ETV Bharat / state

প্রথমপক্ষের শওহরের সঙ্গে পুনরায় যোগাযোগ, বিবিকে খুনের অভিযোগে গ্রেপ্তার ব্যক্তি - lady teacher murdered in murshidabad

সম্প্রতি প্রথমপক্ষের স্বামীর সঙ্গে ফের যোগাযোগ শুরু হয় পেশায় জুনিয়র মাদ্রাসার শিক্ষিকা মনিরার ৷

শিক্ষিকাকে গুলি করে খুন, গ্রেপ্তার দ্বিতীয় পক্ষের স্বামী
শিক্ষিকাকে গুলি করে খুন, গ্রেপ্তার দ্বিতীয় পক্ষের স্বামী
author img

By

Published : Nov 4, 2020, 4:52 PM IST

মুর্শিদাবাদ, 4 নভেম্বর : প্রথমপক্ষের শওহর, সংসার ছেড়ে প্রেমিকের হাত ধরে বেরিয়ে এসেছিলেন ৷ বেঁধেছিলেন দ্বিতীয় সংসার ৷ সন্দেহের বশে সেই দ্বিতীয় স্বামীর হাতেই খুন হতে হল মাদ্রাসার শিক্ষিকাকে ৷ এমনই অভিযোগ উঠেছে। মৃতের নাম মনিরা বিবি ৷ ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের নবগ্রাম থানার রঘুপুর এলাকার ৷ অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ ৷

প্রথমপক্ষের শওহর এবং ছেলে ও মেয়েকে ছেড়ে বছর তিনেক আগে আখের শেখ নামে এক ব্যক্তির সঙ্গে পালিয়ে যায় মনিরা বিবি ৷ সম্প্রতি প্রথমপক্ষের শওহরের সঙ্গে ফের যোগাযোগ শুরু হয় পেশায় জুনিয়র মাদ্রাসার শিক্ষিকা মনিরার ৷ যা নিয়ে আখের শেখের সঙ্গে বেশ কিছুদিন ধরে অশান্তি চলছিল ৷ গতকাল রাতে সেই অশান্তি চরমে পৌঁছায় ৷ অভিযোগ, সোমবার রাতে বিবিকে গুলি করে খুন করে সে ৷ আখের শেখেরও আগে দু'টি বিয়ে রয়েছে ৷

ঘটনায় আখের শেখকে গ্রেপ্তার করেছে নবগ্রাম থানার পুলিশ ৷ এছাড়া প্রথমপক্ষের শওহরকেও আটক করেছে পুলিশ ৷

মুর্শিদাবাদ, 4 নভেম্বর : প্রথমপক্ষের শওহর, সংসার ছেড়ে প্রেমিকের হাত ধরে বেরিয়ে এসেছিলেন ৷ বেঁধেছিলেন দ্বিতীয় সংসার ৷ সন্দেহের বশে সেই দ্বিতীয় স্বামীর হাতেই খুন হতে হল মাদ্রাসার শিক্ষিকাকে ৷ এমনই অভিযোগ উঠেছে। মৃতের নাম মনিরা বিবি ৷ ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের নবগ্রাম থানার রঘুপুর এলাকার ৷ অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ ৷

প্রথমপক্ষের শওহর এবং ছেলে ও মেয়েকে ছেড়ে বছর তিনেক আগে আখের শেখ নামে এক ব্যক্তির সঙ্গে পালিয়ে যায় মনিরা বিবি ৷ সম্প্রতি প্রথমপক্ষের শওহরের সঙ্গে ফের যোগাযোগ শুরু হয় পেশায় জুনিয়র মাদ্রাসার শিক্ষিকা মনিরার ৷ যা নিয়ে আখের শেখের সঙ্গে বেশ কিছুদিন ধরে অশান্তি চলছিল ৷ গতকাল রাতে সেই অশান্তি চরমে পৌঁছায় ৷ অভিযোগ, সোমবার রাতে বিবিকে গুলি করে খুন করে সে ৷ আখের শেখেরও আগে দু'টি বিয়ে রয়েছে ৷

ঘটনায় আখের শেখকে গ্রেপ্তার করেছে নবগ্রাম থানার পুলিশ ৷ এছাড়া প্রথমপক্ষের শওহরকেও আটক করেছে পুলিশ ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.