ETV Bharat / state

Lalbagh Gas leakage : পাম্প স্টেশনে গ্যাস লিক, অসুস্থ হয়ে হাসপাতালে 19 জন - Several fall sick after Gas leak at Lalbagh PHE Pump Station

পিএইচই পাম্প স্টেশনে গ্যাস লিক ৷ তৎক্ষণাৎ ঝাঁজালো গ্যাসে ছড়িয়ে পড়ে এলাকায় । শ্বাসকষ্ট শুরু হয় এলাকার বাসিন্দাদের ৷ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি 19 জন ৷ এলাকার মানুষকে সরিয়ে আনা হয়েছে পাশের একটি আমবাগানে (Several fall sick after Gas leak at Lalbagh) ।

Lalbagh Gas leakage News
অসুস্থ হয়ে হাসপাতালে 19 জন
author img

By

Published : May 16, 2022, 5:03 PM IST

Updated : May 16, 2022, 6:35 PM IST

লালবাগ, 16 মে : পিএইচই পাম্পের বিষাক্ত গ্যাসে অসুস্থ হয়ে পড়লেন 19 জন । এদিন দুপুরে ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদ পৌরসভার 9 নম্বর ওয়ার্ডে (Several fall sick after Gas leak in Murshidabad) ।

এলাকা খালি করে সাধারণ মানুষকে সরিয়ে আনা হয়েছে পাশের একটি আমবাগানে। ঘটনাস্থলে গিয়েছেন জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি শাওনি সিংহ রায় । আহতদের লালবাগ মহকুমা হাসপাতালে ভর্তি করা হলে দু'জনকে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে ।

সূত্রের খবর, দীর্ঘদিন ধরেই লালবাগের পাম্প স্টেশন খারাপ অবস্থায় পড়েছিল ৷ জানা গিয়েছে, এদিন রেজিস্ট্রি মোড় সংলগ্ন ওই পিএইচই পাম্প স্টেশন ভাঙার কাজ চলছিল । সেই সময়েই পিএইচই-এর গ্যাসের পাইপ লিক করে ।

বিষাক্ত গ্যাসে অসুস্থ হয়ে পড়লেন 19 জন

আরও পড়ুন : ট্যাঙ্কার ফেটে গলগল করে বেরোচ্ছে ধোঁয়া, বর্ধমানে গ্যাস আতঙ্ক

তৎক্ষণাৎ ঝাঁজালো গ্যাসে ছড়িয়ে পড়ে এলাকায় । শ্বাসকষ্ট শুরু হয় এলাকার বাসিন্দাদের ৷ দেহের অক্সিজেন লেভেলও নামতে শুরু করে । তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকা জুড়ে । অসুস্থ হয়ে পড়ায় 19 জনকে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে । পিএইচই পাম্পে থাকা 4 জন-সহ পার্শ্ববর্তী এলাকার আরও 15 জন অসুস্থ হয়ে পড়েন । স্থানীয়রা তাঁদের উদ্ধার করে লালবাগ মহকুমা হাসপাতালে পাঠান ।

লালবাগ, 16 মে : পিএইচই পাম্পের বিষাক্ত গ্যাসে অসুস্থ হয়ে পড়লেন 19 জন । এদিন দুপুরে ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদ পৌরসভার 9 নম্বর ওয়ার্ডে (Several fall sick after Gas leak in Murshidabad) ।

এলাকা খালি করে সাধারণ মানুষকে সরিয়ে আনা হয়েছে পাশের একটি আমবাগানে। ঘটনাস্থলে গিয়েছেন জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি শাওনি সিংহ রায় । আহতদের লালবাগ মহকুমা হাসপাতালে ভর্তি করা হলে দু'জনকে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে ।

সূত্রের খবর, দীর্ঘদিন ধরেই লালবাগের পাম্প স্টেশন খারাপ অবস্থায় পড়েছিল ৷ জানা গিয়েছে, এদিন রেজিস্ট্রি মোড় সংলগ্ন ওই পিএইচই পাম্প স্টেশন ভাঙার কাজ চলছিল । সেই সময়েই পিএইচই-এর গ্যাসের পাইপ লিক করে ।

বিষাক্ত গ্যাসে অসুস্থ হয়ে পড়লেন 19 জন

আরও পড়ুন : ট্যাঙ্কার ফেটে গলগল করে বেরোচ্ছে ধোঁয়া, বর্ধমানে গ্যাস আতঙ্ক

তৎক্ষণাৎ ঝাঁজালো গ্যাসে ছড়িয়ে পড়ে এলাকায় । শ্বাসকষ্ট শুরু হয় এলাকার বাসিন্দাদের ৷ দেহের অক্সিজেন লেভেলও নামতে শুরু করে । তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকা জুড়ে । অসুস্থ হয়ে পড়ায় 19 জনকে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে । পিএইচই পাম্পে থাকা 4 জন-সহ পার্শ্ববর্তী এলাকার আরও 15 জন অসুস্থ হয়ে পড়েন । স্থানীয়রা তাঁদের উদ্ধার করে লালবাগ মহকুমা হাসপাতালে পাঠান ।

Last Updated : May 16, 2022, 6:35 PM IST

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.