ETV Bharat / state

রাধিকাপুর এক্সপ্রেসে দুর্ঘটনার কারণে বাতিল ও রুট বদল বেশ কয়েকটি ট্রেনের

Radhikapur Express Accident: রাধিকাপুর এক্সপ্রেসে দুর্ঘটনার কারণে বাতিল হল কয়েকটি ট্রেন ৷ সেইসঙ্গে রুট বদল হয়েছে বেশ কয়েকটি ট্রেনের ৷ রবিবার মাঝরাতে মুর্শিদাবাদের ফরাক্কায় দুর্ঘটনার কবলে পড়ে রাধিকাপুর এক্সপ্রেস ৷ এখনও জোরকদমে চলছে উদ্ধার কাজ।

বাতিল ও রুট বদল বেশ কয়েকটি ট্রেনের
Radhikapur Express Accident
author img

By ETV Bharat Bangla Team

Published : Dec 4, 2023, 11:56 AM IST

Updated : Dec 4, 2023, 12:37 PM IST

Radhikapur Express Accident

ফরাক্কা, 4 ডিসেম্বর: আপ রাধিকাপুর এক্সপ্রেস (13145) দুর্ঘটনার কবলে পড়ায় উত্তরবঙ্গগামী বেশ কয়েকটি ট্রেন বাতিল করা হয়েছে। রুট বদল করা হয়েছে বেশ কয়েকটি ট্রেনের। আপাতত ডাউন রুটে ট্রেন চলাচল শুরু হলেও আপ রুটে এখনও দাঁড়িয়ে রয়েছে রাধিকাপুর এক্সপ্রেসের ইঞ্জিন। ইঞ্জিন সরানোর কাজ চলছে। অন্যদিকে, আপ রাধিকাপুর এক্সপ্রেসের যাত্রীদের স্পেশাল ট্রেনে নিউ ফরাক্কা স্টেশনে নিয়ে গিয়ে অন্য ট্রেনের মাধ্যমে পাঠানো হয়েছে গন্তব্যস্থলে। বর্তমানে জোরকদমে চলছে উদ্ধার কাজ।

রবিবার রাত 1টা 30 মিনিট নাগাদ ফরাক্কা থানার বল্লালপুরে দুর্ঘটনার কবলে পড়ে আপ রাধিকাপুর এক্সপ্রেস। রেলট্র্যাকে চলে আসে বালি বোঝাই লরি ৷ তা দেখতে পেয়ে ট্রেনচালক এমারজেন্সি ব্রেক কষে গাড়ি থামান। তাতে রাধিকাপুরের ইঞ্জিন লাইনচ্যুত হয়ে আগুন ধরে যায়। আগুন নেভাতে দুর্ঘটনাস্থলে পৌঁছয় দমকলের 3টি ইঞ্জিন ৷ বন্ধ হয়ে যায় আপ-ডাউন দু'টি লাইনেই ট্রেন চলাচল। ডাউন লাইন থেকে বালি বোঝাই ট্রাক সরিয়ে সোমবার সকাল সাড়ে দশটা নাগাদ ওই লাইন ফাঁকা করা হয়।

তবে আপ লাইন থেকে রাধিকাপুর এক্সপ্রেসের ইঞ্জিন এখনও সরানো সম্ভব হয়নি। যদিও যুদ্ধকালীন তৎপরতায় কাজ চলছে। এই পরিস্থিতিতে বেশ কয়েকটি ট্রেন বাতিল করা হয়েছে। রুট বদল করা হয়েছে বেশ কয়েকজোড়া ট্রেনের।

  • বাতিল করা হয়েছে আজিমগঞ্জ জং-সাহেবগঞ্জ এক্সপ্রেস।
  • অন্যদিকে, কলকাতা আগরতলা ও কলকাতা-কাটিহারকে আজিমগঞ্জ জংশন দিয়ে নলহাটি রামপুরহাট গুমানি রুটে ঘুরিয়ে দেওয়া হয়েছে।
  • আপ রাধিকাপুর ও শিয়ালদা-সাহারশা এক্সপ্রেস জঙ্গিপুর রোড স্টেশনে ফিরিয়ে আনা হয়েছে। বিকেলের মধ্যে এই রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়ে যাবে বলেই রেলের আধিকারিকরা জানিয়েছেন।

আরও পড়ুন:

  1. রেললাইনে চলে এল লরি! ফরাক্কায় রাধিকাপুর এক্সপ্রেসের ইঞ্জিনে লাগল আগুন
  2. দুর্ঘটনা থেকে শিক্ষা! নির্বিঘ্নেই সম্পন্ন হল নৈহাটির বড়মার নিরঞ্জন
  3. লরির ধাক্কায় মৃত্যু পিসির, আশঙ্কাজনক ভাইপো! ঘাতক লরি ভাঙচুর করে পথ অবরোধ ক্ষিপ্ত জনতার

Radhikapur Express Accident

ফরাক্কা, 4 ডিসেম্বর: আপ রাধিকাপুর এক্সপ্রেস (13145) দুর্ঘটনার কবলে পড়ায় উত্তরবঙ্গগামী বেশ কয়েকটি ট্রেন বাতিল করা হয়েছে। রুট বদল করা হয়েছে বেশ কয়েকটি ট্রেনের। আপাতত ডাউন রুটে ট্রেন চলাচল শুরু হলেও আপ রুটে এখনও দাঁড়িয়ে রয়েছে রাধিকাপুর এক্সপ্রেসের ইঞ্জিন। ইঞ্জিন সরানোর কাজ চলছে। অন্যদিকে, আপ রাধিকাপুর এক্সপ্রেসের যাত্রীদের স্পেশাল ট্রেনে নিউ ফরাক্কা স্টেশনে নিয়ে গিয়ে অন্য ট্রেনের মাধ্যমে পাঠানো হয়েছে গন্তব্যস্থলে। বর্তমানে জোরকদমে চলছে উদ্ধার কাজ।

রবিবার রাত 1টা 30 মিনিট নাগাদ ফরাক্কা থানার বল্লালপুরে দুর্ঘটনার কবলে পড়ে আপ রাধিকাপুর এক্সপ্রেস। রেলট্র্যাকে চলে আসে বালি বোঝাই লরি ৷ তা দেখতে পেয়ে ট্রেনচালক এমারজেন্সি ব্রেক কষে গাড়ি থামান। তাতে রাধিকাপুরের ইঞ্জিন লাইনচ্যুত হয়ে আগুন ধরে যায়। আগুন নেভাতে দুর্ঘটনাস্থলে পৌঁছয় দমকলের 3টি ইঞ্জিন ৷ বন্ধ হয়ে যায় আপ-ডাউন দু'টি লাইনেই ট্রেন চলাচল। ডাউন লাইন থেকে বালি বোঝাই ট্রাক সরিয়ে সোমবার সকাল সাড়ে দশটা নাগাদ ওই লাইন ফাঁকা করা হয়।

তবে আপ লাইন থেকে রাধিকাপুর এক্সপ্রেসের ইঞ্জিন এখনও সরানো সম্ভব হয়নি। যদিও যুদ্ধকালীন তৎপরতায় কাজ চলছে। এই পরিস্থিতিতে বেশ কয়েকটি ট্রেন বাতিল করা হয়েছে। রুট বদল করা হয়েছে বেশ কয়েকজোড়া ট্রেনের।

  • বাতিল করা হয়েছে আজিমগঞ্জ জং-সাহেবগঞ্জ এক্সপ্রেস।
  • অন্যদিকে, কলকাতা আগরতলা ও কলকাতা-কাটিহারকে আজিমগঞ্জ জংশন দিয়ে নলহাটি রামপুরহাট গুমানি রুটে ঘুরিয়ে দেওয়া হয়েছে।
  • আপ রাধিকাপুর ও শিয়ালদা-সাহারশা এক্সপ্রেস জঙ্গিপুর রোড স্টেশনে ফিরিয়ে আনা হয়েছে। বিকেলের মধ্যে এই রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়ে যাবে বলেই রেলের আধিকারিকরা জানিয়েছেন।

আরও পড়ুন:

  1. রেললাইনে চলে এল লরি! ফরাক্কায় রাধিকাপুর এক্সপ্রেসের ইঞ্জিনে লাগল আগুন
  2. দুর্ঘটনা থেকে শিক্ষা! নির্বিঘ্নেই সম্পন্ন হল নৈহাটির বড়মার নিরঞ্জন
  3. লরির ধাক্কায় মৃত্যু পিসির, আশঙ্কাজনক ভাইপো! ঘাতক লরি ভাঙচুর করে পথ অবরোধ ক্ষিপ্ত জনতার
Last Updated : Dec 4, 2023, 12:37 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.