বহরমপুর, 6 মে : বহরমপুরের পাকুড়িয়া পাড়া এলাকায় চাঞ্চল্য ৷ শুক্রবার সকালে মেরামতির কাজে এসে হতবাক বিদ্যুৎকর্মীরা দেখেন হাইটেনশন তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঝুলছে দেহ ৷ অজ্ঞাতপরিচয় যুবকের মৃতদেহ কীভাবে এল সেখানে ? চাঞ্চল্য ছড়ায় এলাকায় ৷ ঘটনার উৎস অনুসন্ধানে গিয়ে স্থানীয় বাসিন্দাদের অনুমান, চুরি করতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয়েছে চোরের (Thief electrocuted to death while stealing) ৷
একই অনুমান পুলিশেরও ৷ বৃহস্পতিবার রাতের দিকে চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে বলেই মনে করা হচ্ছে ৷ খবর পেয়ে বহরমপুর থানার পুলিশ এসে বিদ্যুৎস্পৃষ্ট দেহটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায় ৷ বৃহস্পতিবার গভীর রাতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত অজ্ঞাতপরিচয় ব্যক্তি এলাকার বাসিন্দা সুরজিৎ রুদ্রের বাড়িতে চুরি করতে এসেছিল বলে মনে করা হচ্ছে ৷ রাতের অন্ধকারে ছাদে উঠলে হাইটেনশন তারে বিদ্যুৎস্পৃষ্ট হন এবং ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর। বিদ্যুৎস্পৃষ্টের ঘটনায় এলাকায় লোডশেডিং হয়ে যায় ৷
আরও পড়ুন : তোলা না-দেওয়ায় গুলি করে যুবককে খুনের অভিযোগ টিটাগড়ে
এদিন সকালে বিদ্যুৎকর্মীরা মেরামতির কাজে এলে ঘটনাটি পরিষ্কার হয় ৷ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করে পুলিশ ৷ চিলেকোঠার টিনের ছাদে উঠে বাড়িতে ঢোকার পরিকল্পনা করতে গিয়েই অজ্ঞাতপরিচয় ব্য়ক্তি প্রাণ হারিয়েছেন বলে মনে করছেন বাড়ির কর্তা সুরজিৎ রুদ্র ৷