ETV Bharat / state

TMC Leader Murdered : তৃণমূল নেতা খুনে নিশানায় দলীয় সাংসদের ভাগনে ! - over murder of a tmc leader

নওদায় তৃণমূল নেতা মতিরুল ইসলাম খুনে নাম জড়াল তৃণমূল সভাপতি তথা সাংসদ আবু তাহেরের ভাগনে হাবিব শেখের নাম (TMC Leader Killed) ৷

TMC Leader Killed
তৃণমূল নেতা খুনে নিশানায় সাংসদের ভাগনে
author img

By

Published : Nov 25, 2022, 11:14 AM IST

বহরমপুর, 25 নভেম্বর: গাড়ি আটকে, গুলি করে, বোমা মেরে খুন তৃণমূল নেতা মতিরুল ইসলামকে (TMC Leader Killed) ৷ বৃহস্পতিবার সন্ধ্যায় নওদার এই ঘটনায় আতঙ্কিত এলাকাবাসী ৷ আর এই ঘটনায় উঠে আসছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য । নওদার ব্লক তৃণমূল সভাপতি তথা সাংসদ আবু তাহেরের ভাগনে হাবিব শেখের নাম জড়িয়েছে ঘটনায় ৷

তদন্তকারী অফিসারদের প্রশ্ন, গুলি-বোমা চালানো হলেও নেতার দুই নিরাপত্তারক্ষী এখন কোথায়? তারা কী আহত? ঘটনার পর থেকে 2 জনেই বেপাত্তা কেন? খুনের ঘটনায় বারবার নওদা ব্লক তৃণমূল সভাপতি তথা সাংসদ আবু তাহেরের ভাগনে হাবিব শেখের নামই বা উঠে আসছে কেন? এরকম একাধিক প্রশ্ন সামনে এসেছে তদন্তকারী পুলিশের কাছে ।

জানা গিয়েছে, নিহত তৃণমূল নেতা মতিরুল ইসলাম ও হাবিব শেখ দু'জনেই ব্যবসার অংশীদার ৷ ইটভাটার মালিকানা নিয়ে দু'জনের মধ্যে বেশ কিছুদিন থেকেই টানাপোড়েন চলছিল । সেই কারণেই কি খুন হতে হল মতিরুল ইসলামকে? এদিকে মতিরুল যে এলাকার সংখ্যালঘু সেলের দায়িত্বে ছিলেন সেটি আবু তাহেরের সাংসদীয় এলাকায় মধ্য়ে পড়ে । এলাকায় রাজনৈতিক দায়িত্বও রয়েছে আবু তাহেরের কাঁধে । দুই নেতার রাজনৈতিক চাপানউতোর চলছিল বলেও দাবি একটা অংশের ।

আরও পড়ুন: গুলি করে ও বোমা মেরে নওদায় তৃণমূল নেতাকে খুন, অভিযোগ গোষ্ঠীদ্বন্দ্বের

যদিও আবু তাহের খান গোষ্ঠীদ্বন্দ্বের অভিযোগ বারবার অস্বীকার করেছেন । তবে ঘটনার পর থেকেই নিশানায় রয়েছেন আবু তাহেরের ভাগনের নাম । পাশাপাশি নিখোঁজ দুই নিরাপত্তারক্ষীকে খুঁজছে পুলিশ । মোট পাঁচ রাউন্ড গুলি চালানো হয়েছিল বলে জানিয়েছে পুলিশ ।

বহরমপুর, 25 নভেম্বর: গাড়ি আটকে, গুলি করে, বোমা মেরে খুন তৃণমূল নেতা মতিরুল ইসলামকে (TMC Leader Killed) ৷ বৃহস্পতিবার সন্ধ্যায় নওদার এই ঘটনায় আতঙ্কিত এলাকাবাসী ৷ আর এই ঘটনায় উঠে আসছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য । নওদার ব্লক তৃণমূল সভাপতি তথা সাংসদ আবু তাহেরের ভাগনে হাবিব শেখের নাম জড়িয়েছে ঘটনায় ৷

তদন্তকারী অফিসারদের প্রশ্ন, গুলি-বোমা চালানো হলেও নেতার দুই নিরাপত্তারক্ষী এখন কোথায়? তারা কী আহত? ঘটনার পর থেকে 2 জনেই বেপাত্তা কেন? খুনের ঘটনায় বারবার নওদা ব্লক তৃণমূল সভাপতি তথা সাংসদ আবু তাহেরের ভাগনে হাবিব শেখের নামই বা উঠে আসছে কেন? এরকম একাধিক প্রশ্ন সামনে এসেছে তদন্তকারী পুলিশের কাছে ।

জানা গিয়েছে, নিহত তৃণমূল নেতা মতিরুল ইসলাম ও হাবিব শেখ দু'জনেই ব্যবসার অংশীদার ৷ ইটভাটার মালিকানা নিয়ে দু'জনের মধ্যে বেশ কিছুদিন থেকেই টানাপোড়েন চলছিল । সেই কারণেই কি খুন হতে হল মতিরুল ইসলামকে? এদিকে মতিরুল যে এলাকার সংখ্যালঘু সেলের দায়িত্বে ছিলেন সেটি আবু তাহেরের সাংসদীয় এলাকায় মধ্য়ে পড়ে । এলাকায় রাজনৈতিক দায়িত্বও রয়েছে আবু তাহেরের কাঁধে । দুই নেতার রাজনৈতিক চাপানউতোর চলছিল বলেও দাবি একটা অংশের ।

আরও পড়ুন: গুলি করে ও বোমা মেরে নওদায় তৃণমূল নেতাকে খুন, অভিযোগ গোষ্ঠীদ্বন্দ্বের

যদিও আবু তাহের খান গোষ্ঠীদ্বন্দ্বের অভিযোগ বারবার অস্বীকার করেছেন । তবে ঘটনার পর থেকেই নিশানায় রয়েছেন আবু তাহেরের ভাগনের নাম । পাশাপাশি নিখোঁজ দুই নিরাপত্তারক্ষীকে খুঁজছে পুলিশ । মোট পাঁচ রাউন্ড গুলি চালানো হয়েছিল বলে জানিয়েছে পুলিশ ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.