বহরমপুর, 30 জুলাই: এক মহিলা কংগ্রেস কর্মীকে পিটিয়ে খুন করার অভিযোগ উঠল ডোমকলে । অভিযোগের তির তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে । মৃত ওই মহিলার নাম খাতুন বেওয়া । বয়স আনুমানিক 65 বছর । ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের ডোমকল থানার 10 নম্বর ঘোড়ামারা অঞ্চলের হারুরপাড়া এলাকায় ।
জানা গিয়েছে, খাতুন বেওয়া ভিক্ষাবৃত্তি করে জীবিকা নির্বাহ করতেন ৷ তবে তিনি একনিষ্ঠ কংগ্রেস কর্মী ছিলেন । বিশেষ করে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীর ভক্ত ছিলেন তিনি । অধীরের নামে কেউ কিছু কুকথা বললেই তিনি প্রতিবাদে এগিয়ে আসতেন । মৃতের ভাই বিল্লাল মণ্ডল বলেন, "দুষ্কৃতীরা বাড়ির সামনে এসে গালিগালাজ করছিল । আমার দিদি এর প্রতিবাদ করায় তাঁর গলা টিপে বেধড়ক মারধর করা হয় । আমরা অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি ।" অপরদিকে শাসকদলের বিরুদ্ধে ওঠা অভিযোগ মানতে নারাজ নেতৃত্ব ৷ জেলা তৃণমূল কংগ্রেস নেতা অশোক দাস বলেন, "এই ঘটনার সঙ্গে কোন রাজনৈতিক সম্পর্ক নেই । প্রতিবেশীদের মধ্যে কোন বিষয়ে বিবাদ ছিল । তাকেই রাজনৈতিক রুপ দিয়ে তৃণমূল কংগ্রেসকে কালিমালিপ্ত করা হচ্ছে ।"
জানা গিয়েছে, কংগ্রেসের একনিষ্ঠ কর্মী খাতুন বেওয়ার সঙ্গে সম্প্রতি তৃণমূল কংগ্রেসের কর্মীদের বাক বিতণ্ডা হয় । সূত্রের খবর, প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীর বিরুদ্ধে কুমন্তব্য করায় তাঁর প্রতিবাদ করেছিলেন তিনি । তারপরেই ওই কংগ্রেস কর্মীকে মারধর করা হয় বলে অভিযোগ । তাতে গুরুতর হন তিনি ৷ রবিবার সকাল ন'টা নাগাদ ডোমকল সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে আসা হয় তাঁকে । শারীরিক অবস্থার অবনতি হলে পরে খাতুন বেওয়াকে বহরমপুর মেডিক্যাল কলেজে স্থানান্তরিত করা হয় । তবে মেডিক্যাল কলেজে যাওয়ার পথেই মৃত্যু হয় ওই বৃদ্ধার । ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় ।
আরও পড়ুন: ভোট পরবর্তী হিংসায় উত্তপ্ত মুর্শিদাবাদ, আক্রান্ত 3
প্রসঙ্গত, পঞ্চায়েত ভোট ঘোষণার আগে থেকেই একের পর এক ঘটনায় উত্তেজনা ছড়িয়েছে মুর্শিদাবাদে ৷ নির্বাচনের ফল ঘোষণার পর 19 দিন পেরলেও এখন অশান্ত বিভিন্ন এলাকা ৷ নাকাশিপাড়া, মগরাহাটের পর এবার ভোট পরবর্তী হিংসার বলি আরও এক । রাজ্যে এখনও রয়েছে কেন্দ্রীয় বাহিনী । কিন্তু ভোট পরবর্তী হিংসা, খুন ও সন্ত্রাস এখনও অব্যাহত জেলায় । বিভিন্ন ঘটনার জেরে আতঙ্কে রয়েছে জেলার মানুষজন ।