ETV Bharat / state

Farakka Accident: লরির ধাক্কায় মৃত্যু সবজি বিক্রেতার - ফরাক্কায় লরির ধাক্কায় মৃত্যু

লরির ধাক্কায় মৃত্যু হল এক সবজি ব্যবসায়ীর । দুর্ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের নিউ ফরাক্কা বাস স্ট্যান্ড সংলগ্ন 34 নম্বর জাতীয় সড়ক এলাকায় (Road Accident at Farakka) ।

Farakka Accident
লরির ধাক্কায় মৃত্যু সবজি বিক্রেতার
author img

By

Published : Nov 20, 2022, 12:50 PM IST

ফরক্কা, 20 নভেম্বর: সাইকেল নিয়ে জাতীয় সড়ক পার হওয়ার সময় লরির ধাক্কায় মৃত্যু হল এক সবজি ব্যবসায়ীর । রবিবার ভোরের এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে মুর্শিদাবাদের নিউ ফরাক্কা বাস স্ট্যান্ড সংলগ্ন 34 নম্বর জাতীয় সড়ক এলাকায় (Road Accident at Farakka) ।

পুলিশ জানিয়েছে, মৃত ব্যক্তির নাম হৃদয় মণ্ডল (30) । তাঁর বাড়ি মালদা জেলার বৈষ্ণবনগর থানার চকবাহাদুরপুর গ্রামে । পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে । জানা গিয়েছে, অন্য দিনের মতো রবিবার সকালে সাইকেলে সবজি নিয়ে বিক্রি করার উদ্দেশ্যে ফরক্কা এসেছিলেন ওই ব্যক্তি । সেইসময় নিউ ফরক্কায় রাস্তা পারাপার হওয়ার সময় হঠাৎ একটি লরি ধাক্কা মারে তাঁকে । ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই সবজি ব্যবসায়ীর । খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন ফরাক্কা থানার আইসি দেবব্রত চক্রবর্তী-সহ ফরক্কা থানার পুলিশ বাহিনী । পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জঙ্গিপুর হাসপাতালে পাঠায় । দুর্ঘটনা ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয় ।

ফরক্কা, 20 নভেম্বর: সাইকেল নিয়ে জাতীয় সড়ক পার হওয়ার সময় লরির ধাক্কায় মৃত্যু হল এক সবজি ব্যবসায়ীর । রবিবার ভোরের এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে মুর্শিদাবাদের নিউ ফরাক্কা বাস স্ট্যান্ড সংলগ্ন 34 নম্বর জাতীয় সড়ক এলাকায় (Road Accident at Farakka) ।

পুলিশ জানিয়েছে, মৃত ব্যক্তির নাম হৃদয় মণ্ডল (30) । তাঁর বাড়ি মালদা জেলার বৈষ্ণবনগর থানার চকবাহাদুরপুর গ্রামে । পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে । জানা গিয়েছে, অন্য দিনের মতো রবিবার সকালে সাইকেলে সবজি নিয়ে বিক্রি করার উদ্দেশ্যে ফরক্কা এসেছিলেন ওই ব্যক্তি । সেইসময় নিউ ফরক্কায় রাস্তা পারাপার হওয়ার সময় হঠাৎ একটি লরি ধাক্কা মারে তাঁকে । ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই সবজি ব্যবসায়ীর । খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন ফরাক্কা থানার আইসি দেবব্রত চক্রবর্তী-সহ ফরক্কা থানার পুলিশ বাহিনী । পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জঙ্গিপুর হাসপাতালে পাঠায় । দুর্ঘটনা ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয় ।

আরও পড়ুন: শ্বাসরোধ করেই প্রাক্তন নৌসেনা কর্মীকে খুন, দেহ 6 টুকরো করেন স্ত্রী ও ছেলে

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.