনা অস্বীকার করা হয়েছে ৷