ETV Bharat / state

নওদা থানার পুলিশ অফিসারের বাড়িতে চুরি - চুরি

বাড়িতে কেউ না থাকার সুযোগে গভীর রাতে নওদা থানার এএসআই-র বাড়িতে চুরি ৷ সকালে ওই পুলিশ অফিসারের মা বাড়ি ফিরে ঘরের সব জিনিসপত্র তছনছ অবস্থায় পড়ে থাকতে দেখেন ৷ ঘটনায় কয়েক লাখ টাকার সামগ্রী চুরি গিয়েছে বলে পুলিশে অভিযোগ জানিয়েছে ওই পুলিশ অফিসারের পরিবার ৷

Theft at the house of a police officer in Murshidabad
নওদা থানার পুলিশ আধিকারিকের বাড়িতে চুরি
author img

By

Published : Feb 10, 2021, 4:02 PM IST

Updated : Feb 10, 2021, 7:05 PM IST

নওদা (মুর্শিদাবাদ), 10 ফেব্রুয়ারি : মুর্শিদাবাদের নওদা থানার এএসআই-র বাড়িতে চুরির ঘটনা ৷ গয়না সহ প্রায় 5 লাখ টাকার জিনিস চুরি গিয়েছে বলে অভিযোগ জানিয়েছেন ওই পুলিশ অফিসারের পরিবার ৷ গতকাল বাড়িতে কেউ না থাকার সুযোগেই এই চুরি হয়েছে ৷ মঙ্গলবার গভীর রাতে এই চুরি হয়েছে বলে প্রাথমিকভাবে অনুমান পুলিশের ৷ বহরমপুর থানায় চুরির অভিযোগ দায়ের করা হয়েছে ৷

মঙ্গলবার বহরমপুরে মুখ্যমন্ত্রীর জনসভা ছিল ৷ সেই সভাতেই ডিউটি পড়েছিল নওদা থানার এএসআই চিন্ময় মজুমদারের ৷ ফলে মঙ্গলবার রাতে তিনি বাড়ি ফেরেননি ৷ এমনকি তাঁর স্ত্রীও বাপের বাড়িতে গিয়েছিলেন ৷ বাড়িতে একা ছিলেন ওই পুলিশ আধিকারিকে মা তন্দ্রা মজুমদার ৷ তবে, তিনিও দুপুরের পরে পাশেই মেয়ের বাড়িতে চলে যান ৷ আজ সকালে তিনি বাড়ি ফিরে দেখেন, দরজায় লাগানো তালা ভাঙা এবং ভিতর থেকে কেউ কারা দরজা বন্ধ করে দিয়েছে ৷ এরপরেই প্রতিবেশীদের ডেকে দরজা ভেঙে ভিতরে ঢোকেন তন্দ্রাদেবী ৷ ভিতরে ঢুকে দেখেন ঘরের মধ্য আলমারি খোলা, জিনিসপত্র সব ছড়িয়ে রয়েছে ৷ আর আলমারিতে থাকা সব সোনার গয়না ও নগদ টাকা উধাও ৷ এরপরেই তিনি তাঁর ছেলেকে খবর দেন ৷

নওদা থানার পুলিশ অফিসারের বাড়িতে চুরি

আরও পড়ুন : দেওয়াল চাপা পড়ে মৃত্য়ু একই পরিবারের তিনজনের

ঘটনায় প্রায় 7 ভরি সোনার গয়না এবং নগদ পঞ্চাশ হাজার টাকা সহ কাঁসার বাসন চুরি গিয়েছে বলে পুলিশে জানিয়েছেন তাঁরা ৷ গোটা ঘটনায় স্থানীয় কেউ জড়িত বলে প্রাথমিকভাবে মনে করছে পুলিশ ৷ ওই পরিবারের অভিযোগের ভিত্তিতে বহরমপুর থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে ৷

নওদা (মুর্শিদাবাদ), 10 ফেব্রুয়ারি : মুর্শিদাবাদের নওদা থানার এএসআই-র বাড়িতে চুরির ঘটনা ৷ গয়না সহ প্রায় 5 লাখ টাকার জিনিস চুরি গিয়েছে বলে অভিযোগ জানিয়েছেন ওই পুলিশ অফিসারের পরিবার ৷ গতকাল বাড়িতে কেউ না থাকার সুযোগেই এই চুরি হয়েছে ৷ মঙ্গলবার গভীর রাতে এই চুরি হয়েছে বলে প্রাথমিকভাবে অনুমান পুলিশের ৷ বহরমপুর থানায় চুরির অভিযোগ দায়ের করা হয়েছে ৷

মঙ্গলবার বহরমপুরে মুখ্যমন্ত্রীর জনসভা ছিল ৷ সেই সভাতেই ডিউটি পড়েছিল নওদা থানার এএসআই চিন্ময় মজুমদারের ৷ ফলে মঙ্গলবার রাতে তিনি বাড়ি ফেরেননি ৷ এমনকি তাঁর স্ত্রীও বাপের বাড়িতে গিয়েছিলেন ৷ বাড়িতে একা ছিলেন ওই পুলিশ আধিকারিকে মা তন্দ্রা মজুমদার ৷ তবে, তিনিও দুপুরের পরে পাশেই মেয়ের বাড়িতে চলে যান ৷ আজ সকালে তিনি বাড়ি ফিরে দেখেন, দরজায় লাগানো তালা ভাঙা এবং ভিতর থেকে কেউ কারা দরজা বন্ধ করে দিয়েছে ৷ এরপরেই প্রতিবেশীদের ডেকে দরজা ভেঙে ভিতরে ঢোকেন তন্দ্রাদেবী ৷ ভিতরে ঢুকে দেখেন ঘরের মধ্য আলমারি খোলা, জিনিসপত্র সব ছড়িয়ে রয়েছে ৷ আর আলমারিতে থাকা সব সোনার গয়না ও নগদ টাকা উধাও ৷ এরপরেই তিনি তাঁর ছেলেকে খবর দেন ৷

নওদা থানার পুলিশ অফিসারের বাড়িতে চুরি

আরও পড়ুন : দেওয়াল চাপা পড়ে মৃত্য়ু একই পরিবারের তিনজনের

ঘটনায় প্রায় 7 ভরি সোনার গয়না এবং নগদ পঞ্চাশ হাজার টাকা সহ কাঁসার বাসন চুরি গিয়েছে বলে পুলিশে জানিয়েছেন তাঁরা ৷ গোটা ঘটনায় স্থানীয় কেউ জড়িত বলে প্রাথমিকভাবে মনে করছে পুলিশ ৷ ওই পরিবারের অভিযোগের ভিত্তিতে বহরমপুর থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে ৷

Last Updated : Feb 10, 2021, 7:05 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.