ETV Bharat / state

Sagardighi By-Election: সাগরদিঘি উপনির্বাচনে তৃণমূলের প্রার্থী হতে পারেন প্রণব পুত্র অভিজিৎ, জল্পনা তুঙ্গে - Abhijit Mukherjee Name As TMC Candidate

সাগরদিঘি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে (Sagardighi By-Election) তৃণমূলের প্রার্থী কে হবেন ? এই নিয়ে জল্পনা শুরু হয়েছে মুখ্যমন্ত্রীর জেলা সফরের পর ৷ সেই মঞ্চে প্রয়াত মন্ত্রী সুব্রত সাহার স্ত্রী এবং পুত্র ছিলেন ৷ একই সঙ্গে ছিলেন প্র‍য়াত প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের পুত্র ৷ যিনি 2021 সালে জুলাই মাসে তৃণমূলে যোগ দিয়েছিলেন ৷

Sagardighi By-Election ETV BHARAT
Sagardighi By-Election
author img

By

Published : Jan 18, 2023, 11:16 AM IST

Updated : Jan 18, 2023, 11:33 AM IST

সাগরদিঘি (মুর্শিদাবাদ), 18 জানুয়ারি: সাগরদিঘি বিধানসভার উপনির্বাচনে ঘাসফুল প্রতীকে লড়তে পারেন প্র‍য়াত প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের ছেলে অভিজিৎ মুখোপাধ্যায় (Speculation Over Abhijit Mukherjee Name As TMC Candidate) ৷ 16 জানুয়ারি সাগরদিঘির ধুমারপাহাড়ে মুখ্যমন্ত্রীর প্রশাসনিক সভামঞ্চে অভিজিৎ মুখোপাধ্যায়ের উপস্থিতি সেই জল্পনা উস্কে দিচ্ছে ৷ বক্তব্য রাখতে উঠে মুখ্যমন্ত্রী অভিজিৎ মুখোপাধ্যায়ের নাম নেন ৷ সেই সময় তিনি নিজের আসন ছেড়ে হাতজোড় করে উঠে দাঁড়ান ৷ এই ঘটনার পর মুর্শিদাবাদের রাজনৈতিক মহলে জল্পনা প্রয়াত প্রাক্তন রাষ্ট্রপতির ছেলেকে তৃণমূল আসন্ন বিধানসভা উপনির্বাচনে প্রার্থী করতে পারেন ৷

তবে অভিজিতের সভায় উপস্থিতি নিয়ে প্রশ্ন তুলেছে বিরোধী শিবির। তাঁদের প্রশ্ন, কোনও প্রশাসনিক পদে না থেকে কীভাবে প্রশাসনিক সভায় উপস্থিত ছিলেন অভিজিৎ মুখোপাধ্যায় ? ওই মঞ্চে প্রয়াত মন্ত্রী সুব্রত সাহার স্ত্রী নমিতা সাহা এবং ছেলে সপ্তর্ষি সাহা উপস্থিত ছিলেন ৷ উপনির্বাচনে তৃণমূল প্রার্থী হিসেবে নমিতা সাহার নামও উঠে আসছে ৷ তবে, প্রাক্তন সাংসদ অভিজিৎ মুখোপাধ্যায় প্রশাসনিক সভায় উপস্থিত থাকায়, সাগরদিঘির প্রার্থী হিসেবে তাঁর নাম নিয়ে জল্পনা তুঙ্গে ৷

প্রবণ মুখোপাধ্যায় 2012 সালে রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন ৷ এরপর জঙ্গিপুরের লোকসভা আসনে কংগ্রেস প্রার্থী হিসেবে উপনির্বাচনে লড়েন প্রণব পুত্র অভিজিৎ ৷ উপনির্বাচনে জিতে জঙ্গিপুর থেকে দু’বছরের জন্য সাংসদ হন ৷ এরপর 2014 লোকসভায় ফের কংগ্রেসের টিকিটে জঙ্গিপুর লোকসভা থেকে পূর্ণ সময়ের সাংসদ নির্বাচিত হন অভিজিৎ মুখোপাধ্যায় ৷ কিন্তু, 2019 লোকসভা নির্বাচনে তৃণমূলের খলিলুর রহমানের কাছে পরাজিত হন তিনি ৷

2021’র বিধানসভা নির্বাচনে তৃণমূল একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে তৃতীয়বারের জন্য ক্ষমতায় আসে ৷ তাঁর 2 মাস পর অভিজিৎ মুখোপাধ্যায় তৃণমূলে যোগ দেন ৷ তৎকালীন তৃণমূল মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় এবং তৃণমূলের লোকসভার নেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে ঘাসফুল শিবিরে যোগ দেন প্রণব পুত্র ৷ সেই থেকে তৃণমূলের সাধারণ এক কর্মী হিসেবেই রয়েছে তিনি ৷ তাঁকে কোনও পদ বা নির্বাচনে দাঁড় করাননি মমতা বন্দ্যোপাধ্যায় ৷

আরও পড়ুন: আগামী 2-3 বছরে মুর্শিদাবাদের ভোলবদলে দেওয়ার প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর

এখন মুর্শিদাবাদ জেলার সাগরদিঘি বিধানসভা কেন্দ্রটি সুব্রত সাহার মৃত্যুর পর বিধায়ক শূন্য রয়েছে ৷ এই পরিস্থিতিতে মুখ্যমন্ত্রীর সাগরদিঘির সভায় তাঁর উপস্থিত থাকা এবং মঞ্চে তাঁর নাম উল্লেখ করা, দু’টো বিষয়ের তাৎপর্য রয়েছে বলেই মনে করছেন রাজ্য রাজনৈতিক মহল ৷ স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, তাহলে কি এবার অভিজিৎ মুখোপাধ্য়ায়কে সাগরদিঘি থেকে প্রার্থী করে বিধানসভায় নিয়ে যেতে চাইছেন মমতা ৷

প্রয়াত সুব্রত সাহার স্ত্রী নমিতা সাহার নামও প্রার্থী হিসেবে উঠে আসছে ৷ তবে স্থানীয় রাজনৈতিক মহলের একাংশ মনে করেন নমিতা সাহার প্রার্থীপদ পাওয়ার ক্ষেত্রে বাধা হতে পারেন সাগরদিঘি ব্লকের তৃণমূল সভাপতি দেবাশিস বন্দ্যোপাধ্যায় ৷ যিনি মুখ্যমন্ত্রীর নিকট আত্মীয়ও বটে ৷ 2016 সালে তিনি সুব্রত সাহার বিরুদ্ধে নির্দল প্রতীকে লড়েছিলেন ৷ আর 2021 সালের নির্বাচনে গেরুয়া শিবিরের হয়ে প্রচার চালিয়েছিলেন ৷ পরে আবার ফিরে আসেন তৃণমূলে । ফলে ব্লক সভাপতির সঙ্গে প্রয়াত মন্ত্রীর যে তিক্ত সম্পর্ক ছিল, তা নমিতা সাহার প্রার্থী পদে বাধা হতে পারে ৷ তবে, পুরোটাই নির্ভর করছে তৃণমূল সুপ্রিমোর সিদ্ধান্তের উপরে ৷

আরও পড়ুন: জঙ্গিপুরে মেডিক্যাল কলেজ তৈরিতে অরিজিতের প্রস্তাবে সাহায্যের প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর

সাগরদিঘি (মুর্শিদাবাদ), 18 জানুয়ারি: সাগরদিঘি বিধানসভার উপনির্বাচনে ঘাসফুল প্রতীকে লড়তে পারেন প্র‍য়াত প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের ছেলে অভিজিৎ মুখোপাধ্যায় (Speculation Over Abhijit Mukherjee Name As TMC Candidate) ৷ 16 জানুয়ারি সাগরদিঘির ধুমারপাহাড়ে মুখ্যমন্ত্রীর প্রশাসনিক সভামঞ্চে অভিজিৎ মুখোপাধ্যায়ের উপস্থিতি সেই জল্পনা উস্কে দিচ্ছে ৷ বক্তব্য রাখতে উঠে মুখ্যমন্ত্রী অভিজিৎ মুখোপাধ্যায়ের নাম নেন ৷ সেই সময় তিনি নিজের আসন ছেড়ে হাতজোড় করে উঠে দাঁড়ান ৷ এই ঘটনার পর মুর্শিদাবাদের রাজনৈতিক মহলে জল্পনা প্রয়াত প্রাক্তন রাষ্ট্রপতির ছেলেকে তৃণমূল আসন্ন বিধানসভা উপনির্বাচনে প্রার্থী করতে পারেন ৷

তবে অভিজিতের সভায় উপস্থিতি নিয়ে প্রশ্ন তুলেছে বিরোধী শিবির। তাঁদের প্রশ্ন, কোনও প্রশাসনিক পদে না থেকে কীভাবে প্রশাসনিক সভায় উপস্থিত ছিলেন অভিজিৎ মুখোপাধ্যায় ? ওই মঞ্চে প্রয়াত মন্ত্রী সুব্রত সাহার স্ত্রী নমিতা সাহা এবং ছেলে সপ্তর্ষি সাহা উপস্থিত ছিলেন ৷ উপনির্বাচনে তৃণমূল প্রার্থী হিসেবে নমিতা সাহার নামও উঠে আসছে ৷ তবে, প্রাক্তন সাংসদ অভিজিৎ মুখোপাধ্যায় প্রশাসনিক সভায় উপস্থিত থাকায়, সাগরদিঘির প্রার্থী হিসেবে তাঁর নাম নিয়ে জল্পনা তুঙ্গে ৷

প্রবণ মুখোপাধ্যায় 2012 সালে রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন ৷ এরপর জঙ্গিপুরের লোকসভা আসনে কংগ্রেস প্রার্থী হিসেবে উপনির্বাচনে লড়েন প্রণব পুত্র অভিজিৎ ৷ উপনির্বাচনে জিতে জঙ্গিপুর থেকে দু’বছরের জন্য সাংসদ হন ৷ এরপর 2014 লোকসভায় ফের কংগ্রেসের টিকিটে জঙ্গিপুর লোকসভা থেকে পূর্ণ সময়ের সাংসদ নির্বাচিত হন অভিজিৎ মুখোপাধ্যায় ৷ কিন্তু, 2019 লোকসভা নির্বাচনে তৃণমূলের খলিলুর রহমানের কাছে পরাজিত হন তিনি ৷

2021’র বিধানসভা নির্বাচনে তৃণমূল একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে তৃতীয়বারের জন্য ক্ষমতায় আসে ৷ তাঁর 2 মাস পর অভিজিৎ মুখোপাধ্যায় তৃণমূলে যোগ দেন ৷ তৎকালীন তৃণমূল মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় এবং তৃণমূলের লোকসভার নেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে ঘাসফুল শিবিরে যোগ দেন প্রণব পুত্র ৷ সেই থেকে তৃণমূলের সাধারণ এক কর্মী হিসেবেই রয়েছে তিনি ৷ তাঁকে কোনও পদ বা নির্বাচনে দাঁড় করাননি মমতা বন্দ্যোপাধ্যায় ৷

আরও পড়ুন: আগামী 2-3 বছরে মুর্শিদাবাদের ভোলবদলে দেওয়ার প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর

এখন মুর্শিদাবাদ জেলার সাগরদিঘি বিধানসভা কেন্দ্রটি সুব্রত সাহার মৃত্যুর পর বিধায়ক শূন্য রয়েছে ৷ এই পরিস্থিতিতে মুখ্যমন্ত্রীর সাগরদিঘির সভায় তাঁর উপস্থিত থাকা এবং মঞ্চে তাঁর নাম উল্লেখ করা, দু’টো বিষয়ের তাৎপর্য রয়েছে বলেই মনে করছেন রাজ্য রাজনৈতিক মহল ৷ স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, তাহলে কি এবার অভিজিৎ মুখোপাধ্য়ায়কে সাগরদিঘি থেকে প্রার্থী করে বিধানসভায় নিয়ে যেতে চাইছেন মমতা ৷

প্রয়াত সুব্রত সাহার স্ত্রী নমিতা সাহার নামও প্রার্থী হিসেবে উঠে আসছে ৷ তবে স্থানীয় রাজনৈতিক মহলের একাংশ মনে করেন নমিতা সাহার প্রার্থীপদ পাওয়ার ক্ষেত্রে বাধা হতে পারেন সাগরদিঘি ব্লকের তৃণমূল সভাপতি দেবাশিস বন্দ্যোপাধ্যায় ৷ যিনি মুখ্যমন্ত্রীর নিকট আত্মীয়ও বটে ৷ 2016 সালে তিনি সুব্রত সাহার বিরুদ্ধে নির্দল প্রতীকে লড়েছিলেন ৷ আর 2021 সালের নির্বাচনে গেরুয়া শিবিরের হয়ে প্রচার চালিয়েছিলেন ৷ পরে আবার ফিরে আসেন তৃণমূলে । ফলে ব্লক সভাপতির সঙ্গে প্রয়াত মন্ত্রীর যে তিক্ত সম্পর্ক ছিল, তা নমিতা সাহার প্রার্থী পদে বাধা হতে পারে ৷ তবে, পুরোটাই নির্ভর করছে তৃণমূল সুপ্রিমোর সিদ্ধান্তের উপরে ৷

আরও পড়ুন: জঙ্গিপুরে মেডিক্যাল কলেজ তৈরিতে অরিজিতের প্রস্তাবে সাহায্যের প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর

Last Updated : Jan 18, 2023, 11:33 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.