ETV Bharat / state

Mid Day meal Controversy: মিড-ডে মিল খেয়ে অসুস্থ প্রায় 80 জন পড়ুয়া - মিড ডে মিল খেয়ে অসুস্থ পড়ুয়া

স্কুলের মিড-ডে মিল খেয়ে অসুস্থ একাধিক পড়ুয়া ৷ পড়ুয়াদের দাবি, মিড-ডে মিলে দেওয়া পচা ডিম খেয়েই এই বিপত্তি ৷ স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসাধীন অসুস্থরা ৷ সকলেই পঞ্চম থেকে অষ্টম শ্রেণির পড়ুয়া ৷

Etv Bharat
মিড মিল খেয়ে অসুস্থ পড়ুয়া
author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 13, 2023, 10:00 PM IST

মিড-ডে মিল খেয়ে অসুস্থ প্রায় 80 জন পড়ুয়া

মুর্শিদাবাদ, 13 সেপ্টেম্বর: বিদ্যালয় চলাকালীন হঠাৎ অসুস্থ হয়ে পড়ে প্রায় 70 থেকে 80 জন পড়ুয়া ৷ সকলেই পঞ্চম থেকে অষ্টম শ্রেণির পড়ুয়া ৷ পেটে ব্যাথা অনুভব করায় তাদের নসিপুর ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয় ৷ বেশ কয়েকজন ছাত্রছাত্রীকে লালবাগ মহকুমা হাসপাতাল ও মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে । বুধবার মুর্শিদাবাদের ভগবানগোলা ব্লক 2নম্বর আখেরীগঞ্জ হাইস্কুলের ঘটনা । অন্য পড়ুয়াদের দাবি, মিড-ডে মিলের ডিম-ভাত খাওয়ার পরেই তাদের পেটে ব্যাথা শুরু হয় ও অসুস্থ বোধ করে ৷

খবর পেয়েই ঘটনাস্থল পরিদর্শনে আসেন ব্লক মেডিক্যাল স্বাস্থ্য আধিকারিক উৎপল মজুমদার ৷ বিষয়টি খতিয়ে দেখে তিনি বলেন, "আখরীগঞ্জ হাই স্কুলের প্রধান শিক্ষক ফোনে জানান কয়েকজন ছাত্র অসুস্থ হয়ে পড়েছে । তৎক্ষণাৎ মেডিক্যাল মেডিকেল টিম নিয়ে স্কুলে যাই । সেখানে গিয়ে দেখি বেশ কয়েকজন পড়ুয়া পেটের যন্ত্রণায় ছটফট করছে । চিকিৎসার জন্য তাদের নসিপুর স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়।" তবে কী কারণে এই ঘটনা প্রাথমিকভাবে বোঝা না-গেলেও খাবার থেকেই পেটে কোনও সমস্যা হয়েছে বলে মনে করেন স্বাস্থ্য আধিকারিক ৷

তাঁর কথার রেশ টেনেই ভগবানগোলা দুই নম্বর ব্লকের জয়েন্ট বিডিও বাসব চ্যাট্টোপাধ্যায় জানান, পডুয়ারা আপাতত সুস্থ আছে ৷ তিনি খবর পেয়েই ঘটনালস্থলে গিয়েছিলেন ৷ সম্পূর্ণ পরিস্থিতি খতিয়ে দেখেন ৷ এদিকে পডুয়াদের অসুস্থতার খবর এলাকায় চাউর হতেই বিডিও-র পাশাপাশি পঞ্চায়েত সদস্যরাও যান ৷ সমস্ত ঘটনা খতিয়ে দেখেই তিনি জানান, রান্নার জায়গা অপরিচ্ছন্ন ছিল ৷ পড়ুয়াদের খাবারে পচা ডিম দেওয়া হয়েছে বলে অভিযোগ ৷

আরও পড়ুন: মিড-ডে মিলে ইলিশ থালি ! বেজায় খুশি পড়ুয়ারা

যদিও প্রধান শিক্ষক অস্বীকার করছেন যে বাচ্চারা মিড-ডে মিল খাইনি। বিষয়টি খতিয়ে দেখতে খাদ্য আধিকারিক স্কুলে এসে পৌঁছেছে । স্কুলের মিড-ডে মিলের রাঁধুনি জানান, বাচ্চারা বাইরের খাবার খাওয়ায় পেটে ব্যথা হয়েছে ৷ তারা নাকি স্কুলের খাবার খায়নি।

মিড-ডে মিল খেয়ে অসুস্থ প্রায় 80 জন পড়ুয়া

মুর্শিদাবাদ, 13 সেপ্টেম্বর: বিদ্যালয় চলাকালীন হঠাৎ অসুস্থ হয়ে পড়ে প্রায় 70 থেকে 80 জন পড়ুয়া ৷ সকলেই পঞ্চম থেকে অষ্টম শ্রেণির পড়ুয়া ৷ পেটে ব্যাথা অনুভব করায় তাদের নসিপুর ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয় ৷ বেশ কয়েকজন ছাত্রছাত্রীকে লালবাগ মহকুমা হাসপাতাল ও মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে । বুধবার মুর্শিদাবাদের ভগবানগোলা ব্লক 2নম্বর আখেরীগঞ্জ হাইস্কুলের ঘটনা । অন্য পড়ুয়াদের দাবি, মিড-ডে মিলের ডিম-ভাত খাওয়ার পরেই তাদের পেটে ব্যাথা শুরু হয় ও অসুস্থ বোধ করে ৷

খবর পেয়েই ঘটনাস্থল পরিদর্শনে আসেন ব্লক মেডিক্যাল স্বাস্থ্য আধিকারিক উৎপল মজুমদার ৷ বিষয়টি খতিয়ে দেখে তিনি বলেন, "আখরীগঞ্জ হাই স্কুলের প্রধান শিক্ষক ফোনে জানান কয়েকজন ছাত্র অসুস্থ হয়ে পড়েছে । তৎক্ষণাৎ মেডিক্যাল মেডিকেল টিম নিয়ে স্কুলে যাই । সেখানে গিয়ে দেখি বেশ কয়েকজন পড়ুয়া পেটের যন্ত্রণায় ছটফট করছে । চিকিৎসার জন্য তাদের নসিপুর স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়।" তবে কী কারণে এই ঘটনা প্রাথমিকভাবে বোঝা না-গেলেও খাবার থেকেই পেটে কোনও সমস্যা হয়েছে বলে মনে করেন স্বাস্থ্য আধিকারিক ৷

তাঁর কথার রেশ টেনেই ভগবানগোলা দুই নম্বর ব্লকের জয়েন্ট বিডিও বাসব চ্যাট্টোপাধ্যায় জানান, পডুয়ারা আপাতত সুস্থ আছে ৷ তিনি খবর পেয়েই ঘটনালস্থলে গিয়েছিলেন ৷ সম্পূর্ণ পরিস্থিতি খতিয়ে দেখেন ৷ এদিকে পডুয়াদের অসুস্থতার খবর এলাকায় চাউর হতেই বিডিও-র পাশাপাশি পঞ্চায়েত সদস্যরাও যান ৷ সমস্ত ঘটনা খতিয়ে দেখেই তিনি জানান, রান্নার জায়গা অপরিচ্ছন্ন ছিল ৷ পড়ুয়াদের খাবারে পচা ডিম দেওয়া হয়েছে বলে অভিযোগ ৷

আরও পড়ুন: মিড-ডে মিলে ইলিশ থালি ! বেজায় খুশি পড়ুয়ারা

যদিও প্রধান শিক্ষক অস্বীকার করছেন যে বাচ্চারা মিড-ডে মিল খাইনি। বিষয়টি খতিয়ে দেখতে খাদ্য আধিকারিক স্কুলে এসে পৌঁছেছে । স্কুলের মিড-ডে মিলের রাঁধুনি জানান, বাচ্চারা বাইরের খাবার খাওয়ায় পেটে ব্যথা হয়েছে ৷ তারা নাকি স্কুলের খাবার খায়নি।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.