ETV Bharat / state

বুকের বাইরেই কাজ করছে সদ্যোজাতর হৃৎপিণ্ড - The newborn's heart is working outside the chest

একরত্তির শরীরের বাইরে হৃৎপিণ্ড ৷ হৃদস্পন্দন যদিও স্বাভাবিক ৷ কিন্তু স্বাভাবিকভাবে যা অস্বাভাবিক ৷ চিকিৎসকরা ঘটনাটিকে বিরলের মধ্যে বিরলতম ঘটনা বলে আখ্যা দিয়েছেন ৷ ঘটনাটি ঘটেছে রঘুনাথগঞ্জ থানার মহিষাইল গ্রামীন হাসপাতালে ৷

একরত্তির দেহের বাইরে হৃদপিন্ড
একরত্তির দেহের বাইরে হৃদপিন্ড
author img

By

Published : Mar 7, 2021, 11:05 PM IST

জঙ্গিপুর , 7 মার্চ : হৃৎপিণ্ড তো থাকে বুকের মধ্যে বামদিকে ৷ কিন্তু এক্ষেত্রে ছবিটা অন্যরকম ৷ শরীরের বাইরে বুকের ঠিক মাঝখানে হৃৎপিণ্ড ৷ একরত্তির এই অবস্থা দেখে চক্ষু চড়কগাছ চিকিৎসকদের ৷ তাঁদের মতে," বিরলের মধ্যে বিরলতম " এই ঘটনা ৷ শনিবার মধ্যরাতে শিশুটির জন্ম হয় রঘুনাথগঞ্জ থানার মহিষাইল গ্রামীণ হাসপাতালে ।

মহিষাইল গ্রামীন হাসপাতালের চিকিৎসকরা আশঙ্কাজনক অবস্থায় সদ্যোজাতকে জঙ্গিপুর মহকুমা হাসপাতালে পাঠায় ৷ সেখানে নিয়মমাফিক কিছু পরীক্ষা করা হয় তার ৷ পরে আজ সকালে একরত্তিকে স্থানান্তরিত করা হয় মুর্শিদাবাদ মেডিকেল হাসপাতালে ৷ শিশুটির চিকিৎসার জন্য চিকিৎসকদের মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে ৷ তবে শিশুটিকে বাঁচানো যাবে কিনা সে বিষয়ে নিশ্চিতভাবে কিছু জানাতে চাননি চিকিৎসকরা ৷

আরও পড়ুন :জীবনের লড়াইয়ে চায়না-কাকলিরা এখন কুমোরটুলির দুর্গা

শনিবার রাতে প্রসব যন্ত্রনা নিয়ে মহিষাইল গ্রামীন হাসপাতালে ভর্তি হন ফিরোজা বিবি ৷ মধ্যরাতে শিশুটির জন্ম দেন তিনি ৷ কিন্তু শিশুটির শারীরিক অবস্থা দেখে চোখ কপালে ওঠে লেবার রুমের চিকিৎসকদের ৷ চিকিৎসকরা জানান, শিশুটির হৃদস্পন্দন স্বাভাবিক ৷ তবে তা শোনা যাচ্ছে ডানদিক থেকে ৷ বিরলের মধ্যে বিরলতম ঘটনা বলে আখ্যা দেন চিকিৎসকরা৷

জঙ্গিপুর , 7 মার্চ : হৃৎপিণ্ড তো থাকে বুকের মধ্যে বামদিকে ৷ কিন্তু এক্ষেত্রে ছবিটা অন্যরকম ৷ শরীরের বাইরে বুকের ঠিক মাঝখানে হৃৎপিণ্ড ৷ একরত্তির এই অবস্থা দেখে চক্ষু চড়কগাছ চিকিৎসকদের ৷ তাঁদের মতে," বিরলের মধ্যে বিরলতম " এই ঘটনা ৷ শনিবার মধ্যরাতে শিশুটির জন্ম হয় রঘুনাথগঞ্জ থানার মহিষাইল গ্রামীণ হাসপাতালে ।

মহিষাইল গ্রামীন হাসপাতালের চিকিৎসকরা আশঙ্কাজনক অবস্থায় সদ্যোজাতকে জঙ্গিপুর মহকুমা হাসপাতালে পাঠায় ৷ সেখানে নিয়মমাফিক কিছু পরীক্ষা করা হয় তার ৷ পরে আজ সকালে একরত্তিকে স্থানান্তরিত করা হয় মুর্শিদাবাদ মেডিকেল হাসপাতালে ৷ শিশুটির চিকিৎসার জন্য চিকিৎসকদের মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে ৷ তবে শিশুটিকে বাঁচানো যাবে কিনা সে বিষয়ে নিশ্চিতভাবে কিছু জানাতে চাননি চিকিৎসকরা ৷

আরও পড়ুন :জীবনের লড়াইয়ে চায়না-কাকলিরা এখন কুমোরটুলির দুর্গা

শনিবার রাতে প্রসব যন্ত্রনা নিয়ে মহিষাইল গ্রামীন হাসপাতালে ভর্তি হন ফিরোজা বিবি ৷ মধ্যরাতে শিশুটির জন্ম দেন তিনি ৷ কিন্তু শিশুটির শারীরিক অবস্থা দেখে চোখ কপালে ওঠে লেবার রুমের চিকিৎসকদের ৷ চিকিৎসকরা জানান, শিশুটির হৃদস্পন্দন স্বাভাবিক ৷ তবে তা শোনা যাচ্ছে ডানদিক থেকে ৷ বিরলের মধ্যে বিরলতম ঘটনা বলে আখ্যা দেন চিকিৎসকরা৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.