ETV Bharat / state

Railway Officers Visit Azimganj Junction Station : পরিদর্শনে রেলওয়ে আধিকারিকরা, মিটতে চলেছে আজিমগঞ্জ স্টেশনে আন্ডারপাসের সমস্য়া - Railway Officers Visit Azimganj Junction Station

আজিমগঞ্জ জংশনের লাইন পারাপারের সমস্যা মেটাতে স্টেশন পরিদর্শন করলেন রেলের উচ্চপদস্থ আধিকারিকরা (railway officials visited Azimganj Junction Station)। খুশি এলাকাবাসী ৷

Railway Officers Visit Azimganj Junction Station
আজিমগঞ্জ স্টেশনে রেলের উচ্চ পদস্ত আধিকারিকরা
author img

By

Published : Apr 4, 2022, 12:00 PM IST

মুর্শিদাবাদ, 4 এপ্রিল: দীর্ঘ আন্দোলনের পর অবশেষে মিটতে চলেছে আজিমগঞ্জ জংশনের লাইন পারাপারের সমস্যা। আন্ডারপাস ও বিকল্প রাস্তার খোঁজে এদিন জংশন স্টেশন পরিদর্শন করলেন রেলের উচ্চপদস্থ আধিকারিকরা (railway officials visited Azimganj Junction Station)। সঙ্গে ছিলেন জিয়াগঞ্জ-আজিমগঞ্জ পৌরসভার পৌরপ্রধান প্রসেনজিৎ ঘোষ। দ্রুত সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছে রেল কর্তৃপক্ষ। রেলের আশ্বাসে খুশি স্থানীয় মানুষজন।
আজিমগঞ্জ জংশন অত্যন্ত গুরুত্বপূর্ণ স্টেশন। বহু দূরপাল্লার ট্রেন চলাচল করে কাটোয়া-আজিমগঞ্জ শাখায়। কিন্তু লাইন পারাপারে কোনও বিকল্প ব্যবস্থা না থাকায় দীর্ঘদিন ধরে সমস্যায় ভুগছেন এখানকার স্থানীয় মানুষ থেকে শুরু করে স্কুল পড়ুয়ারা। একবার রেল গেট পড়লে অন্তত আধ ঘণ্টা অপেক্ষা করতে হয় রেল যাত্রী ও সাধারণ মানুষকে। তীব্র যানজটে নাজেহাল অবস্থায় পড়তে হয় তাঁদের। এই সমস্যা দীর্ঘদিনের । সমস্যা সমাধানে রেল অবরোধ থেকে শুরু করে রেল দফতরে গণস্বাক্ষর, স্মারকলিপি তুলে দেওয়া হয়েছে একাধিকবার। অবশেষে জেলাশাসকের মাধ্যমে সমস্যা সমাধানে অনুরোধ জানায় জিয়াগঞ্জ-আজিমগঞ্জ পৌরসভা। সোমবার রেল কর্তৃপক্ষ ও জেলা প্রশাসনের কর্তারা যৌথভাবে এলাকায় গিয়ে বিষয়টিকে খতিয়ে দেখেন। এবং বিকল্প পথ বার করা হয়।

আরও পড়ুন: Attack on Kabaddi Player : গণ্ডগোল থামাতে গিয়ে আক্রান্ত কবাডি খেলোয়াড়, পড়ল 48টি সেলাই

এদিন বাসুলিতলা রেলগেট এবং সিটি রেলগেট এলাকাগুলিতে ঘুরে দেখেন তাঁরা। উপস্থিত ছিলেন আজিমগঞ্জ জংশন স্টেশনের আধিকারিক অনিল প্রসাদ রবিদাস, মুর্শিদাবাদ জেলার আরটিও শুভেন্দু বিশ্বাস, জিয়াগঞ্জ-আজিমগঞ্জ পৌরসভার পৌরপ্রধান প্রসেনজিৎ ঘোষ। আন্ডারপাসের মাধ্যমেই সমস্যার সমাধান হচ্ছে বলে রেল সূত্রে জানা গিয়েছে। খুশি এলাকার মানুষ।

মুর্শিদাবাদ, 4 এপ্রিল: দীর্ঘ আন্দোলনের পর অবশেষে মিটতে চলেছে আজিমগঞ্জ জংশনের লাইন পারাপারের সমস্যা। আন্ডারপাস ও বিকল্প রাস্তার খোঁজে এদিন জংশন স্টেশন পরিদর্শন করলেন রেলের উচ্চপদস্থ আধিকারিকরা (railway officials visited Azimganj Junction Station)। সঙ্গে ছিলেন জিয়াগঞ্জ-আজিমগঞ্জ পৌরসভার পৌরপ্রধান প্রসেনজিৎ ঘোষ। দ্রুত সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছে রেল কর্তৃপক্ষ। রেলের আশ্বাসে খুশি স্থানীয় মানুষজন।
আজিমগঞ্জ জংশন অত্যন্ত গুরুত্বপূর্ণ স্টেশন। বহু দূরপাল্লার ট্রেন চলাচল করে কাটোয়া-আজিমগঞ্জ শাখায়। কিন্তু লাইন পারাপারে কোনও বিকল্প ব্যবস্থা না থাকায় দীর্ঘদিন ধরে সমস্যায় ভুগছেন এখানকার স্থানীয় মানুষ থেকে শুরু করে স্কুল পড়ুয়ারা। একবার রেল গেট পড়লে অন্তত আধ ঘণ্টা অপেক্ষা করতে হয় রেল যাত্রী ও সাধারণ মানুষকে। তীব্র যানজটে নাজেহাল অবস্থায় পড়তে হয় তাঁদের। এই সমস্যা দীর্ঘদিনের । সমস্যা সমাধানে রেল অবরোধ থেকে শুরু করে রেল দফতরে গণস্বাক্ষর, স্মারকলিপি তুলে দেওয়া হয়েছে একাধিকবার। অবশেষে জেলাশাসকের মাধ্যমে সমস্যা সমাধানে অনুরোধ জানায় জিয়াগঞ্জ-আজিমগঞ্জ পৌরসভা। সোমবার রেল কর্তৃপক্ষ ও জেলা প্রশাসনের কর্তারা যৌথভাবে এলাকায় গিয়ে বিষয়টিকে খতিয়ে দেখেন। এবং বিকল্প পথ বার করা হয়।

আরও পড়ুন: Attack on Kabaddi Player : গণ্ডগোল থামাতে গিয়ে আক্রান্ত কবাডি খেলোয়াড়, পড়ল 48টি সেলাই

এদিন বাসুলিতলা রেলগেট এবং সিটি রেলগেট এলাকাগুলিতে ঘুরে দেখেন তাঁরা। উপস্থিত ছিলেন আজিমগঞ্জ জংশন স্টেশনের আধিকারিক অনিল প্রসাদ রবিদাস, মুর্শিদাবাদ জেলার আরটিও শুভেন্দু বিশ্বাস, জিয়াগঞ্জ-আজিমগঞ্জ পৌরসভার পৌরপ্রধান প্রসেনজিৎ ঘোষ। আন্ডারপাসের মাধ্যমেই সমস্যার সমাধান হচ্ছে বলে রেল সূত্রে জানা গিয়েছে। খুশি এলাকার মানুষ।

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.