বেলডাঙা, 22 জুলাই: একই পরিবারের চারজন বাইকে করে যাচ্ছিলেন চিকিৎসার জন্য। ডাম্পারটি বাইকে ধাক্কা মারলে চারজনই ছিটকে পড়ে যান ৷ চার জনের মধ্যে শিশুটি প্রাণে বেঁচে বাকি তিনজনেরই ঘটনাস্থলে মৃত্যু হয় ৷ শুক্রবার দুপুরে দুর্ঘটনাটি ঘটেছে 34 নম্বর জাতীয় সড়কে বেলডাঙা থানার পেট্রল পাম্প মোড়ে (Several People Died in Road Accident)।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতদের নাম আসলান শেখ (28), মনিকা বিবি (24) ও জরিনা বিবি (32)। আসলান ও মনিকার বাড়ি সালার থানার মালিহাটিতে। জরিনা বিবি বেলডাঙার বাসিন্দা। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আসলাম শেখ স্ত্রী মনিকা ও মেয়েকে নিয়ে মনিকার দিদির বাড়ি এসেছিলেন।
আরও পড়ুন: নার্সিংহোমে আগুন ! আতঙ্কে 3 তলা থেকে ঝাঁপ রাঁধুনির, ভয়াবহ ভিডিয়ো ভাইরাল
শুক্রবার সেখান থেকেই মনিকাকে বহরমপুরে নিয়ে যান চিকিৎসার জন্য। চারজনেই বাইকে বেলডাঙা ফিরছিলেন। পেট্রল পাম্প মোড়ে বিপরীত দিক থেকে আসা বেপরোয়া ডাম্পারের ধাক্কায় চারজনেই ছিটকে পড়ে যান। কারোর মাথায় হেলমেট ছিল না। শিশুটি ছিটকে রাস্তার পাশে পড়ে। আশ্চর্যজনকভাবে শিশুটি বেঁচে যায়। বেলডাঙা থানার পুলিশ এসে তিনটি দেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠায়।