হরিহরপাড়া, 11 জানুয়ারি : পশ্চিমবঙ্গের কংগ্রেস BJP-র 'B' টিম CPI(M) 'C' টিম । হরিহরপাড়ার সবগায় CAA, NRC বিরোধী মঞ্চ থেকে কংগ্রেস ও CPIM-কে আক্রমণ শুভেন্দুর ।
শনিবার বিকেলে হরিহরপাড়া বিধানসভায় NRC, CAA বিরোধী জনসভা ছিল তৃণমূল কংগ্রেসের ৷ সেই সভায় উপস্থিত ছিলেন মুর্শিদাবাদ জেলার পর্যবেক্ষক শুভেন্দু অধিকারী ৷ সেই মঞ্চ থেকে কংগ্রেস CPIM-কে এভাবেই আক্রমণ করলেন তৃণমূল এই নেতা । পাশাপাশি তিনি বলেন, "বাংলায় NRC, CAA আটকাবেন বাংলার বাঘিনী । CAA, NRC করতে হলে আমার মৃতদেহের উপর দিয়ে যেতে হবে ।" কেন্দ্রের এই আইনের বিরোধিতার পাশাপাশি আজ তিনি জনসভা থেকে অধীর চৌধুরিকে তীব্র ভাষায় আক্রমণ করেন ।
শুভেন্দু বলেন, "NRC নিয়ে এই জেলায় কিছু অপ্রীতিকর ঘটনা ঘটেছে। তখন অধীরবাবু দিল্লিতে ছিলেন । সাত দিন পর ফিরে এসেই তিনি বেলডাঙায় যান । যান রেজিনগর রেল স্টেশনে । NRC, CAA বিরোধিতা করার আগে সাংবাদিকদের তিনি বললেন, রেল স্টেশনে যারা ভাঙচুর করেছে তাদের এখনই লকআপে ঢোকানো উচিত । এইজন্যই কেন্দ্র তাঁকে সেন্ট্রাল ফোর্স দিয়েছে । পশ্চিমবঙ্গের কংগ্রেস BJP-র 'B' টিম । আর CPI(M) 'C' টিম । তিনি আবার বলেন, " আমরা এখানে জাতীয় নাগরিকপঞ্জি ও নাগরিকত্ব সংশোধনী আইন লাগু হতে দেব না ।"