ETV Bharat / state

শবদাহ করে ফেরার পথে দুর্ঘটনা! ট্র্যাক্টরের সঙ্গে লরির মুখোমুখি সংঘর্ষে মৃত 3 - tractor collided with lorry in Raghunathganj

Road Accident in Murshidabad: শবদাহ করে ফেরার পথে দুর্ঘটনায় প্রাণ হারালেন তিনজন ৷ জখম আরও 7 ৷ ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জে ৷

ETV Bharat
শ্মশান থেকে ফেরার পথে দুর্ঘটনা
author img

By ETV Bharat Bangla Team

Published : Dec 10, 2023, 6:55 AM IST

মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জের বাড়ালায় পথ দুর্ঘটনা

রঘুনাথগঞ্জ, 10 ডিসেম্বর: শবদাহ করে ফেরার পথে দুর্ঘটনায় কমপক্ষেপ তিনজনের মৃত্যু হয়েছে ৷ গুরুতর জখম হয়েছেন 7 জন ৷ শনিবার রাতে এই ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জ থানার অন্তর্গত বাড়ালা এলাকায়। স্বভাবতই এমন মর্মান্তিক ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে ৷ ঘটনাস্থলে পৌঁছয় রঘুনাথগঞ্জ থানার বিশাল পুলিশ বাহিনী ৷

প্রাথমিক সূত্রের খবর, এদিন শবদাহ শেষে রঘুনাথগঞ্জ শ্মশান থেকে বাড়ি ফিরছিলেন 21 জন ৷ তাঁরা সবাই একটি ট্র্যাক্টরেই ছিলেন ৷ কিন্তু বাড়ি ফেরার পথে নিয়ন্ত্রণ হারিয়ে ওই ট্র্যাক্টরের সঙ্গে একটি লরির মুখোমুখি সংঘর্ষ হয় ৷ ঘটনাস্থলেই মৃত্যু হয় তিনজনের ৷ লরিটি বাজেয়াপ্ত করেছে পুলিশ ৷ ঘাতক লরির চালক ও খালাসি পলাতক ৷

ঘটনার জেরে উমরপুর ও মুরারই রাজ্য সড়ক অবরুদ্ধ হয়ে পড়ে ৷ ঘটনাস্থলে পৌঁছয় রঘুনাথগঞ্জ থানার পুলিশ বাহিনী ৷ পরে জেসিবি মেশিন এনে ওই ট্র্যাক্টর উদ্ধার করা হয় ৷ এক প্রত্যক্ষদর্শী মহম্মদ নাজিবুর রহমান বলেন, "একটা বিকট শব্দ শুনতে পেলাম ৷ দেখলাম পথ দুর্ঘটনা হয়েছে ৷ এসে দেখি তিন জনকে দেখা যাচ্ছে ৷ তাঁদের মধ্যে দু'জন মৃত, তা বোঝাই যাচ্ছে ৷ আরেকজন জীবিত ছিলেন ৷ তিনি জল চাইছিলেন ৷ বলছিলেন 'বাঁচাও, বাঁচাও' ৷"

তিনি আরও জানান, পাঁচজন ট্র্যাক্টরের উপরে অজ্ঞান হয়ে পড়েছিলেন ৷ তাঁদের নামিয়ে একটি গাড়ি ভাড়া করে হাসপাতালে পাঠানো হয় ৷ মহম্মদ নাজিবুর রহমান আরও বলেন "জেসিবি মেশিন আনা হয় ৷ ট্যাঙ্কের তলায় একজন চাপা পড়েছিলেন ৷ তাঁর মুখ নড়ছিল ৷ তাঁদের উদ্ধার করা হয় ৷ দু'জনের অবস্থা আশঙ্কাজনক ৷" এখনও পর্যন্ত তিনজনের মৃত্যুর খবর পাওয়া গেলেও মৃত্যুর সংখ্যা আরও বাড়তে পারে বলেই অনুমান করছেন প্রত্যক্ষদর্শীরা ৷ আহতদের জঙ্গিপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে ৷

আরও পড়ুন:

  1. ভাগীরথীতে পড়ল গাড়ি ! মুর্শিদাবাদে নৌকা পারাপারের সময় নদীতে ডুবে মৃত 3
  2. কালিম্পংয়ে 400 ফুট খাদে পড়ল গাড়ি, মৃত সিকিমের 2 বাসিন্দা
  3. দ্রুত গতিতে আসা ভ্যানের ধাক্কা দাঁড়িয়ে থাকা ট্রাককে, মৃত 8

মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জের বাড়ালায় পথ দুর্ঘটনা

রঘুনাথগঞ্জ, 10 ডিসেম্বর: শবদাহ করে ফেরার পথে দুর্ঘটনায় কমপক্ষেপ তিনজনের মৃত্যু হয়েছে ৷ গুরুতর জখম হয়েছেন 7 জন ৷ শনিবার রাতে এই ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জ থানার অন্তর্গত বাড়ালা এলাকায়। স্বভাবতই এমন মর্মান্তিক ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে ৷ ঘটনাস্থলে পৌঁছয় রঘুনাথগঞ্জ থানার বিশাল পুলিশ বাহিনী ৷

প্রাথমিক সূত্রের খবর, এদিন শবদাহ শেষে রঘুনাথগঞ্জ শ্মশান থেকে বাড়ি ফিরছিলেন 21 জন ৷ তাঁরা সবাই একটি ট্র্যাক্টরেই ছিলেন ৷ কিন্তু বাড়ি ফেরার পথে নিয়ন্ত্রণ হারিয়ে ওই ট্র্যাক্টরের সঙ্গে একটি লরির মুখোমুখি সংঘর্ষ হয় ৷ ঘটনাস্থলেই মৃত্যু হয় তিনজনের ৷ লরিটি বাজেয়াপ্ত করেছে পুলিশ ৷ ঘাতক লরির চালক ও খালাসি পলাতক ৷

ঘটনার জেরে উমরপুর ও মুরারই রাজ্য সড়ক অবরুদ্ধ হয়ে পড়ে ৷ ঘটনাস্থলে পৌঁছয় রঘুনাথগঞ্জ থানার পুলিশ বাহিনী ৷ পরে জেসিবি মেশিন এনে ওই ট্র্যাক্টর উদ্ধার করা হয় ৷ এক প্রত্যক্ষদর্শী মহম্মদ নাজিবুর রহমান বলেন, "একটা বিকট শব্দ শুনতে পেলাম ৷ দেখলাম পথ দুর্ঘটনা হয়েছে ৷ এসে দেখি তিন জনকে দেখা যাচ্ছে ৷ তাঁদের মধ্যে দু'জন মৃত, তা বোঝাই যাচ্ছে ৷ আরেকজন জীবিত ছিলেন ৷ তিনি জল চাইছিলেন ৷ বলছিলেন 'বাঁচাও, বাঁচাও' ৷"

তিনি আরও জানান, পাঁচজন ট্র্যাক্টরের উপরে অজ্ঞান হয়ে পড়েছিলেন ৷ তাঁদের নামিয়ে একটি গাড়ি ভাড়া করে হাসপাতালে পাঠানো হয় ৷ মহম্মদ নাজিবুর রহমান আরও বলেন "জেসিবি মেশিন আনা হয় ৷ ট্যাঙ্কের তলায় একজন চাপা পড়েছিলেন ৷ তাঁর মুখ নড়ছিল ৷ তাঁদের উদ্ধার করা হয় ৷ দু'জনের অবস্থা আশঙ্কাজনক ৷" এখনও পর্যন্ত তিনজনের মৃত্যুর খবর পাওয়া গেলেও মৃত্যুর সংখ্যা আরও বাড়তে পারে বলেই অনুমান করছেন প্রত্যক্ষদর্শীরা ৷ আহতদের জঙ্গিপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে ৷

আরও পড়ুন:

  1. ভাগীরথীতে পড়ল গাড়ি ! মুর্শিদাবাদে নৌকা পারাপারের সময় নদীতে ডুবে মৃত 3
  2. কালিম্পংয়ে 400 ফুট খাদে পড়ল গাড়ি, মৃত সিকিমের 2 বাসিন্দা
  3. দ্রুত গতিতে আসা ভ্যানের ধাক্কা দাঁড়িয়ে থাকা ট্রাককে, মৃত 8
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.