ETV Bharat / state

CAA, NRC বিরোধী মঞ্চ থেকে কংগ্রেস, CPI(M)-কে আক্রমণ শুভেন্দুর - CAA NRC

হরিহরপাড়া থেকে কংগ্রেস, CPI(M)-কে BJP-র A ও B টিম বলে কটাক্ষ শুভেন্দুর ৷

Suvendu Adhikari
শুভেন্দু অধিকারী
author img

By

Published : Jan 11, 2020, 11:47 PM IST

হরিহরপাড়া, 11 জানুয়ারি : পশ্চিমবঙ্গের কংগ্রেস BJP-র 'B' টিম CPI(M) 'C' টিম । হরিহরপাড়ার সবগায় CAA, NRC বিরোধী মঞ্চ থেকে কংগ্রেস ও CPIM-কে আক্রমণ শুভেন্দুর ।

শনিবার বিকেলে হরিহরপাড়া বিধানসভায় NRC, CAA বিরোধী জনসভা ছিল তৃণমূল কংগ্রেসের ৷ সেই সভায় উপস্থিত ছিলেন মুর্শিদাবাদ জেলার পর্যবেক্ষক শুভেন্দু অধিকারী ৷ সেই মঞ্চ থেকে কংগ্রেস CPIM-কে এভাবেই আক্রমণ করলেন তৃণমূল এই নেতা । পাশাপাশি তিনি বলেন, "বাংলায় NRC, CAA আটকাবেন বাংলার বাঘিনী । CAA, NRC করতে হলে আমার মৃতদেহের উপর দিয়ে যেতে হবে ।" কেন্দ্রের এই আইনের বিরোধিতার পাশাপাশি আজ তিনি জনসভা থেকে অধীর চৌধুরিকে তীব্র ভাষায় আক্রমণ করেন ।

শুভেন্দু বলেন, "NRC নিয়ে এই জেলায় কিছু অপ্রীতিকর ঘটনা ঘটেছে। তখন অধীরবাবু দিল্লিতে ছিলেন । সাত দিন পর ফিরে এসেই তিনি বেলডাঙায় যান । যান রেজিনগর রেল স্টেশনে । NRC, CAA বিরোধিতা করার আগে সাংবাদিকদের তিনি বললেন, রেল স্টেশনে যারা ভাঙচুর করেছে তাদের এখনই লকআপে ঢোকানো উচিত । এইজন্যই কেন্দ্র তাঁকে সেন্ট্রাল ফোর্স দিয়েছে । পশ্চিমবঙ্গের কংগ্রেস BJP-র 'B' টিম । আর CPI(M) 'C' টিম । তিনি আবার বলেন, " আমরা এখানে জাতীয় নাগরিকপঞ্জি ও নাগরিকত্ব সংশোধনী আইন লাগু হতে দেব না ।"

হরিহরপাড়া, 11 জানুয়ারি : পশ্চিমবঙ্গের কংগ্রেস BJP-র 'B' টিম CPI(M) 'C' টিম । হরিহরপাড়ার সবগায় CAA, NRC বিরোধী মঞ্চ থেকে কংগ্রেস ও CPIM-কে আক্রমণ শুভেন্দুর ।

শনিবার বিকেলে হরিহরপাড়া বিধানসভায় NRC, CAA বিরোধী জনসভা ছিল তৃণমূল কংগ্রেসের ৷ সেই সভায় উপস্থিত ছিলেন মুর্শিদাবাদ জেলার পর্যবেক্ষক শুভেন্দু অধিকারী ৷ সেই মঞ্চ থেকে কংগ্রেস CPIM-কে এভাবেই আক্রমণ করলেন তৃণমূল এই নেতা । পাশাপাশি তিনি বলেন, "বাংলায় NRC, CAA আটকাবেন বাংলার বাঘিনী । CAA, NRC করতে হলে আমার মৃতদেহের উপর দিয়ে যেতে হবে ।" কেন্দ্রের এই আইনের বিরোধিতার পাশাপাশি আজ তিনি জনসভা থেকে অধীর চৌধুরিকে তীব্র ভাষায় আক্রমণ করেন ।

শুভেন্দু বলেন, "NRC নিয়ে এই জেলায় কিছু অপ্রীতিকর ঘটনা ঘটেছে। তখন অধীরবাবু দিল্লিতে ছিলেন । সাত দিন পর ফিরে এসেই তিনি বেলডাঙায় যান । যান রেজিনগর রেল স্টেশনে । NRC, CAA বিরোধিতা করার আগে সাংবাদিকদের তিনি বললেন, রেল স্টেশনে যারা ভাঙচুর করেছে তাদের এখনই লকআপে ঢোকানো উচিত । এইজন্যই কেন্দ্র তাঁকে সেন্ট্রাল ফোর্স দিয়েছে । পশ্চিমবঙ্গের কংগ্রেস BJP-র 'B' টিম । আর CPI(M) 'C' টিম । তিনি আবার বলেন, " আমরা এখানে জাতীয় নাগরিকপঞ্জি ও নাগরিকত্ব সংশোধনী আইন লাগু হতে দেব না ।"

Intro:পশ্চিমবঙ্গের কংগ্রেস বিজেপির বি টিম সিপিএম সি টিম। হরিহরপাড়ার সবগা থেকে স্ক্রমণ শুভেন্দুর। Body:হরিহরপাড়া -পশ্চিম্বঙ্গের কংগ্রেস বিজেপির বি টিম। আর বাংলার সিপিএম বিজেপির সি টিম। শনিবার বিকেলে হরিহরপাড়া বিধানসভায় এনআরসি, সিএএ বিরোধী জনসভআ থেকে কংগ্রেস সিপিএমকে এভাবেই বিধলেন শুভেন্দু অধিকারী। পাশাপাশি তিনি বলেন, বাংলায় এনআরসি, সিএএ আটকাবেন বাংলার বাঘিনী। তিনি বলেছেন, সিএএ এনআরসি করতে হলে আমার মৃতদেবের উপর দিয়ে কিরতে হবে।
পূর্ব কর্মসূচি হিসাবে শনিবার বিকেলে হরিহরপাড়ায় জনিসভা ছিল তৃণমূল কংগ্রেসের মুর্শিদাবাদের পর্যবেক্ষক শুভেন্দু অধিকারী। কেন্দ্রের আইনের বিরোধীতার পাশাপাশি এদিন তিনি জনসভা থেকে অধীর চৌধুরীকে তীব্র ভাষায় আক্রমণ করেন। শুভেন্দুবাবু বলেন, এনআরসি নিয়ে এই জেলায় কিছু অপ্রীতিকর ঘটনা ঘটেছে। তখন অধীরবাবু দিল্লীতে ছিলেন। সাত দিন পর ফিরে এসেই তিনি বেলডাঙায় যান। যান রেজিনগর রেল স্টেশনে। এনআরসি, সিএএ বিরোধীতা করার আগে সাংবাদিকদের তিনি বললেন, রেল স্টেশনে যারা ভাঙচুর করেছে তাদের এখনই লকআপে ঢোকান্য উচিত। এইজন্যই কেন্দ্র সরকার ওনাকে সেন্ট্রাল ফোর্স দিয়েছে। পশ্চিমবঙ্গের কংগ্রেস বিজেপিরবি টিম। আর সিপিএম সি টিম।
একই সঙ্গে তিনি এখানে আমরা এনআরসি সিএএ হতে দেব না। এনিআরসি রুখবে বাংিলার বাঘিনী মমতা বন্দ্যোপাধ্যায়। উনি বলেছেন, এই রাজ্যে এনআরসি, সিএএ করতে হলে আমার মৃতদেহের উপর করতে হবে।Conclusion:জনসভা
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.