ETV Bharat / state

Admit Card Problem: অ্যাডমিট কার্ডে লেখা পুরুষ, কলকাতা পুলিশের কনস্টেবলের পরীক্ষায় বসা হল না টুম্পার - অ্যাডমিট কার্ড

অ্যাডমিট কার্ডে ভুল করে মহিলার জায়গায় পুরুষ লেখা থাকায় পরীক্ষায় বসতে দেওয়া হল না টুম্পা মার্জিত নামে এক পরীক্ষার্থীকে ৷ ঘটনাটি সামশেরগঞ্জের ৷ কান্নায় ভেঙে পড়লেন ওই পরীক্ষার্থী ৷

Kolkata police constable exam
অ্যাডমিট কার্ডে ভুল
author img

By

Published : Jun 4, 2023, 10:57 PM IST

অ্যাডমিট কার্ডে ভুলের জেরে পরীক্ষায় বসতে দেওয়া হল না

সামশেরগঞ্জ, 4 জুন: অ্যাডমিট কার্ডে লেখা রয়েছে পুরুষ ৷ কিন্তু আসলে তিনি মহিলা পরীক্ষার্থী ৷ এই বিভ্রান্তির জেরে কলকাতা পুলিশের কনস্টেবল পদের লিখিত পরীক্ষায় বসতে পারলেন না টুম্পা মার্জিত নামে এক যুবতী । ঘটনাটি ঘটেছে সামশেরগঞ্জে । অ্যাডমিটে এই ভুলে কনস্টেবল পদের পরীক্ষায় বসতে না পেরে কান্নায় ভেঙে পড়েন ওই ছাত্রী । তাঁর দাবি, তাঁকে পরীক্ষায় বসতে দেওয়া হোক । কিন্তু তা আর হল না ৷ ভুলের খেসারত দিতে হল টুম্পাকে ।

প্রসঙ্গত, রবিবার কলকাতা পুলিশের কনস্টেবল পদের লিখিত পরীক্ষা ছিল । সঠিক সময়েই খড়গ্রামের ঝিল্লি পঞ্চায়েত থেকে সামশেরগঞ্জের পরীক্ষা কেন্দ্রে পৌঁছেছিলেন টুম্পা মার্জিত । সমস্ত পরিচয় পত্র পরীক্ষার পর পরীক্ষকের নজরে আসে অ্যাডমিট কার্ডে উল্লেখ রয়েছে মেল ক্যানডিডেট । আর সেই গলদই হয়ে দাঁড়াল পরীক্ষার ক্ষেত্রে বাধা । সমস্ত তথ্য ঠিক থাকলেও এই সামান্য ভুলে কলকাতা পুলিশের কনস্টেবল পদে পরীক্ষায় বসতে পারলেন না ওই ছাত্রী ।

রবিবার মুর্শিদাবাদের সামশেরগঞ্জ থানা এলাকার পঞ্চগ্রাম আইএসএ হাইস্কুলের পরীক্ষা দিতে এসে ছিলেন টুম্পা ৷ ওই ভুলের কারণে পরীক্ষা কেন্দ্রে ঢুকতেই দেওয়া হল না ছাত্রীকে । ফলে সুদূর খড়গ্রামের ঝিল্লি অঞ্চল থেকে সামশেরগঞ্জে পরীক্ষা দিতে এসেও পরীক্ষা দিতে না পেরে স্কুলের দরজায় দাঁড়িয়ে কান্নায় চোখ ভিজল টুম্পা মার্জিতের । স্কুলের ভেনু ইনচার্জ থেকে শুরু করে প্রশাসনিক কর্তাদের জানিয়েছেন তিনি ৷ তার পরেও পরীক্ষা কেন্দ্রে ঢুকতে দেওয়া হল না ওই পরীক্ষার্থীকে ।

আরও পড়ুন: ফোর্থ সাবজেক্ট নিয়ে বিভ্রান্তির জেরে পরীক্ষায় বসতে বাধা উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীকে

ভুল কার? উঠেছে এমনই প্রশ্ন । অনলাইনে কলকাতা পুলিশের কনস্টেবল পদে ফর্ম ফিলাপ করেছিলেন টুম্পা মার্জিত । তাঁর দাবি, তখনই হয়ত ফিমেলের জায়গায় মেল লেখা হয়েছিল । কিন্তু সে সময় ব্যাপারটি নজরে আসেনি তাঁর । টুম্পা বলেন, "পরীক্ষা কেন্দ্রে ঢুকতে গেলে আমাকে বাধা দেওয়া হয় । বারবার অনুরোধেও কাজ হয়নি ।"

অ্যাডমিট কার্ডে ভুলের জেরে পরীক্ষায় বসতে দেওয়া হল না

সামশেরগঞ্জ, 4 জুন: অ্যাডমিট কার্ডে লেখা রয়েছে পুরুষ ৷ কিন্তু আসলে তিনি মহিলা পরীক্ষার্থী ৷ এই বিভ্রান্তির জেরে কলকাতা পুলিশের কনস্টেবল পদের লিখিত পরীক্ষায় বসতে পারলেন না টুম্পা মার্জিত নামে এক যুবতী । ঘটনাটি ঘটেছে সামশেরগঞ্জে । অ্যাডমিটে এই ভুলে কনস্টেবল পদের পরীক্ষায় বসতে না পেরে কান্নায় ভেঙে পড়েন ওই ছাত্রী । তাঁর দাবি, তাঁকে পরীক্ষায় বসতে দেওয়া হোক । কিন্তু তা আর হল না ৷ ভুলের খেসারত দিতে হল টুম্পাকে ।

প্রসঙ্গত, রবিবার কলকাতা পুলিশের কনস্টেবল পদের লিখিত পরীক্ষা ছিল । সঠিক সময়েই খড়গ্রামের ঝিল্লি পঞ্চায়েত থেকে সামশেরগঞ্জের পরীক্ষা কেন্দ্রে পৌঁছেছিলেন টুম্পা মার্জিত । সমস্ত পরিচয় পত্র পরীক্ষার পর পরীক্ষকের নজরে আসে অ্যাডমিট কার্ডে উল্লেখ রয়েছে মেল ক্যানডিডেট । আর সেই গলদই হয়ে দাঁড়াল পরীক্ষার ক্ষেত্রে বাধা । সমস্ত তথ্য ঠিক থাকলেও এই সামান্য ভুলে কলকাতা পুলিশের কনস্টেবল পদে পরীক্ষায় বসতে পারলেন না ওই ছাত্রী ।

রবিবার মুর্শিদাবাদের সামশেরগঞ্জ থানা এলাকার পঞ্চগ্রাম আইএসএ হাইস্কুলের পরীক্ষা দিতে এসে ছিলেন টুম্পা ৷ ওই ভুলের কারণে পরীক্ষা কেন্দ্রে ঢুকতেই দেওয়া হল না ছাত্রীকে । ফলে সুদূর খড়গ্রামের ঝিল্লি অঞ্চল থেকে সামশেরগঞ্জে পরীক্ষা দিতে এসেও পরীক্ষা দিতে না পেরে স্কুলের দরজায় দাঁড়িয়ে কান্নায় চোখ ভিজল টুম্পা মার্জিতের । স্কুলের ভেনু ইনচার্জ থেকে শুরু করে প্রশাসনিক কর্তাদের জানিয়েছেন তিনি ৷ তার পরেও পরীক্ষা কেন্দ্রে ঢুকতে দেওয়া হল না ওই পরীক্ষার্থীকে ।

আরও পড়ুন: ফোর্থ সাবজেক্ট নিয়ে বিভ্রান্তির জেরে পরীক্ষায় বসতে বাধা উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীকে

ভুল কার? উঠেছে এমনই প্রশ্ন । অনলাইনে কলকাতা পুলিশের কনস্টেবল পদে ফর্ম ফিলাপ করেছিলেন টুম্পা মার্জিত । তাঁর দাবি, তখনই হয়ত ফিমেলের জায়গায় মেল লেখা হয়েছিল । কিন্তু সে সময় ব্যাপারটি নজরে আসেনি তাঁর । টুম্পা বলেন, "পরীক্ষা কেন্দ্রে ঢুকতে গেলে আমাকে বাধা দেওয়া হয় । বারবার অনুরোধেও কাজ হয়নি ।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.