ETV Bharat / state

যত্রতত্র পশুর মৃতদেহ, দুর্গন্ধে নাজেহাল গোকর্ণের বাসিন্দারা - গোকর্ণে পশুর মৃতদেহ ফেলা নিয়ে সমস্যা

কান্দি-বহরমপুর রাজ্য সড়কের উপর অবস্থিত গোকর্ণ পাওয়ার হাউজ় ৷ স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, এই পাওয়ার হাউজ়ের সামনে নিত্যদিন মৃত পশুর দেহ ফেলে রেখে চলে যায় আশপাশের গ্রামের লোকজন ৷ দিনের পর দিন রাস্তার ধারেই পড়ে থাকে মৃতদেহ ৷

গন্ধে নাজেহাল এলাকার লোকজন
author img

By

Published : Nov 12, 2019, 6:46 PM IST

কান্দি, 12 নভেম্বর : যত্রতত্র ফেলা হচ্ছে গবাদি পশুর মৃতদেহ ৷ যার জেরে নাজেহাল গোকর্ণের বাসিন্দারা ৷ গোকর্ণের পাশ দিয়ে গেছে কান্দি-বহরমপুর রাজ্য সড়ক ৷ সেই রাজ্য সড়কের কাছে নিত্যদিন ফেলা হয় ছাগল-গোরুর মৃতদেহ ৷ যার জেরে অসুবিধেয় পড়েছে এলাকার লোকজন ৷ বিষয়টি স্থানীয় পঞ্চায়েত অফিসে জানিয়েছে স্থানীয়রা ৷ কিন্তু, এখনও পঞ্চায়েতের তরফে কোনও ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ ৷

কান্দি-বহরমপুর রাজ্য সড়কের উপর অবস্থিত গোকর্ণ পাওয়ার হাউজ় ৷ স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, এই পাওয়ার হাউজ়ের সামনে নিত্যদিন মৃত পশুর দেহ ফেলে রেখে চলে যায় আশপাশের গ্রামের লোকজন ৷ দিনের পর দিন রাস্তার ধারেই পড়ে থাকে মৃতদেহ ৷ একসময় পচে গন্ধ বের হয় ৷ এই দুর্গন্ধের মধ্যে জীবনযাপন করতে হয় ৷ পথচলতি লোকজনের পাশাপাশি অসুবিধেয় পড়ে চাষিরা ৷

এবিষয়ে এক স্থানীয় বলেন, "দিনের পর দিন এখানে মৃত পশু ফেলে রাখা হয় ৷ গোকর্ণ এক নম্বর গ্রাম পঞ্চায়েতকে এবিষয়ে বলা হয়েছে ৷ যারা এখানে পশুর মৃতদেহ ফেলতে আসে তাদেরও বলা হয়েছে ৷ অথচ কারও কোনও হেলদোল নেই ৷"

রাস্তার পাশে পশুর মৃতদেহ ফেলায় দুর্গন্ধে নাজেহাল এলাকার লোকজন...

গোকর্ণ এক নম্বর গ্রাম পঞ্চায়েতের সদস্য অজিত কোনাইকে এবিষয়ে জিজ্ঞাসা করা হলে তিনি জানান, বিষয়টি তাঁর কানে এসেছে ৷ তিনি পঞ্চায়েতের নজরে আনবেন ৷ ওই এলাকায় একটি সাইনবোর্ড দিয়ে সাধারণ মানুষকে সচেতন করার চেষ্টা করবেন ৷

তবে স্থানীয় বাসিন্দাদের একাংশ জানাচ্ছে, মৃত পশুর দেহ মাটিতে পুঁতে দেওয়ার ব্যবস্থা করলেই সমস্যার সমাধান হবে ৷ সদিচ্ছার অভাবে তা হচ্ছে না ৷ আবার কেউ কেউ বলছেন, এলাকায় একটাও ভাগাড় নেই ৷ তাই রাজ্য সড়কের পাশে
পশুর মৃতদেহ ফেলে রাখা হয় ৷

কান্দি, 12 নভেম্বর : যত্রতত্র ফেলা হচ্ছে গবাদি পশুর মৃতদেহ ৷ যার জেরে নাজেহাল গোকর্ণের বাসিন্দারা ৷ গোকর্ণের পাশ দিয়ে গেছে কান্দি-বহরমপুর রাজ্য সড়ক ৷ সেই রাজ্য সড়কের কাছে নিত্যদিন ফেলা হয় ছাগল-গোরুর মৃতদেহ ৷ যার জেরে অসুবিধেয় পড়েছে এলাকার লোকজন ৷ বিষয়টি স্থানীয় পঞ্চায়েত অফিসে জানিয়েছে স্থানীয়রা ৷ কিন্তু, এখনও পঞ্চায়েতের তরফে কোনও ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ ৷

কান্দি-বহরমপুর রাজ্য সড়কের উপর অবস্থিত গোকর্ণ পাওয়ার হাউজ় ৷ স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, এই পাওয়ার হাউজ়ের সামনে নিত্যদিন মৃত পশুর দেহ ফেলে রেখে চলে যায় আশপাশের গ্রামের লোকজন ৷ দিনের পর দিন রাস্তার ধারেই পড়ে থাকে মৃতদেহ ৷ একসময় পচে গন্ধ বের হয় ৷ এই দুর্গন্ধের মধ্যে জীবনযাপন করতে হয় ৷ পথচলতি লোকজনের পাশাপাশি অসুবিধেয় পড়ে চাষিরা ৷

এবিষয়ে এক স্থানীয় বলেন, "দিনের পর দিন এখানে মৃত পশু ফেলে রাখা হয় ৷ গোকর্ণ এক নম্বর গ্রাম পঞ্চায়েতকে এবিষয়ে বলা হয়েছে ৷ যারা এখানে পশুর মৃতদেহ ফেলতে আসে তাদেরও বলা হয়েছে ৷ অথচ কারও কোনও হেলদোল নেই ৷"

রাস্তার পাশে পশুর মৃতদেহ ফেলায় দুর্গন্ধে নাজেহাল এলাকার লোকজন...

গোকর্ণ এক নম্বর গ্রাম পঞ্চায়েতের সদস্য অজিত কোনাইকে এবিষয়ে জিজ্ঞাসা করা হলে তিনি জানান, বিষয়টি তাঁর কানে এসেছে ৷ তিনি পঞ্চায়েতের নজরে আনবেন ৷ ওই এলাকায় একটি সাইনবোর্ড দিয়ে সাধারণ মানুষকে সচেতন করার চেষ্টা করবেন ৷

তবে স্থানীয় বাসিন্দাদের একাংশ জানাচ্ছে, মৃত পশুর দেহ মাটিতে পুঁতে দেওয়ার ব্যবস্থা করলেই সমস্যার সমাধান হবে ৷ সদিচ্ছার অভাবে তা হচ্ছে না ৷ আবার কেউ কেউ বলছেন, এলাকায় একটাও ভাগাড় নেই ৷ তাই রাজ্য সড়কের পাশে
পশুর মৃতদেহ ফেলে রাখা হয় ৷

Intro:রাজ্য সড়কের পাশে মৃত পশু ফেলায় দূর্গন্ধে নাজেহাল পথচলতি মানুষরা

কান্দি বহরমপুর রাজ্য সড়কের ধারে গোকর্ণ পারহাউস এলাকায় মৃত জীবজন্তু ফেলার কারণে দূর্গন্ধে নাজেহাল পরিস্থিতি পথ চলতি মানুষদের।গোকর্ণ ১নং গ্রাম পঞ্চায়েতের অধীনে দীর্ঘদিন ধরে চলছে এই পরিস্থিতি।Body:রাজ্য সড়কের পাশে মৃত পশু ফেলায় দূর্গন্ধে নাজেহাল পথচলতি মানুষরা

কান্দি বহরমপুর রাজ্য সড়কের ধারে গোকর্ণ পারহাউস এলাকায় মৃত জীবজন্তু ফেলার কারণে দূর্গন্ধে নাজেহাল পরিস্থিতি পথ চলতি মানুষদের।গোকর্ণ ১নং গ্রাম পঞ্চায়েতের অধীনে দীর্ঘদিন ধরে চলছে এই পরিস্থিতি।
পথচলতি মানুষদের দূর্গন্ধের কারনে নাক মুখ বেঁধে রাস্তা দিয়ে যেতে হয়। যে বা যারা মৃত পশুদের ফেলে যায় তাদের গ্রামবাসীরা মানা করতে গেলে তাদের উপর চড়াও হয়ে যায় তারা, এমন কি মারধোরও করে। দূর্গন্ধের সমস্যা এড়াতে মৃত পশুগুলিকে মাটিতে পুঁতে দেওয়ার কথা বললেও তার কোনো ফল হয়নি। বাংরবার ঐএকই জায়গায় মৃতদেহগুলি ফেলে গেছেন মানুষগুলি। ফলস্বরূপ জুটেছে কেবল মারার হুমকি। সব কিছু উপেক্ষা করে পথচলতি মানুষ থেকে শুরু করে গ্রামবাসীদের দূর্গেন্ধের শিকার হতে হচ্ছে।
এলাকার মানুষজনের দাবি এই ভাবে যাতে মৃতদেহগুলি রাস্তার উপর না ফেলে দিয়ে যায় তার জন্য প্রশাসনের তরফ থেকে যেন সেই স্থানে একটি সাইনবোর্ড লাগিয়ে দেওয়া হয়। কিন্তু সাধারণ মানুষের অভিযোগের বিষয়টি প্রশাসনের নজরে এলেও প্রশাসনের পক্ষ থেকে কোনো উদ্যোগ নেওয়া হয়নি। তবে এ বিষয়ে দ্রুত ব্যবস্থা না নিলে দূর্গন্ধের কারনে বসবাসে অসুবিধার সৃষ্টি হবে গ্রামবাসীদের সেই সঙ্গে অসুবিধে হবে পথচলতিদের। এবং ক্ষোভ বসত বড়সড় ঝামেলার সৃষ্টি হতে পারে এমনটাও আশঙ্কা করছেন এলাকাবাসী।Conclusion:ক্ষোভ বসত বড়সড় ঝামেলার সৃষ্টি হতে পারে এমনটাও আশঙ্কা করছেন এলাকাবাসী।
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.