ETV Bharat / state

TMC Factionalism: বাড়িতে ঢুকে ডোমকলের প্রাক্তন উপপৌরপিতাকে বেধড়ক মার, ফের প্রকাশ্যে গোষ্ঠীকোন্দল !

ফের প্রকাশ্যে শাসক দলের গোষ্ঠী কন্দোল (TMC Factionalism) ৷ বাড়িতে ঢুকে বেধড়ক মারধর করা হল ডোমকলের প্রাক্তন উপপৌরপিতাকে (Domkal ex-vice mayor)।

TMC Factionalism in Murshidabad, Domkal ex-vice mayor beaten
বাড়িতে ঢুকে ডোমকলের প্রাক্তন উপপৌরপিতাকে বেধড়ক মার, ফের প্রকাশ্যে গোষ্ঠীকোন্দল !
author img

By

Published : Nov 27, 2022, 8:01 PM IST

ডোমকল, 27 নভেম্বর: গোষ্ঠীকোন্দলের (TMC Factionalism) জেরে ডোমকল পৌরসভার প্রাক্তন উপপৌরপিতা (Domkal ex-vice mayor) প্রদীপ চাকীকে বাড়িতে ঢুকে মারধরের অভিযোগ উঠল ৷ কিছুদিন আগে তিনি বেশ কিছু বিষয় নিয়ে সাংবাদিক বৈঠক করেছিলেন । সেই কারণেই তাঁর উপর হামলা চালানো হয় বলে অভিযোগ তাঁর ছেলে শিলাদিত্য চাকীর । শাসক দলের গোষ্ঠীকোন্দলের কারণে এই ঘটনা ঘটেছে বলে অভিযোগ উঠেছে ৷

প্রদীপ চাকীর বাড়ি ডোমকলের জিতপুরে (Murshidabad news)। তাঁর ছেলের অভিযোগ, তাঁর বাবা বাড়িতে ছিলেন ৷ হঠাৎই 10-15 জন ছেলে আগ্নেয়াস্ত্র, লোহার রড, লাঠি নিয়ে বাড়ির ভিতরে ঢুকে যায় । তারপর প্রদীপ চাকীকে ঘরে বন্দি করে মারধর করা হয়ে বলে অভিযোগ ৷ বাড়ির পিছনের মাঠ দিয়ে পালিয়ে যায় হামলাকারীরা । থানায় ফোন করতে গেলে তারা ফোনও ছিনিয়ে নেয় বলে অভিযোগ শিলাদিত্যর ।

তিনি ঘরে গিয়ে দেখেন তাঁর বাবা রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছেন । গুরুতর আহত অবস্থায় তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় । ভাঙচুর করা হয়েছে প্রদীপ চাকীর বাইক, গাড়ি এবং দোকান । প্রদীপ চাকী রিজু পাল নামে এক যুবককে চিহ্নিত করতে পেরেছেন । যিনি বর্তমানে 8নং ওয়ার্ডের ওয়ার্ড সভাপতি । রিজু পাল ডোমকলের বর্তমান বিধায়ক জাফিকুল ইসলামের ঘনিষ্ঠ বলে জানা গিয়েছে ।

বাড়িতে ঢুকে ডোমকলের প্রাক্তন উপপৌরপিতাকে বেধড়ক মার

আরও পড়ুন: তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষে বসিরহাটে ধুন্ধুমার, গুলিবিদ্ধ কনস্টেবল; গ্রেফতার 41

ডোমকল হাসপাতাল থেকে প্রদীপ চাকীকে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয় । সেখানে গুরুতর আহত অবস্থাতেও তিনি জানান, জাফিকুলের লোক তাঁকে মেরেছে ।

ডোমকল, 27 নভেম্বর: গোষ্ঠীকোন্দলের (TMC Factionalism) জেরে ডোমকল পৌরসভার প্রাক্তন উপপৌরপিতা (Domkal ex-vice mayor) প্রদীপ চাকীকে বাড়িতে ঢুকে মারধরের অভিযোগ উঠল ৷ কিছুদিন আগে তিনি বেশ কিছু বিষয় নিয়ে সাংবাদিক বৈঠক করেছিলেন । সেই কারণেই তাঁর উপর হামলা চালানো হয় বলে অভিযোগ তাঁর ছেলে শিলাদিত্য চাকীর । শাসক দলের গোষ্ঠীকোন্দলের কারণে এই ঘটনা ঘটেছে বলে অভিযোগ উঠেছে ৷

প্রদীপ চাকীর বাড়ি ডোমকলের জিতপুরে (Murshidabad news)। তাঁর ছেলের অভিযোগ, তাঁর বাবা বাড়িতে ছিলেন ৷ হঠাৎই 10-15 জন ছেলে আগ্নেয়াস্ত্র, লোহার রড, লাঠি নিয়ে বাড়ির ভিতরে ঢুকে যায় । তারপর প্রদীপ চাকীকে ঘরে বন্দি করে মারধর করা হয়ে বলে অভিযোগ ৷ বাড়ির পিছনের মাঠ দিয়ে পালিয়ে যায় হামলাকারীরা । থানায় ফোন করতে গেলে তারা ফোনও ছিনিয়ে নেয় বলে অভিযোগ শিলাদিত্যর ।

তিনি ঘরে গিয়ে দেখেন তাঁর বাবা রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছেন । গুরুতর আহত অবস্থায় তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় । ভাঙচুর করা হয়েছে প্রদীপ চাকীর বাইক, গাড়ি এবং দোকান । প্রদীপ চাকী রিজু পাল নামে এক যুবককে চিহ্নিত করতে পেরেছেন । যিনি বর্তমানে 8নং ওয়ার্ডের ওয়ার্ড সভাপতি । রিজু পাল ডোমকলের বর্তমান বিধায়ক জাফিকুল ইসলামের ঘনিষ্ঠ বলে জানা গিয়েছে ।

বাড়িতে ঢুকে ডোমকলের প্রাক্তন উপপৌরপিতাকে বেধড়ক মার

আরও পড়ুন: তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষে বসিরহাটে ধুন্ধুমার, গুলিবিদ্ধ কনস্টেবল; গ্রেফতার 41

ডোমকল হাসপাতাল থেকে প্রদীপ চাকীকে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয় । সেখানে গুরুতর আহত অবস্থাতেও তিনি জানান, জাফিকুলের লোক তাঁকে মেরেছে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.