ETV Bharat / state

পৌরসভার চেয়ারম্যান পদ থেকে অপসারিত সৌমিক হোসেন - municipality

ডোমকল পৌরসভার চেয়ারম্যান পদ থেকে অপসারিত হলেন সৌমিক হোসেন ৷ আপাতত দায়িত্বে ভাইস চেয়ারম্যান প্রদীপ চাকি ৷

সৌমিক হোসেন
author img

By

Published : Jul 25, 2019, 4:07 PM IST

ডোমকল, 25 জুলাই : দীর্ঘ দড়ি টানাটানির পর অবশেষে ডোমকল পৌরসভার চেয়ারম্যান পদ খোয়াতে হল সৌমিক হোসেনকে । ভাইস চেয়ারম্যানের ডাকা তলবি সভায় এদিন ভোটাভুটিতে গড়হাজির ছিলেন সৌমিক হোসেন । ১৫-০ ভোটের ব্যবধানে সৌমিক বিরোধী তৃণমূল সদস্যরা জয়ী হন । আপাতত ভাইস চেয়ারম্যান প্রদীপ চাকিকে চেয়ারম্যানের দায়িত্ব দেওয়া হয়েছে । পরে সর্বসম্মতিক্রমে ও দলীয় সিদ্ধান্তে চেয়ারম্যান ঠিক করা হবে বলেই জানানো হয়েছে।

বিস্তারিত আসছে..............

ডোমকল, 25 জুলাই : দীর্ঘ দড়ি টানাটানির পর অবশেষে ডোমকল পৌরসভার চেয়ারম্যান পদ খোয়াতে হল সৌমিক হোসেনকে । ভাইস চেয়ারম্যানের ডাকা তলবি সভায় এদিন ভোটাভুটিতে গড়হাজির ছিলেন সৌমিক হোসেন । ১৫-০ ভোটের ব্যবধানে সৌমিক বিরোধী তৃণমূল সদস্যরা জয়ী হন । আপাতত ভাইস চেয়ারম্যান প্রদীপ চাকিকে চেয়ারম্যানের দায়িত্ব দেওয়া হয়েছে । পরে সর্বসম্মতিক্রমে ও দলীয় সিদ্ধান্তে চেয়ারম্যান ঠিক করা হবে বলেই জানানো হয়েছে।

বিস্তারিত আসছে..............

Intro:পদ থেকে অপসারন করা হল ডোমকল পুরসভার চেয়ারম্যান সৌমিক হোসেনকে। Body:ডোমকল - দীর্ঘ দড়ি টানাটানির পর অবশেষে ডোমকল পুরসভার চেয়ারম্যান পদ খোয়াতে হল যুব তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক সৌমিক হোসেনকে। ভাইস চেয়ারম্যানের ডাকা তলবি সভায় এফিন ভোটাভুটিতে গড় হাজির ছিলেন সৌমিক হোসেন। ১৫-০ ভোটের ব্যবধানে সৌমিক বিরোধী তৃণমূল সদস্যরা জয়ী হন। আপাতত ভাইস চেয়ারম্যান প্রদীপ চাকিকে চেয়ারম্যানের দায়িত্ব দেওয়া হয়েছে। পরে সর্বসম্মতিক্রমে ও দলীয় সিদ্ধান্তে চেয়ারম্যান ঠিক করা হবে বলেই জানানো হয়েছে।
২১ আসনের ডোমকল পুরসভা বিরোধী শূন্য তৃণমূলের দখলে রয়েছে। ১ জুলাই আর্থীক দুর্নীতি, এক নায়কতন্ত্রের অভিযোগ তুলে সৌমিক হোসেনের বিরুদ্ধে অনাস্থা আনে দলীয় ১৩ জন কাউন্সিলার। পরে আরও দুই কাউন্সিলার অনাস্থা প্রস্তাবে সই করে সমর্থন জানান। তারপর থেকেই চলছিল দড়ি টানাটানি। নির্দিষ্ট সময়ে আস্থা ভোটেও যেতে পারেননি সৌমিক হোসেন। ২১ জন কাউন্সিলারকে ডেকে কলকাতায় বৈঠক করেন শুভেন্দু আধিকারী। সেই বৈঠকেই সৌমিক হোসেনকে পদত্যাগের ইঙ্গিত দেওয়া হয়। সূত্রের খবর সৌমিক হোসেন অভিষেক ব্যানার্জীর হাত ধরেই পদ আগলে রাখতে চেয়েছিলেন। কিন্তু বাস্তবে তা হয়ন। সৌমিক হোসেন বলেন, দল আমাকে পদত্যাগ করতে বললে আগেই করতাম। কিন্তু তা বলা হয়নি। যারা দলবিরোধী তাদেরকেই নেতৃত্ব সমর্থন করছেন।
সৌমিক হোসেন আস্থা ভোটে না যাওয়ায় এদিন তলবি সভা ডাকেন প্রদীপ চাকি। ভোটাভুটিতে গড় হাজির ছিলেন সৌমিক সহ ছজন কাউন্সিলার। ভোটে জিতেই সৌমিক হোসেনকে অপসারণ করা হয়। দায়িত্ব নেন ভাইসচেয়ারম্যান প্রদীপ চাকি। নাক কাটা যাবে এই লজ্জাতেই সৌমিক ভোটাভিটিতে গড়হাজির ছিলেন বলেই গুঞ্জন উঠেছে।Conclusion:ঘটনার জেরে ডোমকল পুরসভায় তৃণমূলের অর্ন্তদ্বন্দ্ব সামনে এল।

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.