ETV Bharat / state

Sagardighi Bye-Election Result: 22,980 ভোটে সাগরদিঘিতে জয়ী কংগ্রেস প্রার্থী বাইরন বিশ্বাস - বায়রন বিশ্বাস

সাগরদিঘি উপনির্বাচনের ফল ঘোষণাকে কেন্দ্র করে রয়েছে কড়া নিরাপত্তা ব্যবস্থা ৷ ত্রিস্তরীয় নিরাপত্তা বলয়ে শুরু হয়েছে ভোট গণনা (Sagardighi Bye-Election Result) ৷

Sagardighi Bye-Election Result ETV BHARAT
Sagardighi Bye-Election Result
author img

By

Published : Mar 2, 2023, 8:26 AM IST

Updated : Mar 2, 2023, 3:09 PM IST

সাগরদিঘি বিধানসভা উপনির্বাচনে এগিয়ে কংগ্রেস প্রার্থী বায়রন বিশ্বাস

সাগরদিঘি (মুর্শিদাবাদ), 2 মার্চ: সাগরদিঘিতে দ্বাদশ রাউন্ডের গণনার পর 20 হাজার 996 ভোটে এগিয়ে আছে কংগ্রেস । এর আগে একাদশ রাউন্ডের গণনা শেষে 17 হাজার 943 ভোটে এগিয়ে যান বাম সমর্থিত কংগ্রেস প্রার্থী বায়রন বিশ্বাস ৷ দ্বাদশ রাউন্ডের শেষে কংগ্রেস প্রার্থী প্রায় 65 হাজার ভোট পেয়েছেন ৷ তৃণমূল কংগ্রেস প্রার্থী 45 হাজারের কিছু বেশি ভোট পেয়ে দ্বিতীয় স্থানে রয়েছেন ৷ কংগ্রেস প্রার্থী প্রায় 48 শতাংশ ভোট পেয়েছেন সাগরদিঘি বিধানসভার উপনির্বাচনে ৷ পোস্টাল ব্যালট গণনাতেও কংগ্রেস প্রার্থী সাগরদিঘি কেন্দ্রে জয়ী হয়েছেন (Sagardighi Assembly Bye-Election 2023 Results) ৷

2021 বিধানসভা নির্বাচনে সাগরদিঘি শাসকদল তৃণমূলের দখলে ছিল ৷ তৃণমূল প্রার্থী সুব্রত সাহার মৃত্যুর পর এই কেন্দ্রে গত 27 ফেব্রুয়ারি উপনির্বাচন হয় ৷ আজ তারই ফল ঘোষণা ৷ প্রথম কয়েক দফার গণনার পরেই কার্যত স্পষ্ট হয়ে যাবে, সাগরদিঘি বিধানসভা শাসক শিবিরের দখলেই থাকছে, নাকি হাত বদল হবে এই কেন্দ্রের ! মোট 16 রাউন্ডে গণনা হবে সাগরদিঘি উপনির্বাচনের ৷ এই উপনির্বাচনে মোট 9 জন প্রার্থী ভোটে দাঁড়িয়ে ছিলেন ৷ মোট ভোট পড়েছিল 1 লক্ষ 85 হাজার 12টি ৷ তবে, মূল লড়াইটা শাসক তৃণমূল, বিরোধী দল বিজেপি এবং বাম সমর্থিত কংগ্রেস প্রার্থীর মধ্যে ৷

কোন দলের প্রাপ্য ভোট কত ? তা ধারাবাহিকভাবে সকাল আটটার পর থেকেই স্পষ্ট হতে শুরু করবে ৷ মোট 16 রাউন্ডের গণনায় 2টি ঘরে থাকছে মোট ষোলটি টেবিল ৷ আশা করা হচ্ছে, বেলা বারোটার আগেই ফলাফল সামনে চলে আসবে ৷ সকাল সাতটা থেকে গণনা কেন্দ্রে রাজনৈতিক দলের কর্মীরা ঢুকতে শুরু করেছেন ৷ তাদের ত্রিস্তরীয় নিরাপত্তা বলয় পেরিয়ে তবে, গণনা কেন্দ্রে প্রবেশ করতে হচ্ছে ৷ সর্বত্র তাদের মেটাল ডিটেক্টর দিয়ে পরীক্ষা করা হচ্ছে ৷ গণনা কেন্দ্রের সুরক্ষিত এলাকায় মোবাইল ফোন নিয়ে ঢুকতে দেওয়া হচ্ছে না কাউকে ৷ এমনকী প্রার্থীরাও মোবাইল ফোন নিয়ে ঢুকতে পারছেন না ৷

গণনা কেন্দ্রের 200 মিটার দূরত্ব পার করে রাজনৈতিক দলের শিবিরগুলি তৈরি করা হয়েছে ৷ এমনকী সেই শিবিরগুলিও কড়া নজরে রাখা হয়েছে ৷ যাতে কোন অপ্রীতিকর ঘটনা না ঘটে ৷ রাজনৈতিক মহলের মতে, পঞ্চায়েত নির্বাচনের আগে সাগরদিঘির উপনির্বাচন শাসকদলের কাছে অ্যাসিড টেস্ট ৷ কারণ, সাম্প্রতিককালে একাধিক ইস্যুতে তৃণমূলকে কোণঠাসা হতে হয়েছে ৷ বিশেষ করে নিয়োগ দুর্নীতি মামলা ৷ আর তার উপর প্রধানমন্ত্রী আবাস যোজনা ও নানান সরকারি পরিষেবার ক্ষেত্রে তৃণমূলের বিরুদ্ধে দুর্নীতি ও বঞ্চনার অভিযোগ উঠেছে একাধিকবার ৷ এসব নিয়েই ভোটে ঝাঁপিয়েছে তৃণমূল।

আরও পড়ুন: রাত পোহালেই সাগরদিঘি উপনির্বাচনের ফল, তৃণমূলের আসনে জয়ের আগাম উচ্ছ্বাস কংগ্রেসের

গত সোমবার সাগরদিঘি বিধানসভা উপনির্বাচন হয়েছে ৷ নির্বাচন কমিশনের রিপোর্ট অনুযায়ী, বিক্ষিপ্ত কিছু ঘটনা ছাড়া মোটের উপর ভোটগ্রহণ পর্ব ছিল শান্তিপূর্ণ ৷ এমনকী রিগিং বা ছাপ্পা ভোটের অভিযোগও তোলেনি কোনপক্ষ ৷ স্বাভাবিকভাবে তাই জয়ের ব্যাপারে আশাবাদী সবপক্ষই ৷ উপনির্বাচনে মোট 1 লক্ষ 85 হাজার 12টি ভোট পড়েছে ৷ যার মধ্যে মহিলা ভোটার 99 হাজার 458 এবং পুরুষ ভোটারের সংখ্যা ছিল 85 হাজার 554 জন ৷ সবমিলিয়ে নির্বাচন কমিশনের হিসেব বলছে, মোট 75.18 শতাংশ ভোট পড়েছে সাগরদিঘি বিধানসভায় ৷

সাগরদিঘি বিধানসভা উপনির্বাচনে এগিয়ে কংগ্রেস প্রার্থী বায়রন বিশ্বাস

সাগরদিঘি (মুর্শিদাবাদ), 2 মার্চ: সাগরদিঘিতে দ্বাদশ রাউন্ডের গণনার পর 20 হাজার 996 ভোটে এগিয়ে আছে কংগ্রেস । এর আগে একাদশ রাউন্ডের গণনা শেষে 17 হাজার 943 ভোটে এগিয়ে যান বাম সমর্থিত কংগ্রেস প্রার্থী বায়রন বিশ্বাস ৷ দ্বাদশ রাউন্ডের শেষে কংগ্রেস প্রার্থী প্রায় 65 হাজার ভোট পেয়েছেন ৷ তৃণমূল কংগ্রেস প্রার্থী 45 হাজারের কিছু বেশি ভোট পেয়ে দ্বিতীয় স্থানে রয়েছেন ৷ কংগ্রেস প্রার্থী প্রায় 48 শতাংশ ভোট পেয়েছেন সাগরদিঘি বিধানসভার উপনির্বাচনে ৷ পোস্টাল ব্যালট গণনাতেও কংগ্রেস প্রার্থী সাগরদিঘি কেন্দ্রে জয়ী হয়েছেন (Sagardighi Assembly Bye-Election 2023 Results) ৷

2021 বিধানসভা নির্বাচনে সাগরদিঘি শাসকদল তৃণমূলের দখলে ছিল ৷ তৃণমূল প্রার্থী সুব্রত সাহার মৃত্যুর পর এই কেন্দ্রে গত 27 ফেব্রুয়ারি উপনির্বাচন হয় ৷ আজ তারই ফল ঘোষণা ৷ প্রথম কয়েক দফার গণনার পরেই কার্যত স্পষ্ট হয়ে যাবে, সাগরদিঘি বিধানসভা শাসক শিবিরের দখলেই থাকছে, নাকি হাত বদল হবে এই কেন্দ্রের ! মোট 16 রাউন্ডে গণনা হবে সাগরদিঘি উপনির্বাচনের ৷ এই উপনির্বাচনে মোট 9 জন প্রার্থী ভোটে দাঁড়িয়ে ছিলেন ৷ মোট ভোট পড়েছিল 1 লক্ষ 85 হাজার 12টি ৷ তবে, মূল লড়াইটা শাসক তৃণমূল, বিরোধী দল বিজেপি এবং বাম সমর্থিত কংগ্রেস প্রার্থীর মধ্যে ৷

কোন দলের প্রাপ্য ভোট কত ? তা ধারাবাহিকভাবে সকাল আটটার পর থেকেই স্পষ্ট হতে শুরু করবে ৷ মোট 16 রাউন্ডের গণনায় 2টি ঘরে থাকছে মোট ষোলটি টেবিল ৷ আশা করা হচ্ছে, বেলা বারোটার আগেই ফলাফল সামনে চলে আসবে ৷ সকাল সাতটা থেকে গণনা কেন্দ্রে রাজনৈতিক দলের কর্মীরা ঢুকতে শুরু করেছেন ৷ তাদের ত্রিস্তরীয় নিরাপত্তা বলয় পেরিয়ে তবে, গণনা কেন্দ্রে প্রবেশ করতে হচ্ছে ৷ সর্বত্র তাদের মেটাল ডিটেক্টর দিয়ে পরীক্ষা করা হচ্ছে ৷ গণনা কেন্দ্রের সুরক্ষিত এলাকায় মোবাইল ফোন নিয়ে ঢুকতে দেওয়া হচ্ছে না কাউকে ৷ এমনকী প্রার্থীরাও মোবাইল ফোন নিয়ে ঢুকতে পারছেন না ৷

গণনা কেন্দ্রের 200 মিটার দূরত্ব পার করে রাজনৈতিক দলের শিবিরগুলি তৈরি করা হয়েছে ৷ এমনকী সেই শিবিরগুলিও কড়া নজরে রাখা হয়েছে ৷ যাতে কোন অপ্রীতিকর ঘটনা না ঘটে ৷ রাজনৈতিক মহলের মতে, পঞ্চায়েত নির্বাচনের আগে সাগরদিঘির উপনির্বাচন শাসকদলের কাছে অ্যাসিড টেস্ট ৷ কারণ, সাম্প্রতিককালে একাধিক ইস্যুতে তৃণমূলকে কোণঠাসা হতে হয়েছে ৷ বিশেষ করে নিয়োগ দুর্নীতি মামলা ৷ আর তার উপর প্রধানমন্ত্রী আবাস যোজনা ও নানান সরকারি পরিষেবার ক্ষেত্রে তৃণমূলের বিরুদ্ধে দুর্নীতি ও বঞ্চনার অভিযোগ উঠেছে একাধিকবার ৷ এসব নিয়েই ভোটে ঝাঁপিয়েছে তৃণমূল।

আরও পড়ুন: রাত পোহালেই সাগরদিঘি উপনির্বাচনের ফল, তৃণমূলের আসনে জয়ের আগাম উচ্ছ্বাস কংগ্রেসের

গত সোমবার সাগরদিঘি বিধানসভা উপনির্বাচন হয়েছে ৷ নির্বাচন কমিশনের রিপোর্ট অনুযায়ী, বিক্ষিপ্ত কিছু ঘটনা ছাড়া মোটের উপর ভোটগ্রহণ পর্ব ছিল শান্তিপূর্ণ ৷ এমনকী রিগিং বা ছাপ্পা ভোটের অভিযোগও তোলেনি কোনপক্ষ ৷ স্বাভাবিকভাবে তাই জয়ের ব্যাপারে আশাবাদী সবপক্ষই ৷ উপনির্বাচনে মোট 1 লক্ষ 85 হাজার 12টি ভোট পড়েছে ৷ যার মধ্যে মহিলা ভোটার 99 হাজার 458 এবং পুরুষ ভোটারের সংখ্যা ছিল 85 হাজার 554 জন ৷ সবমিলিয়ে নির্বাচন কমিশনের হিসেব বলছে, মোট 75.18 শতাংশ ভোট পড়েছে সাগরদিঘি বিধানসভায় ৷

Last Updated : Mar 2, 2023, 3:09 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.