ETV Bharat / state

Suvendu Adhikari : শুধু ভবানীপুরেই উপনির্বাচন কেন, প্রশ্ন শুভেন্দুর - by election

শুধু ভবানীপুরে উপনির্বাচন বাকি কেন্দ্রে নয় কেন, এদিন এই প্রশ্ন তোলেন শুভেন্দু অধিকারী ৷ তিনি বলেন, নির্বাচন কমিশন আর বিজেপির মধ্যে কোন আঁতাত নেই ৷ মুর্শিদাবাদে সাংগঠনিক সভায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই কথা বলেন বিরোধী দলনেতা ৷

Suvendu Adhikari
শুভেন্দু অধিকারী
author img

By

Published : Sep 4, 2021, 9:36 PM IST

বহরমপুর, 4 সেপ্টেম্বর : ভবানীপুর ছাড়া বাকি কেন্দ্রে কেন উপনির্বাচন নয়, এই প্রশ্ন তুললেন শুভেন্দু অধিকারী ৷ এদিন মুর্শিদাবাদে বিজেপির সাংগঠনিক সভায় এসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিরোধী দলনেতা রাজ্যের আরও ছটি সহ গোটা দেশের 31টি কেন্দ্রের উপনির্বাচন কেন করা হল না, তা নিয়ে প্রশ্ন তোলেন।

আরও পড়ুন : Dilip Ghosh : আগে পৌরসভা ভোট চেয়েছিলাম, তবে উপনির্বাচন চাইনি এটা নয় : দিলীপ

একইসঙ্গে নির্বাচন কমিশনের সঙ্গে বিজেপির আঁতাত রয়েছে, তৃণমূল সুপ্রিমোর এই মন্তব্যের কড়া সমালোচনা করেন শুভেন্দু। এদিন বিকেলে দক্ষিণ মুর্শিদাবাদ সাংগঠনিক জেলা কার্যকর্তাদের সঙ্গে বৈঠক করেন শুভেন্দু অধিকারী।

বৈঠক শেষে সাংবাদকদের মুখোমুখি তিনি বলেন, "বিজেপি সংসদীয় গণতন্ত্রে বিশ্বাসী। নির্বাচন কমিশনের গাইড লাইন মেনেই আমরা প্রচারে নামব। কিন্তু এতদিন বলা হয়েছে নির্বাচন কমিশন বিজেপির দালাল। অমিত শাহ, নরেন্দ্র মোদির অঙ্গুলি হেলনে চলে। মুখ্যমন্ত্রীর এই বক্তব্যের ব্যাখ্যা আমি চাইব।"

ভবানিপুর ছাড়া বাকি কেন্দ্রে শুভেন্দুর কেন উপ নির্বাচন নয়, প্রশ্ন

তিনি আরও বলেছেন, "নির্বাচন কমিশন আর বিজেপির মধ্যে কোনও আঁতাত নেই। কেন রাজ্যের বাকি বিধানসভা-সহ দেশের 31টি বিধানসভার উপনির্বাচন হচ্ছে না তার ব্যাখ্যা দিতে পারবে নির্বাচন কমিশন? ভবানীপুরে উপনির্বাচন না হলে রাজ্যে সাংবিধানিক জটিলতা তৈরি হবে বলে নির্বাচন কমিশনকে চিঠি লিখেছেন রাজ্যের মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী। একজন মুখ্যসচিব হয়ে তিনি একথা লিখতে পারেন না। আরও ছটি উপনির্বাচন হচ্ছে না। তাতে কি জটিলতা তৈরি হবে? আমরা এই কথাকে ইস্যু করব।"

আরও পড়ুন : Election : 30 সেপ্টেম্বর ভবানীপুর-সহ রাজ্যের 3 আসনে ভোট, গণনা 3 অক্টোবর

একইসঙ্গে জাতীয় মানবাধিকার কমিশনের সুরে সুর মিলিয়ে শুভেন্দু অধিকারী বলেন, "প্রমাণ হয়ে গেল এই রাজ্যে আইনের নয় শাসকের শাসন চলে।’’

বহরমপুর, 4 সেপ্টেম্বর : ভবানীপুর ছাড়া বাকি কেন্দ্রে কেন উপনির্বাচন নয়, এই প্রশ্ন তুললেন শুভেন্দু অধিকারী ৷ এদিন মুর্শিদাবাদে বিজেপির সাংগঠনিক সভায় এসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিরোধী দলনেতা রাজ্যের আরও ছটি সহ গোটা দেশের 31টি কেন্দ্রের উপনির্বাচন কেন করা হল না, তা নিয়ে প্রশ্ন তোলেন।

আরও পড়ুন : Dilip Ghosh : আগে পৌরসভা ভোট চেয়েছিলাম, তবে উপনির্বাচন চাইনি এটা নয় : দিলীপ

একইসঙ্গে নির্বাচন কমিশনের সঙ্গে বিজেপির আঁতাত রয়েছে, তৃণমূল সুপ্রিমোর এই মন্তব্যের কড়া সমালোচনা করেন শুভেন্দু। এদিন বিকেলে দক্ষিণ মুর্শিদাবাদ সাংগঠনিক জেলা কার্যকর্তাদের সঙ্গে বৈঠক করেন শুভেন্দু অধিকারী।

বৈঠক শেষে সাংবাদকদের মুখোমুখি তিনি বলেন, "বিজেপি সংসদীয় গণতন্ত্রে বিশ্বাসী। নির্বাচন কমিশনের গাইড লাইন মেনেই আমরা প্রচারে নামব। কিন্তু এতদিন বলা হয়েছে নির্বাচন কমিশন বিজেপির দালাল। অমিত শাহ, নরেন্দ্র মোদির অঙ্গুলি হেলনে চলে। মুখ্যমন্ত্রীর এই বক্তব্যের ব্যাখ্যা আমি চাইব।"

ভবানিপুর ছাড়া বাকি কেন্দ্রে শুভেন্দুর কেন উপ নির্বাচন নয়, প্রশ্ন

তিনি আরও বলেছেন, "নির্বাচন কমিশন আর বিজেপির মধ্যে কোনও আঁতাত নেই। কেন রাজ্যের বাকি বিধানসভা-সহ দেশের 31টি বিধানসভার উপনির্বাচন হচ্ছে না তার ব্যাখ্যা দিতে পারবে নির্বাচন কমিশন? ভবানীপুরে উপনির্বাচন না হলে রাজ্যে সাংবিধানিক জটিলতা তৈরি হবে বলে নির্বাচন কমিশনকে চিঠি লিখেছেন রাজ্যের মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী। একজন মুখ্যসচিব হয়ে তিনি একথা লিখতে পারেন না। আরও ছটি উপনির্বাচন হচ্ছে না। তাতে কি জটিলতা তৈরি হবে? আমরা এই কথাকে ইস্যু করব।"

আরও পড়ুন : Election : 30 সেপ্টেম্বর ভবানীপুর-সহ রাজ্যের 3 আসনে ভোট, গণনা 3 অক্টোবর

একইসঙ্গে জাতীয় মানবাধিকার কমিশনের সুরে সুর মিলিয়ে শুভেন্দু অধিকারী বলেন, "প্রমাণ হয়ে গেল এই রাজ্যে আইনের নয় শাসকের শাসন চলে।’’

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.