ETV Bharat / state

স্বাস্থ্যসাথী কার্ডে নেই পর্যাপ্ত অর্থ, ভোগান্তির শিকার সাধারণ মানুষ - sasthosatyhi card

স্বাস্থ্যসাথী কার্ডে নেই পর্যাপ্ত অর্থ ৷ চিকিৎসা পরিষেবা থেকে বঞ্চিত রাজ্যের মানুষ ৷ সম্প্রতি মুর্শিদাবাদ জেলার কান্দি পৌরসভার অন্তর্গত 6 নম্বর ওয়ার্ডে এই অভিযোগ এক ব্যক্তির ৷

health card in west bengal
স্বাস্থ্যসাথী কার্ডে নেই পর্যাপ্ত অর্থ
author img

By

Published : Jan 1, 2021, 1:18 PM IST

Updated : Jan 1, 2021, 1:58 PM IST

কান্দি,1 জানুয়ারি : ফের প্রশ্নের মুখে স্বাস্থ্যসাথী কার্ডের পরিষেবা। ইতিমধ্যে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন রাজ্যের সমস্ত মানুষ স্বাস্থ্যসাথীর অধীনে বেসরকারি হাসপাতালেও চিকিৎসা পাবেন । কিন্তু ইতিমধ্যেই রাজ্যের বিভিন্ন হাসপাতালে পরিষেবা না পাওয়ার অভিযোগ তুলছেন সাধারণ মানুষ।

স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে অভিযোগ

মুর্শিদাবাদ জেলার কান্দি পৌরসভার অন্তর্গত 6 নম্বর ওয়ার্ডের বাসিন্দা প্রীতম ঘোষাল তার বাবার চিকিৎসার জন্য স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে একটি বেসরকারি হাসপাতালে গেলে হাসপাতাল কর্তৃপক্ষ স্বাস্থ্যসাথী কার্ড স্ক্র্যাচ করে দেখে 5 লাখ টাকার জায়গায় মাত্র 500 টাকা রয়েছে। কিন্তু পরিবারের দাবি 2017- তে স্বাস্থ্যসাথী কার্ড তাঁরা পান।

2019 সালে ওনার বাবার হাত ভেঙে গেলে স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে চিকিৎসা পাননি বলে অভিযোগ। বর্তমানে গত দুদিন আগে পুনরায় স্বাস্থ্যসাথী কার্ড ব্যবহার করতে গেলে দেখেন মাত্র 500 টাকা অ্যাকাউন্টে আছে। এই অভিযোগ নিয়ে কান্দি পৌরসভায় গেলে সংশ্লিষ্ট আধিকারিক বিষয়টি এড়িয়ে যান। এই অভিযোগকে ভিত্তিহীন ও মিথ্যা বলে দাবি করেন, কান্দি পৌরসভার প্রশাসক অপূর্ব সরকার।

কান্দি,1 জানুয়ারি : ফের প্রশ্নের মুখে স্বাস্থ্যসাথী কার্ডের পরিষেবা। ইতিমধ্যে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন রাজ্যের সমস্ত মানুষ স্বাস্থ্যসাথীর অধীনে বেসরকারি হাসপাতালেও চিকিৎসা পাবেন । কিন্তু ইতিমধ্যেই রাজ্যের বিভিন্ন হাসপাতালে পরিষেবা না পাওয়ার অভিযোগ তুলছেন সাধারণ মানুষ।

স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে অভিযোগ

মুর্শিদাবাদ জেলার কান্দি পৌরসভার অন্তর্গত 6 নম্বর ওয়ার্ডের বাসিন্দা প্রীতম ঘোষাল তার বাবার চিকিৎসার জন্য স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে একটি বেসরকারি হাসপাতালে গেলে হাসপাতাল কর্তৃপক্ষ স্বাস্থ্যসাথী কার্ড স্ক্র্যাচ করে দেখে 5 লাখ টাকার জায়গায় মাত্র 500 টাকা রয়েছে। কিন্তু পরিবারের দাবি 2017- তে স্বাস্থ্যসাথী কার্ড তাঁরা পান।

2019 সালে ওনার বাবার হাত ভেঙে গেলে স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে চিকিৎসা পাননি বলে অভিযোগ। বর্তমানে গত দুদিন আগে পুনরায় স্বাস্থ্যসাথী কার্ড ব্যবহার করতে গেলে দেখেন মাত্র 500 টাকা অ্যাকাউন্টে আছে। এই অভিযোগ নিয়ে কান্দি পৌরসভায় গেলে সংশ্লিষ্ট আধিকারিক বিষয়টি এড়িয়ে যান। এই অভিযোগকে ভিত্তিহীন ও মিথ্যা বলে দাবি করেন, কান্দি পৌরসভার প্রশাসক অপূর্ব সরকার।

Last Updated : Jan 1, 2021, 1:58 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.