ETV Bharat / state

চুলের ছাঁটে কাটছাঁট, সেমিনার স্কুলে - চুলের কাটিং স্টাইল

স্কুল শিক্ষকদের বক্তব্য, ক্লাস ফাইভ থেকে টেন পর্যন্ত ছাত্রদের মধ্যে হেয়ার স্টাইল নিয়ে চলছে রীতিমতো প্রতিযোগিতা । হেয়ার কাটিংয়ের সঙ্গে রয়েছে চুলে রং করাও । আর এর প্রভাব পড়াশোনাতেও পড়ছে বলে মনে করছেন প্রধান শিক্ষক । তাঁর মতে, এতে নষ্ট হচ্ছে স্কুলের পরিবেশও । তাই এবার পড়ুয়াদের শৃঙ্খলাপরায়ণ করতে সরাসরি চুলের উপর নজর দিতে চাইছে স্কুল কর্তৃপক্ষ ৷ সেই কারণে আজ আয়োজন করা হয়েছিল সেমিনারের ৷

প্রতীকী ছবি
author img

By

Published : Aug 8, 2019, 7:16 PM IST

Updated : Aug 8, 2019, 10:54 PM IST

ফরাক্কা, 8 অগাস্ট : হরেকরকম হেয়ারস্টাইল ! কারোর চুল স্পাইক করা ৷ কারও চুল বিভিন্ন রঙে রাঙানো ৷ কেউ বা আবার চুলের ছাঁট দিয়েছে কোহলি স্টাইলে ৷ আর এতেই নাকি স্কুলের পঠন পাঠনে প্রভাব পড়ছে বলে মনে করছে নিউ ফরাক্কা হাইস্কুল কর্তৃপক্ষ৷ তাই এবার পড়ুয়াদের যথেচ্ছ হেয়ার স্টাইলে রাশ টানতে রীতিমতো নাপিত থেকে পুলিশ ডেকে সেমিনারের আয়োজন করা হল আজ ৷

স্কুল শিক্ষকদের বক্তব্য, ক্লাস ফাইভ থেকে টেন পর্যন্ত ছাত্রদের মধ্যে হেয়ার স্টাইল নিয়ে চলছে রীতিমতো প্রতিযোগিতা । হেয়ার কাটিংয়ের সঙ্গে রয়েছে চুলে রং করাও । আর এর প্রভাব পড়াশোনাতেও পড়ছে বলে মনে করছেন প্রধান শিক্ষক মণিরুল ইসলাম । তাঁর মতে, এতে নষ্ট হচ্ছে স্কুলের পরিবেশও । তাই এবার পড়ুয়াদের শৃঙ্খলাপরায়ণ করতে সরাসরি চুলের উপর নজর দিতে চাইছে স্কুল কর্তৃপক্ষ ৷ সেই কারণে আয়োজন করা হয়েছিল সেমিনারের ৷

সেমিনারের ট্যাগ লাইন ছিল 'আসুন আমরা সমাজ গড়ি, বিকৃত সংস্কৃতি পরিহার করি ' । কে না উপস্থিত ছিলেন সেখানে ? IC, BDO, শিক্ষাদপ্তরের আধিকারিক, এলাকার নাপিত বাদ যাননি কেউই । সকলেই স্কুল কর্তৃপক্ষের এই অভিনব উদ্যোগকে সমর্থন করেছেন ৷ পাশে থাকারও অঙ্গীকার করেছেন । এতে অবশ্য এলাকার নাপিতদের উপর বাড়তি চাপ পড়তে পারে ৷ কিন্তু তাতে তাঁরা পিছু হঠতে রাজি নন ৷ স্কুলের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে সমস্তরকম সাহায্যের আশ্বাস দিয়েছেন তাঁরাও ৷

ফরাক্কা ব্লক নাপিত সংস্থার সম্পাদক সন্তোষ টাকুর বলেন, "অভিভাবকদেরও সচেতন হতে হবে । আমরা ছাত্রদেরও বোঝানোর চেষ্টা করব৷ আমরা বিদ্যালয়ের এই উদ্যোগকে স্বাগত জানাচ্ছি ৷ " বিদ্যালয়ের প্রধান শিক্ষক মণিরুল ইসলাম বলেন, পড়ুয়াদের আরও সুশৃঙ্খল করতেই এই উদ্যোগ । চাই স্কুলে সঠিক নিয়ম বজায় থাকুক ৷"

এবার থেকে তাই নিজের ইচ্ছামতো চুল কাটতে মানা !

ফরাক্কা, 8 অগাস্ট : হরেকরকম হেয়ারস্টাইল ! কারোর চুল স্পাইক করা ৷ কারও চুল বিভিন্ন রঙে রাঙানো ৷ কেউ বা আবার চুলের ছাঁট দিয়েছে কোহলি স্টাইলে ৷ আর এতেই নাকি স্কুলের পঠন পাঠনে প্রভাব পড়ছে বলে মনে করছে নিউ ফরাক্কা হাইস্কুল কর্তৃপক্ষ৷ তাই এবার পড়ুয়াদের যথেচ্ছ হেয়ার স্টাইলে রাশ টানতে রীতিমতো নাপিত থেকে পুলিশ ডেকে সেমিনারের আয়োজন করা হল আজ ৷

স্কুল শিক্ষকদের বক্তব্য, ক্লাস ফাইভ থেকে টেন পর্যন্ত ছাত্রদের মধ্যে হেয়ার স্টাইল নিয়ে চলছে রীতিমতো প্রতিযোগিতা । হেয়ার কাটিংয়ের সঙ্গে রয়েছে চুলে রং করাও । আর এর প্রভাব পড়াশোনাতেও পড়ছে বলে মনে করছেন প্রধান শিক্ষক মণিরুল ইসলাম । তাঁর মতে, এতে নষ্ট হচ্ছে স্কুলের পরিবেশও । তাই এবার পড়ুয়াদের শৃঙ্খলাপরায়ণ করতে সরাসরি চুলের উপর নজর দিতে চাইছে স্কুল কর্তৃপক্ষ ৷ সেই কারণে আয়োজন করা হয়েছিল সেমিনারের ৷

সেমিনারের ট্যাগ লাইন ছিল 'আসুন আমরা সমাজ গড়ি, বিকৃত সংস্কৃতি পরিহার করি ' । কে না উপস্থিত ছিলেন সেখানে ? IC, BDO, শিক্ষাদপ্তরের আধিকারিক, এলাকার নাপিত বাদ যাননি কেউই । সকলেই স্কুল কর্তৃপক্ষের এই অভিনব উদ্যোগকে সমর্থন করেছেন ৷ পাশে থাকারও অঙ্গীকার করেছেন । এতে অবশ্য এলাকার নাপিতদের উপর বাড়তি চাপ পড়তে পারে ৷ কিন্তু তাতে তাঁরা পিছু হঠতে রাজি নন ৷ স্কুলের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে সমস্তরকম সাহায্যের আশ্বাস দিয়েছেন তাঁরাও ৷

ফরাক্কা ব্লক নাপিত সংস্থার সম্পাদক সন্তোষ টাকুর বলেন, "অভিভাবকদেরও সচেতন হতে হবে । আমরা ছাত্রদেরও বোঝানোর চেষ্টা করব৷ আমরা বিদ্যালয়ের এই উদ্যোগকে স্বাগত জানাচ্ছি ৷ " বিদ্যালয়ের প্রধান শিক্ষক মণিরুল ইসলাম বলেন, পড়ুয়াদের আরও সুশৃঙ্খল করতেই এই উদ্যোগ । চাই স্কুলে সঠিক নিয়ম বজায় থাকুক ৷"

এবার থেকে তাই নিজের ইচ্ছামতো চুল কাটতে মানা !

Intro:বিকৃত সংস্কৃতি ঠেলে উন্নত সমাজ গড়ার লক্ষ্যে এবার স্কুল পড়ুয়াদের হেয়ার স্টাইলে হস্তক্ষেপ কর্তৃপক্ষের। প্রাথমিকভাবে স্কুলে হল সেমনার। Body:ফরাক্কা - স্কুল ছাত্রদের হেয়ার স্টাইলে এবার রাশ টানতে চলেছে নিউ ফরাক্কা হাই স্কুল। এই মর্মে এলাকার সেলুন কর্মী, হেয়ার ডিজাইনারদের সাহায্য চেয়ে স্কুল ভবনেই সেমিনার করল কর্তৃপক্ষ। সেখানে হাজির ছিলেন ফরাক্কা থানার আইসি সহ এলাকার বিশিষ্টরা। স্কুল।কর্তৃপক্ষকে সব রকমের সহযোগিতার আশ্বাস দিয়েছেন সেলুন মালিকরা।
চুল নিয়েই এবার চুলোচুলি শুরু হল নিউ ফরাক্কা হাই স্কুলে। স্কুল পড়ুয়াদের শৃঙ্খলাপরায়ন করতে তাদের চুলের উপর নজর পড়ল কতৃপক্ষের। স্কুল শিক্ষকদের দাবি পঞ্চম থেকে দশম সব শ্রেণীর ছাত্রদের মধ্যে হেয়ার স্টাইল নিয়ে চলছে অলিখিত প্রতি্যোগিতা। হেয়ার কাটিংয়ের সঙ্গে রয়েছে চুলের রঙ পরিবর্তন। রকমারি চুলের রঙ আর অদ্ভুত হেয়ার কাটিং পঠন পাঠনে প্রভাব ফেলছে বলেই দাবি প্রধান শিক্ষকের । পাশাপাশি পরিবেশেও তার ছাপ পড়ছে বলেই দাবি করা হয়েছে। এই প্রবনতা রুখতে বৃহস্পতিবার 'আসুন আমরা সমাজ গড়ি, বিকৃত সংস্কৃতি পরিহার করি' ট্যাগ লাইনে একটি সেমিনার হল স্কুলে। আইসি, বিডিও, শিক্ষা দপ্তরের আধিকারিকের সঙ্গে ডাকা হয়েছিল এলাকার কেশ শিল্পীদের। সকলেই স্কুল কর্তৃপক্ষের এই অভিনব উদ্যোগকে সমর্থন করে পাশে থাকার অঙ্গিকার করেছেন।
ফরাক্কা ব্লকে এখন থেকে স্কুল পড়ুয়ারা নিজের পছন্দ মতো চুল কাটতে পারবে বলেই অলিখিত ফতোয়া জারি হয়ে গেল। কেশ শিল্পীদের দাবি তাঁদের উপর চাপ আসবে কিন্তু তাঁরা উন্নত সমাজ গড়ার এই পদক্ষেপে শামিল রয়েছেন। ফরাক্কা ব্লক কেশ শিল্পী সংস্থার সম্পাদক সন্তোষ টাকুর বলেন, অভিভাবকদেরো সচেতন হতে হবে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মণিরুল ইসলাম বলেন, পড়ুয়াদের আরও সুশৃঙ্খলা করতেই এই উদ্যোগ।Conclusion:অভিনব এই উদ্যোগে সমর্থন জানিয়েছেন সকল স্তরের মানুষ। ছাত্ররা কী ভাবে নেবে সেটাই দেখার।
Last Updated : Aug 8, 2019, 10:54 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.