জলঙ্গি, 4 জুন : সরকারি কোয়ারানটিন সেন্টারে যেতে না চাওয়ায় পাঁচ পরিযায়ী শ্রমিকের বাড়িতে ভাঙচুর চালাল গ্রামের লোকজন ৷ হোম কোয়ারানটিন থেকে সরকারি কোয়ারানটিনে না যেতে চাওয়ায় তিনটি বাড়িতে ব্যাপক ভাঙচুর চালানোর অভিযোগ উঠল গ্রামবাসীর বিরুদ্ধে । ঘটনাটি জলঙ্গি থানার পোলাডাঙা গ্রামের ৷
অভিযোগ, তিনটি বাড়ির আসবাবপত্র ভাঙচুরের পাশাপাশি মারধর করা হয় দুই মহিলাকে । পরে খবর পেয়ে জলঙ্গি থানার পুলিশ গ্রামে আসে ৷ তিন পরিবারের পাঁচজন পরিযায়ী শ্রমিককে গ্রামের প্রাথমিক স্কুলের কোয়ারানটিন সেন্টারে রেখে আসে । ফের হামলার আশঙ্কায় আতঙ্কিত পরিবারের মহিলারা ।
পরিবার সূত্রে জানা গিয়েছে, পোলাডাঙা গ্রামের পাঁচজন পরিযায়ী শ্রমিক কেরালা থেকে সোমবার বাড়ি ফেরেন । তারপর তাঁরা নিজের বাড়িতে হোম কোয়ারানটিনে ছিলেন । আজ সকাল 10টার দিকে হঠাৎ করে গ্রামবাসী চড়াও হয় ওই শ্রমিকদের বাড়িতে । সরকারি কোয়ারানটিন সেন্টারে যেতে না চাওয়ায় অবাধে শুরু হয় বাড়ি ভাঙচুর । অভিযোগ, হাঁসুয়া নিয়ে হামলাও চালায় তারা । বাধা দিতে গিয়ে গ্রামবাসীর হাতে আক্রান্ত হন দুই মহিলা ।