ETV Bharat / state

শিক্ষকের বিয়ে! তালা ঝুলিয়ে ছুটি ঘোষণা স্কুলে - শিক্ষকের বিয়ে, বন্ধ স্কুল

সহ শিক্ষকের বিয়ে ৷ তাই বন্ধ স্কুল ৷ গেটে ঝুলছে তালা ৷ সারপ্রাইজ় ভিজ়িটে গিয়ে বাইরে থেকে ফিরে আসতে বাধ্য হলেন বিদ্যালয় পরিদর্শক ৷ ঘটনায় শোকজ় করা হয়েছে স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককে ৷

তালা ঝুলিয়ে ছুটি ঘোষণা স্কুলে
author img

By

Published : Jul 30, 2019, 7:13 PM IST

Updated : Jul 30, 2019, 8:22 PM IST

বেলডাঙা, 30 জুলাই : দিনটা মঙ্গলবার । কোনও সরকারি ছুটির দিনও না । কাজেই, রুটিনমাফিক স্কুল পরিদর্শনে এসেছিলেন পরিদর্শক । কিন্তু, স্কুলে সামনে গাড়ি থামতেই তাজ্জব পরিদর্শক স্বয়ং । স্কুলের মূল ফটকে ঝুলছে মস্ত একটা তালা!

কিন্তু কেন?

অনেক হাঁকডাকের পরও কাউকে না পেয়ে সরাসরি ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককেই ফোন করে ফেললেন পরিদর্শক অমৃতা বিশ্বাস । প্রধান শিক্ষক না থাকায় আপাতত দায়িত্ব সামলাচ্ছেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জাকিরুল ইসলাম । কিন্তু, তাঁর উত্তর শুনে রীতিমতো অবাক অমৃতা । জাকিরুল জানালেন, স্কুলের এক শিক্ষকের বিয়ে । আর তাই ছুটি দেওয়া হয়েছে । যদিও আগাম ছুটির বিষয়ে পর্যবেক্ষকের কাছে কোনও অনুমতি চাওয়া হয়নি বলেই খবর ।

আগাম কোনও অনুমতি না নিয়ে এভাবে ছুটি দেওয়া যায় নাকি? পরিদর্শকের প্রশ্ন শুনে আমতা আমতা করে কিছু বলার চেষ্টাও করেছেন প্রধান শিক্ষক । কিন্তু, ততক্ষণে যা হওয়ায় হয়ে গেছে । রাগে গজগজ করতে করতে গাড়িতে উঠে পড়েন পরিদর্শক । এভাবে বিনা নোটিশে ছুটি ঘোষণার কারণ দর্শাতে নির্দেশও দেওয়া হয়েছে । দপ্তর সূত্রে খবর, একদিনের বেতন কাটা হতে পারে সব শিক্ষকদের । বিষয়টি নিয়ে তদন্ত শুরু হয়েছে ।

ছুটি দেওয়া নিয়ে কী বলছে নিয়ম...

যদিও আজকের পরিস্থিতি নিয়ে সাফাই দিতেই পিছপা হননি জাকিরুল ইসলাম । তিনি দাবি, সকালে স্কুল খোলাই ছিল । ক্লাসও হয়েছে । উপস্থিত ছিলেন বেশিরভাগ শিক্ষকই । তবে, পড়ুয়া আর অভিভাবকদের দাবি, কোনও ক্লাস হয়নি । মাস্টারমশাইরা কেবল হাজিরার খাতায় সই করে চলে যান ।

বেলডাঙা, 30 জুলাই : দিনটা মঙ্গলবার । কোনও সরকারি ছুটির দিনও না । কাজেই, রুটিনমাফিক স্কুল পরিদর্শনে এসেছিলেন পরিদর্শক । কিন্তু, স্কুলে সামনে গাড়ি থামতেই তাজ্জব পরিদর্শক স্বয়ং । স্কুলের মূল ফটকে ঝুলছে মস্ত একটা তালা!

কিন্তু কেন?

অনেক হাঁকডাকের পরও কাউকে না পেয়ে সরাসরি ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককেই ফোন করে ফেললেন পরিদর্শক অমৃতা বিশ্বাস । প্রধান শিক্ষক না থাকায় আপাতত দায়িত্ব সামলাচ্ছেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জাকিরুল ইসলাম । কিন্তু, তাঁর উত্তর শুনে রীতিমতো অবাক অমৃতা । জাকিরুল জানালেন, স্কুলের এক শিক্ষকের বিয়ে । আর তাই ছুটি দেওয়া হয়েছে । যদিও আগাম ছুটির বিষয়ে পর্যবেক্ষকের কাছে কোনও অনুমতি চাওয়া হয়নি বলেই খবর ।

আগাম কোনও অনুমতি না নিয়ে এভাবে ছুটি দেওয়া যায় নাকি? পরিদর্শকের প্রশ্ন শুনে আমতা আমতা করে কিছু বলার চেষ্টাও করেছেন প্রধান শিক্ষক । কিন্তু, ততক্ষণে যা হওয়ায় হয়ে গেছে । রাগে গজগজ করতে করতে গাড়িতে উঠে পড়েন পরিদর্শক । এভাবে বিনা নোটিশে ছুটি ঘোষণার কারণ দর্শাতে নির্দেশও দেওয়া হয়েছে । দপ্তর সূত্রে খবর, একদিনের বেতন কাটা হতে পারে সব শিক্ষকদের । বিষয়টি নিয়ে তদন্ত শুরু হয়েছে ।

ছুটি দেওয়া নিয়ে কী বলছে নিয়ম...

যদিও আজকের পরিস্থিতি নিয়ে সাফাই দিতেই পিছপা হননি জাকিরুল ইসলাম । তিনি দাবি, সকালে স্কুল খোলাই ছিল । ক্লাসও হয়েছে । উপস্থিত ছিলেন বেশিরভাগ শিক্ষকই । তবে, পড়ুয়া আর অভিভাবকদের দাবি, কোনও ক্লাস হয়নি । মাস্টারমশাইরা কেবল হাজিরার খাতায় সই করে চলে যান ।

Intro:সারপ্রাইজ ভিজিটে গিয়ে গেটে তালা ঝুলতে দেখে বেজায় চটলেন SI. শোকজ প্রধান শিক্ষক। Body:বেলডাঙা - স্কুলে সারপ্রাইজ ভিজিটে এসে গেটে তালা ঝোলায় ঢুকতে পারলেন বিদ্যালয় পরিদর্শক । বাইরে থেকেই ফিরে যান তিনি। পরে জানা যায় স্কুলের এক শিক্ষকের বিয়ের জন্য বিনা নোটিশেই স্কুলে ছুটি ঘোষনা করা হয়েছে। ঘটনায় বেলডাঙা থানার সারগাছি চক্রের ঝুনকা হাই মাদ্রাসা(উচ্চ মাধ্যমিক) বিদ্যালয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককে শোকজ করলেন বিদ্যালয় পরিদর্শক। SI অমৃতা বিশ্বাস বলেন, আমাকে কোন ইন্টিমেশন না দিয়েই ছুটি দেওয়া হয়েছে। আমি প্রধান শিক্ষককে তলব করে উর্ধতন কর্তৃপক্ষকে জানাচ্ছি। ঘটনায় ব্যাপক ক্ষোভে ফুঁসছেন অভিভাবক মহলে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার ঝুনকা হাই মাদ্রাসায় ছুটি দেওয়া হলেও স্কুল শিক্ষকরা হাজিরা খাতাতে সই করেই সহকর্মীর বিয়েতে যান। আর এদিনই সারপ্রাইজ ভিজিটে স্কুল পরিদর্শনে আসেন SI অমৃতা বিশ্বাস। কিন্তু তিনি এসে দেখেন বিদ্যালয়ের গেটে তালা ঝুলছে। ঢুকতে না পেরে বাইরে থেকেই ফিরে যেতে হয় তাঁকে। তাতেই তিনি বিশাল চটে যান। পরে জানিতে পারেন বিদ্যালয়ের এক শিক্ষকের বিয়ের জন্য ছুটি ঘোষনা করা হয়েছে। যা চূড়ান্ত বেনিয়মের আওতায় পড়ে। শোকজ করা হয় ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জাকিরুল ইসলামকে। জাকুরুল সাহেব বলেন, শিক্ষকের বিয়ের জন্য মর্নিং স্কুল করেই ছুটি দেওয়া হয়েছে। কিন্তু স্কুল পড়ুয়া বা স্থানীয় অভিভাবকদের দাবি ক্লাস হয়নি তবে শিক্ষকরা হাজিরা খাতায় সই করেছেন। ঘটনাকে কেন্দ্র করে বিদ্যালয় কর্তৃপক্ষের চরম গাফিলতিতে উত্তপ্ত এলাকা।Conclusion:স্কুল ছুটি দিয়ে সহ শিক্ষকের বিয়েতে যাওয়ায় ক্ষোভ অভিভাবক মহলে।
Last Updated : Jul 30, 2019, 8:22 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.