কান্দি, 12 নভেম্বর : যত্রতত্র ফেলা হচ্ছে গবাদি পশুর মৃতদেহ ৷ যার জেরে নাজেহাল গোকর্ণের বাসিন্দারা ৷ গোকর্ণের পাশ দিয়ে গেছে কান্দি-বহরমপুর রাজ্য সড়ক ৷ সেই রাজ্য সড়কের কাছে নিত্যদিন ফেলা হয় ছাগল-গোরুর মৃতদেহ ৷ যার জেরে অসুবিধেয় পড়েছে এলাকার লোকজন ৷ বিষয়টি স্থানীয় পঞ্চায়েত অফিসে জানিয়েছে স্থানীয়রা ৷ কিন্তু, এখনও পঞ্চায়েতের তরফে কোনও ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ ৷
কান্দি-বহরমপুর রাজ্য সড়কের উপর অবস্থিত গোকর্ণ পাওয়ার হাউজ় ৷ স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, এই পাওয়ার হাউজ়ের সামনে নিত্যদিন মৃত পশুর দেহ ফেলে রেখে চলে যায় আশপাশের গ্রামের লোকজন ৷ দিনের পর দিন রাস্তার ধারেই পড়ে থাকে মৃতদেহ ৷ একসময় পচে গন্ধ বের হয় ৷ এই দুর্গন্ধের মধ্যে জীবনযাপন করতে হয় ৷ পথচলতি লোকজনের পাশাপাশি অসুবিধেয় পড়ে চাষিরা ৷
এবিষয়ে এক স্থানীয় বলেন, "দিনের পর দিন এখানে মৃত পশু ফেলে রাখা হয় ৷ গোকর্ণ এক নম্বর গ্রাম পঞ্চায়েতকে এবিষয়ে বলা হয়েছে ৷ যারা এখানে পশুর মৃতদেহ ফেলতে আসে তাদেরও বলা হয়েছে ৷ অথচ কারও কোনও হেলদোল নেই ৷"
গোকর্ণ এক নম্বর গ্রাম পঞ্চায়েতের সদস্য অজিত কোনাইকে এবিষয়ে জিজ্ঞাসা করা হলে তিনি জানান, বিষয়টি তাঁর কানে এসেছে ৷ তিনি পঞ্চায়েতের নজরে আনবেন ৷ ওই এলাকায় একটি সাইনবোর্ড দিয়ে সাধারণ মানুষকে সচেতন করার চেষ্টা করবেন ৷
তবে স্থানীয় বাসিন্দাদের একাংশ জানাচ্ছে, মৃত পশুর দেহ মাটিতে পুঁতে দেওয়ার ব্যবস্থা করলেই সমস্যার সমাধান হবে ৷ সদিচ্ছার অভাবে তা হচ্ছে না ৷ আবার কেউ কেউ বলছেন, এলাকায় একটাও ভাগাড় নেই ৷ তাই রাজ্য সড়কের পাশে
পশুর মৃতদেহ ফেলে রাখা হয় ৷