ETV Bharat / state

Arijit Singh : মুর্শিদাবাদ মেডিক্যালে ফের অত্যাধুনিক যন্ত্র প্রদান অরিজিৎ সিংয়ের

গত মে মাসে মায়ের মৃত্যুর পর মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজে পাঁচটি হাই ফ্লো নাসাল অক্সিজেন মেশিন (high flow nasal oxygen) প্রদান করেছিলেন সঙ্গীতশিল্পী অরিজিৎ সিং ৷ এবার আরও পাঁচটি দিলেন ৷ এতে করোনার চিকিৎসায় বিশেষ সুবিধা হবে বলে জানান চিকিৎসকরা ৷

মুর্শিদাবাদ মেডিক্যালে করোনার চিকিৎসায় ফের অত্যাধুনিক যন্ত্র প্রদান অরিজিৎ সিংয়ের ৷
মুর্শিদাবাদ মেডিক্যালে করোনার চিকিৎসায় ফের অত্যাধুনিক যন্ত্র প্রদান অরিজিৎ সিংয়ের ৷
author img

By

Published : Jun 15, 2021, 10:37 AM IST

Updated : Jun 15, 2021, 11:03 AM IST

বহরমপুর, 15 জুন : মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজে আরও পাঁচটি হাই ফ্লো নাসাল অক্সিজেন মেশিন (high flow nasal oxygen) প্রদান করলেন সঙ্গীতশিল্পী অরিজিৎ সিং ৷ এর আগেও এখানে মায়ের স্মৃতিতে এইচএফএনও মেশিন দিয়েছেন অরিজিৎ ৷ এবারে আবার শুধু এইচএফএনও মেশিন নয়, তার সঙ্গে কম্প্রেসার মেশিনও দিয়েছেন তিনি ৷

মে মাসেই মাকে হারিয়েছেন অরিজিৎ ৷ করোনায় আক্রান্ত হয়ে সেরে গেলও হার্ট অ্যাটাকে মারা যান সঙ্গীতশিল্পীর মা ৷ মায়ের মৃত্যু নাড়া দিয়েছে তাঁকে ৷ তারপর থেকেই করোনা আক্রান্তদের পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন মুর্শিদাবাদের জিয়াগঞ্জের এই বিখ্যাত ছেলে ৷ আগেই নিজের স্বেচ্ছাসেবী সংস্থার হাত দিয়ে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজকে এক দফা এইচএফএনও মেশিন প্রদান করেছেন তিনি । এই যন্ত্রের মাধ্যমে রোগীদের অক্সিজেন সরবরাহ বাড়ানো যায় । এবার দ্বিতীয় দফায় আরও পাঁচটি এইচএফএনও মেশিন এবং কম্প্রেসার দিলেন ৷ আধুনিক এই যন্ত্রের মাধ্যমে করোনার চিকিৎসায় বিশেষ সুবিধা হবে বলে জানান চিকিৎসকরা ৷

মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজে ফের করোনার চিকিৎসায় সাহায্য করবে এমন যন্ত্র প্রদান করলেন সঙ্গীতশিল্পী অরিজিৎ সিং ৷

সোমবার অরিজিতের স্বেচ্ছাসেবী সংস্থা ধৃতি ফাউন্ডেশনের পক্ষ থেকে এই পাঁচটি এইচএফএনও মেশিন ও দশটি কম্প্রেসার মেশিন তুলে দেওয়া হল জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক প্রশান্ত বিশ্বাসের হাতে । মুখ্য স্বাস্থ্য আধিকারিকের অফিসে এসে মেশিনগুলি দেওয়া হয় । স্বেচ্ছাসেবী সংস্থার তরফে জানানো হয়েছে, প্রয়োজনে আরও সাহায্য করা হবে হাসপাতালে ৷ এই পর্যন্ত মোট 10টি এইচএফএনও মেশিন ও 10টি কম্প্রেসার মেশিন দেওয়া হল কোভিড আক্রান্তদের চিকিৎসার জন্য ৷ উন্নতমানের এই যন্ত্র পেয়ে খুশি মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষ ।

করোনা আক্রান্ত হয়ে অরিজিতের মা মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজেই ভর্তি ছিলেন । হাসপাতালে অক্সিজেনের দেওয়ার সঠিক ব্যবস্থা না থাকায় অবস্থার অবনতি হলে কলকাতার এক নার্সিংহোমে স্থানান্তরিত করা হয় তাঁকে । মায়ের মৃত্যুর পাঁচ দিনের মধ্যে মুম্বই থেকে পাঁচটি এইচএফএনও মেশিন পাঠিয়ে দেন অরিজিৎ । তখনই প্রতিশ্রুতি দিয়েছিলেন আরও পাঁচটি মেশিন দেওয়ার ।

আরও পড়ুন : হোয়াটস অ্যাপে 'হাই' লিখলেই মিলবে টিকা

বহরমপুর, 15 জুন : মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজে আরও পাঁচটি হাই ফ্লো নাসাল অক্সিজেন মেশিন (high flow nasal oxygen) প্রদান করলেন সঙ্গীতশিল্পী অরিজিৎ সিং ৷ এর আগেও এখানে মায়ের স্মৃতিতে এইচএফএনও মেশিন দিয়েছেন অরিজিৎ ৷ এবারে আবার শুধু এইচএফএনও মেশিন নয়, তার সঙ্গে কম্প্রেসার মেশিনও দিয়েছেন তিনি ৷

মে মাসেই মাকে হারিয়েছেন অরিজিৎ ৷ করোনায় আক্রান্ত হয়ে সেরে গেলও হার্ট অ্যাটাকে মারা যান সঙ্গীতশিল্পীর মা ৷ মায়ের মৃত্যু নাড়া দিয়েছে তাঁকে ৷ তারপর থেকেই করোনা আক্রান্তদের পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন মুর্শিদাবাদের জিয়াগঞ্জের এই বিখ্যাত ছেলে ৷ আগেই নিজের স্বেচ্ছাসেবী সংস্থার হাত দিয়ে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজকে এক দফা এইচএফএনও মেশিন প্রদান করেছেন তিনি । এই যন্ত্রের মাধ্যমে রোগীদের অক্সিজেন সরবরাহ বাড়ানো যায় । এবার দ্বিতীয় দফায় আরও পাঁচটি এইচএফএনও মেশিন এবং কম্প্রেসার দিলেন ৷ আধুনিক এই যন্ত্রের মাধ্যমে করোনার চিকিৎসায় বিশেষ সুবিধা হবে বলে জানান চিকিৎসকরা ৷

মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজে ফের করোনার চিকিৎসায় সাহায্য করবে এমন যন্ত্র প্রদান করলেন সঙ্গীতশিল্পী অরিজিৎ সিং ৷

সোমবার অরিজিতের স্বেচ্ছাসেবী সংস্থা ধৃতি ফাউন্ডেশনের পক্ষ থেকে এই পাঁচটি এইচএফএনও মেশিন ও দশটি কম্প্রেসার মেশিন তুলে দেওয়া হল জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক প্রশান্ত বিশ্বাসের হাতে । মুখ্য স্বাস্থ্য আধিকারিকের অফিসে এসে মেশিনগুলি দেওয়া হয় । স্বেচ্ছাসেবী সংস্থার তরফে জানানো হয়েছে, প্রয়োজনে আরও সাহায্য করা হবে হাসপাতালে ৷ এই পর্যন্ত মোট 10টি এইচএফএনও মেশিন ও 10টি কম্প্রেসার মেশিন দেওয়া হল কোভিড আক্রান্তদের চিকিৎসার জন্য ৷ উন্নতমানের এই যন্ত্র পেয়ে খুশি মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষ ।

করোনা আক্রান্ত হয়ে অরিজিতের মা মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজেই ভর্তি ছিলেন । হাসপাতালে অক্সিজেনের দেওয়ার সঠিক ব্যবস্থা না থাকায় অবস্থার অবনতি হলে কলকাতার এক নার্সিংহোমে স্থানান্তরিত করা হয় তাঁকে । মায়ের মৃত্যুর পাঁচ দিনের মধ্যে মুম্বই থেকে পাঁচটি এইচএফএনও মেশিন পাঠিয়ে দেন অরিজিৎ । তখনই প্রতিশ্রুতি দিয়েছিলেন আরও পাঁচটি মেশিন দেওয়ার ।

আরও পড়ুন : হোয়াটস অ্যাপে 'হাই' লিখলেই মিলবে টিকা

Last Updated : Jun 15, 2021, 11:03 AM IST

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.