ETV Bharat / state

Three Men Died: সেপটিক ট্যাঙ্কে কাজ করতে গিয়ে বিষাক্ত গ্যাসে মৃত্যু তিনজনের - সেফটিক ট্যাঙ্কের পাটাতন খুলতে গিয়ে মৃত্যু

সেপটিক ট্যাঙ্কের পাটাতন খুলতে গিয়ে মৃত্যু 3 শ্রমিকের ৷ আশঙ্কাজনক অবস্থায় মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন এক শ্রমিক ৷ অনুমান, ট্যাংকের মধ্যে বিষাক্ত গ্যাস তৈরি হওয়াতেই মর্মান্তিক দুর্ঘটনা ৷

Etv Bharat
Etv Bharat
author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 18, 2023, 2:56 PM IST

Updated : Sep 19, 2023, 1:11 PM IST

বহরমপুর, 18 সেপ্টেম্বর: সেপটিক ট্যাঙ্কের সেন্টারিংয়ের পাটাতন খুলতে গিয়ে মর্মান্তিক মৃত্যু 3 শ্রমিকের ৷ সোমবার সকালে হরিহরপাড়া থানার মাদারতলা এলাকার ঘটনা । মৃতরা হলেন রজব আলি, মাজু শেখ ও মনিরুল শেখ । আশঙ্কাজনক অবস্থায় একজন মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ৷ দুর্ঘটনাস্থলে উপস্থিত হয়েছেন হরিহরপাড়া থানার পুলিশ ও স্থানীয় বিডিও। প্রাথমিকভাবে অনুমান, ট্যাংকের মধ্যে বিষাক্ত গ্যাস তৈরি হওয়াতেই মর্মান্তিক দুর্ঘটনা ৷

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আরসেলিম শেখ নামে এক ব্যক্তির বাড়িতে সেপটিক ট্যাঙ্কটি দীর্ঘদিন আগে তৈরি হয়েছিল । সেটি কাঠের পাটাতন দিয়ে ঢাকা ছিল । সম্প্রতি কাজ শেষ করার জন্য ওই ব্যক্তি রাজমিস্ত্রি ও লেবার লাগিয়েছিলেন । আজ পাটাতন খোলার কাজ চলছিল । সেপটিক ট্যাংকের কাজ করতে গিয়ে অসাবধানতা বশত প্রথমে রজব আলি নীচে পড়ে যান । তাঁকে উদ্ধার করতে নামেন সহকর্মী মাজু শেখ । দীর্ঘ সময় তিনি না ওঠায় তাঁকে সাহয্যের জন্য সেপটিক ট্যাঙ্কের ভিতরে নামেন মণিরুল শেখ ও আরও এক শ্রমিক ৷ অক্সিজেনের অভাবে চার জনেই অজ্ঞান হয়ে যান ৷

চার জন শ্রমিক নীচে নেমে দীর্ঘক্ষণ না ওঠায় বাড়ির মালিক আরসেলিম খবর দেন স্থানীয় থানা ও বিডিও অফিসে ৷ সেখান জেসিবি নিয়ে উপস্থিত হয় পুলিশ ও বিডিও ৷ দ্রুত 4 জন শ্রমিককে উদ্ধার করে হরিহরপাড়া ব্লক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয় ৷ প্রাথমিক চিকিৎসার পর রজব আলি, মাজু শেখ ও মনিরুল শেখকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা ৷ তবে একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরিক করা হয়েছে ৷ এই ঘটনার পরেই এলাকা জুড়ে নেমে এসেছে শোকের ছায়া।

আরও পড়ুন: বাড়ির সেপটিক ট্যাংকে নেমে মৃত 3, অসুস্থ আরও 2

এর আগেও রাজ্যের বিভিন্ন জায়গায় সেপটিক ট্যাংকে নেমে শ্রমিক মৃত্যুর ঘটনা ঘটেছে ৷ চলতি মাসেই পূর্ব-বর্ধমানে সেপটিক ট্যাংকে বিষাক্ত গ্যাসের ঘটনায় মৃত্যু হয়েছে তিন শ্রমিকের ৷

বহরমপুর, 18 সেপ্টেম্বর: সেপটিক ট্যাঙ্কের সেন্টারিংয়ের পাটাতন খুলতে গিয়ে মর্মান্তিক মৃত্যু 3 শ্রমিকের ৷ সোমবার সকালে হরিহরপাড়া থানার মাদারতলা এলাকার ঘটনা । মৃতরা হলেন রজব আলি, মাজু শেখ ও মনিরুল শেখ । আশঙ্কাজনক অবস্থায় একজন মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ৷ দুর্ঘটনাস্থলে উপস্থিত হয়েছেন হরিহরপাড়া থানার পুলিশ ও স্থানীয় বিডিও। প্রাথমিকভাবে অনুমান, ট্যাংকের মধ্যে বিষাক্ত গ্যাস তৈরি হওয়াতেই মর্মান্তিক দুর্ঘটনা ৷

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আরসেলিম শেখ নামে এক ব্যক্তির বাড়িতে সেপটিক ট্যাঙ্কটি দীর্ঘদিন আগে তৈরি হয়েছিল । সেটি কাঠের পাটাতন দিয়ে ঢাকা ছিল । সম্প্রতি কাজ শেষ করার জন্য ওই ব্যক্তি রাজমিস্ত্রি ও লেবার লাগিয়েছিলেন । আজ পাটাতন খোলার কাজ চলছিল । সেপটিক ট্যাংকের কাজ করতে গিয়ে অসাবধানতা বশত প্রথমে রজব আলি নীচে পড়ে যান । তাঁকে উদ্ধার করতে নামেন সহকর্মী মাজু শেখ । দীর্ঘ সময় তিনি না ওঠায় তাঁকে সাহয্যের জন্য সেপটিক ট্যাঙ্কের ভিতরে নামেন মণিরুল শেখ ও আরও এক শ্রমিক ৷ অক্সিজেনের অভাবে চার জনেই অজ্ঞান হয়ে যান ৷

চার জন শ্রমিক নীচে নেমে দীর্ঘক্ষণ না ওঠায় বাড়ির মালিক আরসেলিম খবর দেন স্থানীয় থানা ও বিডিও অফিসে ৷ সেখান জেসিবি নিয়ে উপস্থিত হয় পুলিশ ও বিডিও ৷ দ্রুত 4 জন শ্রমিককে উদ্ধার করে হরিহরপাড়া ব্লক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয় ৷ প্রাথমিক চিকিৎসার পর রজব আলি, মাজু শেখ ও মনিরুল শেখকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা ৷ তবে একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরিক করা হয়েছে ৷ এই ঘটনার পরেই এলাকা জুড়ে নেমে এসেছে শোকের ছায়া।

আরও পড়ুন: বাড়ির সেপটিক ট্যাংকে নেমে মৃত 3, অসুস্থ আরও 2

এর আগেও রাজ্যের বিভিন্ন জায়গায় সেপটিক ট্যাংকে নেমে শ্রমিক মৃত্যুর ঘটনা ঘটেছে ৷ চলতি মাসেই পূর্ব-বর্ধমানে সেপটিক ট্যাংকে বিষাক্ত গ্যাসের ঘটনায় মৃত্যু হয়েছে তিন শ্রমিকের ৷

Last Updated : Sep 19, 2023, 1:11 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.