ETV Bharat / state

Police Super Visit: সাইকেল নিয়ে রাতে এলাকা পরিদর্শনে জঙ্গিপুরের পুলিশ সুপার - surprise visit of Jangipur Police super

হেলমেট পড়ে সাইকেল নিয়ে এক প্রকার রাস্তায় নেমে জঙ্গিপুরের আইন-শৃঙ্খলা খতিয়ে দেখলেন জেলা পুলিশ সুপার ভিজি সতীশ পশুমার্থী ৷ কথা বললেন এলাকাবাসীর সঙ্গেও ৷

Etv Bharat
এলাকা পরিদর্শনে জঙ্গিপুরের পুলিশ সুপার
author img

By

Published : May 23, 2023, 5:31 PM IST

রাতে এলাকা পরিদর্শনে জঙ্গিপুরের পুলিশ সুপার

জঙ্গিপুর, 23 মে: কী রকম নাগরিক পরিষেবা দেওয়া হচ্ছে তা খতিয়ে দেখতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরকারি প্রতিষ্ঠানগুলিতে আচমকা পরিদর্শনে যান ৷ এবার খানিকটা একই পথ অনুসরণ করলেন জঙ্গিপুরের জেলা পুলিশ সুপার ভিজি সতীশ পশুমার্থী ৷ মাথায় হেলমেট আর সাইকেলে হেডলাইট জ্বালিয়ে সাদা পোশাকে সোমবার রাতে এলাকার থানা পরিদর্শন করলেন তিনি ৷ এলাকার মানুষের নিরাপত্তা ও আইন-শৃঙ্খলার পরিস্থিতি খতিয়ে দেখতে সাইকেল নিয়ে একাই বেড়িয়ে পড়েছিলেন ৷

পাশাপাশি সাধারণ মানুষের নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশকর্মীরাও কীভাবে তাদের দায়িত্ব পালন করেছেন ৷ সাধারণ মানুষ নিরাপত্তায়হীনতায় ভুগছে কি না, তা জানতে সরাসরি কথা বললেন আমজনতার সঙ্গে ৷ চায়ের দোকানে চা খেতে খেতে আড্ডাও দিলেন ৷ দায়িত্ব পালন করতে আমজনতার ভিড়ে মিশে গেলেন পুলিশ সুপার ৷ শুনলেন, সাধারণ মানুষের অভাব অভিযোগও ৷ সাধারণ পোশাকে প্রায় 35 কিলোমিটার দূরত্ব সাইকেল চালিয়ে পুলিশ সুপারের থানায় ভিজিট কার্যত নজিরবিহীন ৷

সোমবার জঙ্গিপুর পুলিশ জেলার অন্তর্গত সুতি থানাতেও উপস্থিত হন পুলিশ সুপার ভিজি সতীশ পশুমার্থী । সাইকেল নিয়ে হঠাৎ থানায় এসপির আগমন ঘিরে কার্যত হুলস্থূল পড়ে যায় থানা এলাকায়। অবাক হয়ে যান পুলিশ কর্মীরা । এলাকাবাসীর বক্তব্য, পুলিশ কর্তা নিজেই যদি মানুষের নিরাপত্তা রক্ষায় রাস্তায় নামেন তা-হলে সাধারণ মানুষের আর কোনও আতঙ্ক থাকেনা । অনেকটাই নিরাপদ বোধ করেন ৷

এই প্রসঙ্গেই পুলিশ সুপার সতীশ বলেন, " এলাকার পরিস্থিতি কেমন তা দেখতেই আমি সাইকেল নিয়ে রাস্তায় নেমেছি ৷ সাধারণ মানুষের সঙ্গেও কথা বলেছি ৷ সাধারণ মানুষের এত কাছাকাছি আসতে পেরে খুবই খুশি ৷ আমি এটাই বার্তা দিতে চাই, আমরা মানুষের পাশে আমরা আছি । তাদের কাছাকাছি পৌঁছে সেটাই বোঝাতে চেয়েছি । আইন-শৃঙ্খলা সংক্রান্ত যেকোনও বিষয়ে আমরা দ্রুত ব্যবস্থা নেব ৷"

আরও পড়ুন: খোকাবাবু আসায় স্থগিত পরীক্ষা, অভিষেকের কর্মসূচি নিয়ে বিস্ফোরক সুজন

রাতে এলাকা পরিদর্শনে জঙ্গিপুরের পুলিশ সুপার

জঙ্গিপুর, 23 মে: কী রকম নাগরিক পরিষেবা দেওয়া হচ্ছে তা খতিয়ে দেখতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরকারি প্রতিষ্ঠানগুলিতে আচমকা পরিদর্শনে যান ৷ এবার খানিকটা একই পথ অনুসরণ করলেন জঙ্গিপুরের জেলা পুলিশ সুপার ভিজি সতীশ পশুমার্থী ৷ মাথায় হেলমেট আর সাইকেলে হেডলাইট জ্বালিয়ে সাদা পোশাকে সোমবার রাতে এলাকার থানা পরিদর্শন করলেন তিনি ৷ এলাকার মানুষের নিরাপত্তা ও আইন-শৃঙ্খলার পরিস্থিতি খতিয়ে দেখতে সাইকেল নিয়ে একাই বেড়িয়ে পড়েছিলেন ৷

পাশাপাশি সাধারণ মানুষের নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশকর্মীরাও কীভাবে তাদের দায়িত্ব পালন করেছেন ৷ সাধারণ মানুষ নিরাপত্তায়হীনতায় ভুগছে কি না, তা জানতে সরাসরি কথা বললেন আমজনতার সঙ্গে ৷ চায়ের দোকানে চা খেতে খেতে আড্ডাও দিলেন ৷ দায়িত্ব পালন করতে আমজনতার ভিড়ে মিশে গেলেন পুলিশ সুপার ৷ শুনলেন, সাধারণ মানুষের অভাব অভিযোগও ৷ সাধারণ পোশাকে প্রায় 35 কিলোমিটার দূরত্ব সাইকেল চালিয়ে পুলিশ সুপারের থানায় ভিজিট কার্যত নজিরবিহীন ৷

সোমবার জঙ্গিপুর পুলিশ জেলার অন্তর্গত সুতি থানাতেও উপস্থিত হন পুলিশ সুপার ভিজি সতীশ পশুমার্থী । সাইকেল নিয়ে হঠাৎ থানায় এসপির আগমন ঘিরে কার্যত হুলস্থূল পড়ে যায় থানা এলাকায়। অবাক হয়ে যান পুলিশ কর্মীরা । এলাকাবাসীর বক্তব্য, পুলিশ কর্তা নিজেই যদি মানুষের নিরাপত্তা রক্ষায় রাস্তায় নামেন তা-হলে সাধারণ মানুষের আর কোনও আতঙ্ক থাকেনা । অনেকটাই নিরাপদ বোধ করেন ৷

এই প্রসঙ্গেই পুলিশ সুপার সতীশ বলেন, " এলাকার পরিস্থিতি কেমন তা দেখতেই আমি সাইকেল নিয়ে রাস্তায় নেমেছি ৷ সাধারণ মানুষের সঙ্গেও কথা বলেছি ৷ সাধারণ মানুষের এত কাছাকাছি আসতে পেরে খুবই খুশি ৷ আমি এটাই বার্তা দিতে চাই, আমরা মানুষের পাশে আমরা আছি । তাদের কাছাকাছি পৌঁছে সেটাই বোঝাতে চেয়েছি । আইন-শৃঙ্খলা সংক্রান্ত যেকোনও বিষয়ে আমরা দ্রুত ব্যবস্থা নেব ৷"

আরও পড়ুন: খোকাবাবু আসায় স্থগিত পরীক্ষা, অভিষেকের কর্মসূচি নিয়ে বিস্ফোরক সুজন

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.