ETV Bharat / state

"সব থেকে বড় সাম্প্রদায়িক অভিনেতা মমতা বন্দ্যোপাধ্যায়", আক্রমণ অধীরের - chief minister Mamata Banerjee

আজ সভা করার কথা ছিল হরিহরপাড়া ব্লকে । সেই সভা শুক্রবার রাতেই স্থগিত করা হয় । পরিবর্তে ভগবানগোলায় সভার ডাক দেওয়া হয় ।

অধীর চৌধুরি
অধীর চৌধুরি
author img

By

Published : Dec 12, 2020, 10:52 PM IST

ভগবানগোলা, 12 ডিসেম্বর : ভগবানগোলার সভা থেকে রাজ্য সরকার ও মুখ্যমন্ত্রীকে তোপ দাগলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরি ৷ তিনি বলেন, ‘‘সব থেকে বড় সাম্প্রদায়িক অভিনেতা মমতা বন্দ্যোপাধ্যায় ।’’ রাজ্যে বিজেপির উত্থানের জন্য তৃণমূল কংগ্রেসকেই দূষলেন তিনি ৷

মাত্র 24 ঘণ্টার নোটিসে অধীর চৌধুরির সভায় জনজোয়ার আছড়ে পড়ল । সংখ্যালঘু অধ্যুষিত এলাকায় আজ জনসভা থেকে তৃণমূল জমানায় সংখ্যালঘু উন্নয়ন নিয়ে প্রশ্ন তুলে ভোটের ফসল তুলতে চাইলেন কৌশলী অধীর চৌধুরি । মহামিছিল ও জনসভায় উপচে পড়া ভিড় দেখে কিছুটা হতবাক রাজনৈতিক মহল ।

9 ডিসেম্বর থেকে 12 ডিসেম্বর নিজের গড়ে চারটি জনসভার কর্মসূচি ছিল প্রদেশ কংগ্রেস সভাপতির । চারটি বিধানসভা এলাকায় বর্তমানে তৃণমূলের । নির্ধারিত সূচি অনুয়ায়ী বাকি তিন বিধানসভায় মহামিছিল ও জনসভায় নজর রাজনৈতিক মহলের ৷

আজ সভা করার কথা ছিল হরিহরপাড়া ব্লকে । সেই সভা শুক্রবার রাতেই স্থগিত করা হয় । পরিবর্তে ভগবানগোলায় সভার ডাক দেওয়া হয় । মাত্র কয়েক ঘণ্টার নোটিসে সভা ডাকা হলেও সমর্থকরা নিরাশ করেনি জেলার দাপুটে নেতাকে । মহামিছিল থেকে শুরু করে জনসভায় কার্যত তিল ধারণের জায়গা ছিল না । আর এই সভা থেকেই সংখ্যালঘু উন্নয়নের প্রশ্ন তুলে উসকে দিলেন সংখ্যলঘু ভোটারদের ।

ভগবানগোলা, 12 ডিসেম্বর : ভগবানগোলার সভা থেকে রাজ্য সরকার ও মুখ্যমন্ত্রীকে তোপ দাগলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরি ৷ তিনি বলেন, ‘‘সব থেকে বড় সাম্প্রদায়িক অভিনেতা মমতা বন্দ্যোপাধ্যায় ।’’ রাজ্যে বিজেপির উত্থানের জন্য তৃণমূল কংগ্রেসকেই দূষলেন তিনি ৷

মাত্র 24 ঘণ্টার নোটিসে অধীর চৌধুরির সভায় জনজোয়ার আছড়ে পড়ল । সংখ্যালঘু অধ্যুষিত এলাকায় আজ জনসভা থেকে তৃণমূল জমানায় সংখ্যালঘু উন্নয়ন নিয়ে প্রশ্ন তুলে ভোটের ফসল তুলতে চাইলেন কৌশলী অধীর চৌধুরি । মহামিছিল ও জনসভায় উপচে পড়া ভিড় দেখে কিছুটা হতবাক রাজনৈতিক মহল ।

9 ডিসেম্বর থেকে 12 ডিসেম্বর নিজের গড়ে চারটি জনসভার কর্মসূচি ছিল প্রদেশ কংগ্রেস সভাপতির । চারটি বিধানসভা এলাকায় বর্তমানে তৃণমূলের । নির্ধারিত সূচি অনুয়ায়ী বাকি তিন বিধানসভায় মহামিছিল ও জনসভায় নজর রাজনৈতিক মহলের ৷

আজ সভা করার কথা ছিল হরিহরপাড়া ব্লকে । সেই সভা শুক্রবার রাতেই স্থগিত করা হয় । পরিবর্তে ভগবানগোলায় সভার ডাক দেওয়া হয় । মাত্র কয়েক ঘণ্টার নোটিসে সভা ডাকা হলেও সমর্থকরা নিরাশ করেনি জেলার দাপুটে নেতাকে । মহামিছিল থেকে শুরু করে জনসভায় কার্যত তিল ধারণের জায়গা ছিল না । আর এই সভা থেকেই সংখ্যালঘু উন্নয়নের প্রশ্ন তুলে উসকে দিলেন সংখ্যলঘু ভোটারদের ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.