মুর্শিদাবাদ, 20 মে : কান্দি মহকুমার সালার থানা এলাকায় ডিওয়াইএফআইয়ের কর্মসূচিকে কেন্দ্র করে উত্তেজনা ৷ এই মিছিলকে কেন্দ্র করে ডিওয়াইএফআই সমর্থকদের এবং পুলিশের ধস্তাধস্তি বাঁধে ৷ এসএসসি দুর্নীতি মামলায় অভিযুক্ত রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু ও শিক্ষাপ্রতিমন্ত্রী পরেশ অধিকারীর বিরুদ্ধে রাজ্যের একাধিক থানায় মামলা রুজু হয়েছে ৷ বৃহস্পতিবারও ডিওয়াইএফআইয়ের নেতৃত্বে সালার এলাকায় একটি মিছিল হয় ৷ মিছিল করে সালার এলাকায় মামলা রুজু করতে এলে মিছিলের সদস্যদের সঙ্গে ধস্তাধস্তি হয় পুলিশের (DYFI and Police Scuffle in Murshidabad) ৷
ডিওয়াইএফআই কর্মীদের অভিযোগ, শিক্ষক নিয়োগে দুর্নীতির অভিযোগে কেবলমাত্র পরেশ অধিকারীর নামে একটি নিখোঁজ ডায়েরি করার পরিকল্পনা থাকলেও তা করতে দেওয়া হয়নি ৷ তারপর বৃহস্পতিবার ডিওয়াইএফআইয়ের সদস্যরা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কুশপুত্তলিকা দাহ করতে গেলেও পুলিশ তা কেড়ে নেয় ৷
আরও পড়ুন : SSC Recruitment Scam : সুপ্রিম দ্বারে পার্থ, হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ প্রাক্তন শিক্ষামন্ত্রী
এরপরেই ডিওয়াইএফআই সদস্যদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি শুরু হয় ৷ পুলিশের হস্তক্ষেপে শেষপর্যন্ত মুখ্যমন্ত্রীর কুশপুত্তলিকা দাহ করতে পারেননি ডিওয়াইএফআই কর্মীরা ৷