ETV Bharat / state

Road Accident in Berhampore: পথ দুর্ঘটনায় তিন বন্ধুর মৃত্যু, কান্নায় ভেঙে পড়ল পরিবার

গভীর রাতে মৃত্যুর খবর পেয়েও শেষবারের মতো ছেলের মুখ দেখতে পেলেন না বাবা। তিন বন্ধু পথ দুর্ঘটনায় মারা যাবার পর হল ময়নাতদন্ত (Post-Mortem)৷ তারপর পরিবারের লোকজন তাঁদের দেখতে পেলেন।

Road Accident in Berhampore
মোটর বাইক দুর্ঘটনা
author img

By

Published : Jan 13, 2023, 7:08 PM IST

কান্নায় ভেঙে পড়লেন পরিবার

বহরমপুর, 12 জানুয়ারি: বহরমপুরে দুর্ঘটনায় তিন বন্ধুর মৃত্যুর খবর পেয়ে মর্গ ঘরের বাইরে রাত কাটল তিন পরিবারের। বহরমপুর যাওয়ার পথে মোটর বাইক দুর্ঘটনায় (Berhampore Bike Accident) মৃত্যু হয়েছে তিন যুবকের। বৃহস্পতিবার রাতে দুর্ঘটনাটি ঘটেছে বহরমপুর থানার গজধরপাড়া এলাকায়। মৃত যুবকদের নাম সৌভিক বিশ্বাস (24), তপন টিকেদার (23), সোমনাথ বিশ্বাস (31)।

তাঁদের বাড়ি হরিহরপাড়া থানার খিদিরপুর কলোনির কোমরদা ঘাট এলাকায়। পরিবার সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার রাত সাড়ে দশটা নাগাদ তিনবন্ধু বাড়ি থেকে বহরমপুর যাচ্ছে বলে বেরিয়ে যায়। তারপরে অনেক রাত হলে বাড়ি না-ফেরায় চিন্তায় পরে পরিবার। ফোনও ধরেনি। তপনের বউদি বুল্টি টিকেদার বলেন, "বারবার ফোন করেও কোনও উত্তর মিলছিল না। গভীর রাতে অন্য কেউ ফোন ধরে দুর্ঘটনার খবর জানান। সঙ্গে সঙ্গেই আমার স্বামী ও শ্বশুর বেড়িয়ে যায়। হাসপাতালে গিয়ে মৃত্যুর খবর জানতে পারে।"

জানা গিয়েছে, বহরমপুর থানার গজধরপাড়া রাজ্য সড়কের ওপরে মোটরবাইক দুর্ঘটনায় ঘটনাস্থলেই মৃত্যু হয় সৌভিকের। বাকি দু'জনকে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে তাঁদের মৃত্যু হয়। দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বহরমপুর থানার পুলিশ। দুর্ঘটনা কীভাবে ঘটল স্থানীয়রা কেউই বলতে পারেনি। স্থানীয় ও পরিবারের দাবি, পণ্যবাহী লরিতেই পিষে দিয়ে গিয়েছে তাঁদের ।

আরও পড়ুন: গঙ্গাসাগরে পুণ্যার্থীদের গাড়ি দুর্ঘটনার কবলে, আহত 5

স্থানীয় বাসিন্দা পরিমল বিশ্বাস বলেন, "আমরা জানি দুর্ঘটনায় মৃত্যু হয়েছে। তবে কীভাবে দুর্ঘটনা ঘটল কেউ বলতে পারছে না। পুলিশই বলতে পারবে। বহরমপুর থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।" বহরমপুর থানার পুলিশ জানিয়েছে, তিন জনের কারও মাথায় হেলমেট ছিল না। শুক্রবার দুপুরে ময়না তদন্তের পরই তিন মরদেহ পরিবারের হাতে তুলে দেওয়া হয়। বহরমপুর যাব বলে বাড়ি থেকে বেরিয়ে সেখান থেকেই ফিরল নিথর তিন দেহ। পথ দুর্ঘটনায় মৃতদের দেহ গ্রামে ঢুকতেই পরিবার-সহ এলাকাবাসী কান্নায় ভেঙে পড়েন।

আরও পড়ুন: পুরুলিয়ায় বাইকের সঙ্গে ট্রাকের ধাক্কা, মৃত 2 যুবতী

কান্নায় ভেঙে পড়লেন পরিবার

বহরমপুর, 12 জানুয়ারি: বহরমপুরে দুর্ঘটনায় তিন বন্ধুর মৃত্যুর খবর পেয়ে মর্গ ঘরের বাইরে রাত কাটল তিন পরিবারের। বহরমপুর যাওয়ার পথে মোটর বাইক দুর্ঘটনায় (Berhampore Bike Accident) মৃত্যু হয়েছে তিন যুবকের। বৃহস্পতিবার রাতে দুর্ঘটনাটি ঘটেছে বহরমপুর থানার গজধরপাড়া এলাকায়। মৃত যুবকদের নাম সৌভিক বিশ্বাস (24), তপন টিকেদার (23), সোমনাথ বিশ্বাস (31)।

তাঁদের বাড়ি হরিহরপাড়া থানার খিদিরপুর কলোনির কোমরদা ঘাট এলাকায়। পরিবার সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার রাত সাড়ে দশটা নাগাদ তিনবন্ধু বাড়ি থেকে বহরমপুর যাচ্ছে বলে বেরিয়ে যায়। তারপরে অনেক রাত হলে বাড়ি না-ফেরায় চিন্তায় পরে পরিবার। ফোনও ধরেনি। তপনের বউদি বুল্টি টিকেদার বলেন, "বারবার ফোন করেও কোনও উত্তর মিলছিল না। গভীর রাতে অন্য কেউ ফোন ধরে দুর্ঘটনার খবর জানান। সঙ্গে সঙ্গেই আমার স্বামী ও শ্বশুর বেড়িয়ে যায়। হাসপাতালে গিয়ে মৃত্যুর খবর জানতে পারে।"

জানা গিয়েছে, বহরমপুর থানার গজধরপাড়া রাজ্য সড়কের ওপরে মোটরবাইক দুর্ঘটনায় ঘটনাস্থলেই মৃত্যু হয় সৌভিকের। বাকি দু'জনকে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে তাঁদের মৃত্যু হয়। দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বহরমপুর থানার পুলিশ। দুর্ঘটনা কীভাবে ঘটল স্থানীয়রা কেউই বলতে পারেনি। স্থানীয় ও পরিবারের দাবি, পণ্যবাহী লরিতেই পিষে দিয়ে গিয়েছে তাঁদের ।

আরও পড়ুন: গঙ্গাসাগরে পুণ্যার্থীদের গাড়ি দুর্ঘটনার কবলে, আহত 5

স্থানীয় বাসিন্দা পরিমল বিশ্বাস বলেন, "আমরা জানি দুর্ঘটনায় মৃত্যু হয়েছে। তবে কীভাবে দুর্ঘটনা ঘটল কেউ বলতে পারছে না। পুলিশই বলতে পারবে। বহরমপুর থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।" বহরমপুর থানার পুলিশ জানিয়েছে, তিন জনের কারও মাথায় হেলমেট ছিল না। শুক্রবার দুপুরে ময়না তদন্তের পরই তিন মরদেহ পরিবারের হাতে তুলে দেওয়া হয়। বহরমপুর যাব বলে বাড়ি থেকে বেরিয়ে সেখান থেকেই ফিরল নিথর তিন দেহ। পথ দুর্ঘটনায় মৃতদের দেহ গ্রামে ঢুকতেই পরিবার-সহ এলাকাবাসী কান্নায় ভেঙে পড়েন।

আরও পড়ুন: পুরুলিয়ায় বাইকের সঙ্গে ট্রাকের ধাক্কা, মৃত 2 যুবতী

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.