রঘুনাথগঞ্জ, 27 এপ্রিল: বুধবার রাতে রঘুনাথগঞ্জের মিঞাপুরের অন্তর্গত জয়রামপুরের তাঁতিপাড়ায় হানা দেয় সিআইডি। সেখান থেকেই উদ্ধার করা হয় এনামুল হকের ভাগ্নের রাইস মিল থেকে চুরি যাওয়া প্রচুর পরিমাণ চাল। মুর্শিদাবাদের নবগ্রামের পলসণ্ডা এলাকায় এনামুলের ভাগ্নে পিন্টুর জেএইচেম রাইস মিল রয়েছে। গরু পাচারের টাকায় ফুলেফেঁপে উঠেছিল এনামুল ও তাঁর ভাগ্নে পিন্টু। তদন্তে নেমে সিআইডি রাইস মিলটি সিল করে দিয়েছিল। সেই সিল করা রাইসমিল থেকেই চুরি যায় বস্তা বস্তা চাল। দুবাইয়ে বসে পিন্টু রাইস মিলের যন্ত্রাংশ ও চাল বিক্রি করে বলে অভিযোগ।
সিআইডি সূত্রে খবর, পলসণ্ডার রাইস মিলে পিন্টুর দেড় কোটি টাকার চাল মজুত ছিল। মজুত চাল-সহ মিলটি সিল করা হয়েছিল। পিন্টু ও এনামুলের সমস্ত ব্যাংক অ্যাকাউন্ট বন্ধ রয়েছে। দুবাইয়ে বসেই চাল চুরির ব্লুপ্রিন্ট তৈরি করে লোক দিয়ে সেই চাল সরানো হয়েছিল বলে সিআইডি সূত্রে খবর। সিআইডির দাবি, ব্যাংক অ্যাকাউন্ট বন্ধ হওয়ায় কর্মীদের বেতন দিতে সমস্যা হচ্ছিল। সেই কারণেই সিল করা রাইস মিলের চাল গোপনে সরানো হয়েছিল। খবর পেয়ে বুধবার জঙ্গিপুরের মিঞাপুর থেকে সেই চালের একাংশ উদ্ধার করল সিআইডি।
আরও পড়ুন: গরুপাচার কাণ্ডে সংযুক্ত আরব আমিরশাহির যোগ মিলল সিআইডি তদন্তে
মিঞাপুরের একটি পরিত্যক্ত বাড়ি থেকে প্রায় কোটি টাকার চাল উদ্ধার করেন সিআইডি আধিকারিকরা। কীভাবে এত চাল সরানো হল তার তদন্ত শুরু করেছে সিআইডি। পাশাপাশি এই চক্রের সঙ্গে আর কারা যুক্ত তারও হদিশ পেতে মরিয়া হয়ে উঠেছে সিআইডি। রাইস মিলে সিআইডি ছাপ্পা মারার পর থেকেই বেপাত্তা এনামুলের ভাগ্নে তথা ব্যবসায়িক পার্টনার পিন্টু। বেশ কিছুদিন বাংলাদেশে বাস করার পর আপাতত দুবাইয়ে রয়েছে পিন্টু। এমনটাই খবর সিআইডি সূত্রে ৷ চাল চুরি চক্রের সন্ধান মিলতেই বড়সড় পর্দা ফাঁস হতে পারে বলেই অনুমান করা হচ্ছে । উল্লেখ্য, গত 21 এপ্রিল রাতে চাল চুরি নিয়ে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে ৷ এই তদন্তভার যায় সিআইডির কাছে ৷ তদন্তে নেমে গতকাল রাতে চাল চুরির ঘটনায় সাফল্য মেলে ইডি'র ৷