ETV Bharat / state

Children Death : গাড়ির ভিতরে আটকে শ্বাসরুদ্ধ হয়ে মৃত 3 শিশু - Child Death

শুক্রবার বাড়ির পাশে খেলতে খলতে তিন শিশু গাড়ির ভিতরে ঢুকে গিয়েছিল ৷ তারপর কোনও কারণে গাড়িটি লক হয়ে যায় । প্রায় দেড় ঘণ্টা পর পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করলে নজরে আসে তিনজনই গাড়ির ভিতর আটকে রয়েছে । গাড়ির কাচ ভেঙে তিনজনকে উদ্ধার করা হলে ততক্ষণে মৃত্যু হয়েছে দুইজনের । আজ আরও একজনের মৃত্যু হয় ৷

গাড়ির ভিতরে আটকে শ্বাসরুদ্ধ হয়ে মৃত 3 শিশু
গাড়ির ভিতরে আটকে শ্বাসরুদ্ধ হয়ে মৃত 3 শিশু
author img

By

Published : Sep 18, 2021, 10:47 PM IST

হরিহরপাড়া, 18 সেপ্টেম্বর : গাড়ির ভিতরে খেলতে গিয়ে শ্বাসরুদ্ধ হয়ে আরও এক শিশুর মৃত্যু হল ৷ গতকাল ঘটনাস্থলেই মৃত্যু হয় দুই শিশুর । আশঙ্কাজনক অবস্থায় মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে একজনকে ভর্তি করা হলে আজ সেখানেই মৃত্যু হয় তার । শুক্রবার ঘটনাটি ঘটেছে হরিহরপাড়া থানার তালতলা পাড়ায় । মৃত তিন শিশুর নাম ইসমাইল শেখ(6), ইসরাইল শেখ (7) ও আলিক শেখ(5) । তিনজনেই একই পরিবারের ৷ আটক করা হয়েছে গাড়িটি । গাড়ির মালিক ফিরোজ খানকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে ৷

বাড়ির পাশেই বেশ কিছুদিন ধরে একটি গাড়ি পরিত্যক্ত অবস্থায় পড়েছিল । কিন্তু, গাড়িটির দরজা লক করা ছিল না । শুক্রবার বাড়ির পাশে খেলতে খলতে তিন শিশু গাড়ির ভিতরে ঢুকে গিয়েছিল ৷ তারপর কোনও কারণে গাড়িটি লক হয়ে যায় । প্রায় দেড় ঘণ্টা পর পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করলে নজরে আসে তিনজনই গাড়ির ভিতর আটকে রয়েছে । গাড়ির কাঁচ ভেঙে তিনজনকে উদ্ধার করা হলে ততক্ষণে মৃত্যু হয়েছে দুইজনের । মৃত্যুর সঙ্গে লড়ছিল আলিক শেখ । আজ দুপুরে তার মৃত্যু হয় ।

আরও পড়ুন, দেড় মাসের মেয়েকে পুড়িয়ে মারার অভিযোগ

পুলিশের প্রাথমিক অনুমান , গাড়ির ভিতর আটকে অক্সিজেনের অভাবে শ্বাসরুদ্ধ হয়েই মৃত্যু হয়েছে তিন শিশুর । তারা গাড়ি থেকে বেরিয়ে আসার জন্য খুব চেষ্টা করে । গাড়ির সিটে ও কাচে শিশুদের নখের আঁচড়ের দাগ থেকে তা স্পষ্ট হয়েছে ৷ পুলিশ গাড়ির মালিককে জিজ্ঞাসাবাদ করছে ৷

হরিহরপাড়া, 18 সেপ্টেম্বর : গাড়ির ভিতরে খেলতে গিয়ে শ্বাসরুদ্ধ হয়ে আরও এক শিশুর মৃত্যু হল ৷ গতকাল ঘটনাস্থলেই মৃত্যু হয় দুই শিশুর । আশঙ্কাজনক অবস্থায় মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে একজনকে ভর্তি করা হলে আজ সেখানেই মৃত্যু হয় তার । শুক্রবার ঘটনাটি ঘটেছে হরিহরপাড়া থানার তালতলা পাড়ায় । মৃত তিন শিশুর নাম ইসমাইল শেখ(6), ইসরাইল শেখ (7) ও আলিক শেখ(5) । তিনজনেই একই পরিবারের ৷ আটক করা হয়েছে গাড়িটি । গাড়ির মালিক ফিরোজ খানকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে ৷

বাড়ির পাশেই বেশ কিছুদিন ধরে একটি গাড়ি পরিত্যক্ত অবস্থায় পড়েছিল । কিন্তু, গাড়িটির দরজা লক করা ছিল না । শুক্রবার বাড়ির পাশে খেলতে খলতে তিন শিশু গাড়ির ভিতরে ঢুকে গিয়েছিল ৷ তারপর কোনও কারণে গাড়িটি লক হয়ে যায় । প্রায় দেড় ঘণ্টা পর পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করলে নজরে আসে তিনজনই গাড়ির ভিতর আটকে রয়েছে । গাড়ির কাঁচ ভেঙে তিনজনকে উদ্ধার করা হলে ততক্ষণে মৃত্যু হয়েছে দুইজনের । মৃত্যুর সঙ্গে লড়ছিল আলিক শেখ । আজ দুপুরে তার মৃত্যু হয় ।

আরও পড়ুন, দেড় মাসের মেয়েকে পুড়িয়ে মারার অভিযোগ

পুলিশের প্রাথমিক অনুমান , গাড়ির ভিতর আটকে অক্সিজেনের অভাবে শ্বাসরুদ্ধ হয়েই মৃত্যু হয়েছে তিন শিশুর । তারা গাড়ি থেকে বেরিয়ে আসার জন্য খুব চেষ্টা করে । গাড়ির সিটে ও কাচে শিশুদের নখের আঁচড়ের দাগ থেকে তা স্পষ্ট হয়েছে ৷ পুলিশ গাড়ির মালিককে জিজ্ঞাসাবাদ করছে ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.