ETV Bharat / state

নাগরিকত্ব আইনের প্রতিবাদ, মুর্শিদাবাদের পোড়াডাঙা স্টেশনে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ - north 24 parganas

বেলডাঙা, জঙ্গিপুরের বিক্ষোভের আগুন নিভতে না নিভতেই আজ সকালে তার রেশ ছড়িয়ে পড়ল মুর্শিদাবাদের সাগরদিঘির পোড়াডাঙা স্টেশনে ৷

স্টেশন অবরোধ
স্টেশন অবরোধ
author img

By

Published : Dec 14, 2019, 10:01 AM IST

Updated : Dec 14, 2019, 10:48 AM IST

সাগরদিঘি, 14 ডিসেম্বর : নাগরিকত্ব সংশোধনী আইন, 2019-র প্রতিবাদে উত্তাল গোটা দেশ ৷ বিভিন্ন রাজ্য চলছে প্রতিবাদ ৷ রাজ্যের বেশ কয়েকটি জায়গাতেও চলছে বিক্ষোভ, প্রতিবাদ ৷ এবার উত্তপ্ত হয়ে উঠল মুর্শিদাবাদও ৷

বেলডাঙা, জঙ্গিপুরের বিক্ষোভের রেশ কমতে না কমতেই আজ সকালে তার রেশ ছড়িয়ে পড়ল সাগরদিঘির পোড়াডাঙা স্টেশনে ৷ হাজার হাজার মানুষ আজ সকালে একত্রিত হয়ে রেল অবরোধ করে ৷ টায়ার জ্বালিয়ে প্রতিবাদ জানায় ৷

গতকালও বেলডাঙা রেল স্টেশনে আগুন লাগায় উত্তেজিত জনতা । আন্দোলনকারীরা পুলিশকে লক্ষ্য করে সকেট বোমা ছোড়ে । পুলিশের গাড়ি সহ অ্যাম্বুলেন্সে ভাঙচুর করা হয় ৷ আক্রান্ত বেশ কয়েকজন পুলিশকর্মী । ফাটানো হয় কাঁদানে গ্যাসের শেল ।

মুর্শিদাবাদের পোড়াডাঙা স্টেশনে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ

পরিস্থিতি সামাল দিতে ব্যর্থ রেল পুলিশ ও সাগরদিঘি থানার পুলিশ ৷ জনতার আক্রোশ বাড়তে থাকায় উদ্বিগ্ন প্রশাসন ৷ অন্যদিকে, এই আইনের বিরুদ্ধে গতকাল উত্তেজিত ছিল উত্তর 24 পরগনার আমডাঙা সহ বেশ কিছু এলাকা ৷ আজ সকালেও জাতীয় সড়কে টায়ার জ্বালিয়ে ফের শুরু হয় প্রতিবাদ ৷

সাগরদিঘি, 14 ডিসেম্বর : নাগরিকত্ব সংশোধনী আইন, 2019-র প্রতিবাদে উত্তাল গোটা দেশ ৷ বিভিন্ন রাজ্য চলছে প্রতিবাদ ৷ রাজ্যের বেশ কয়েকটি জায়গাতেও চলছে বিক্ষোভ, প্রতিবাদ ৷ এবার উত্তপ্ত হয়ে উঠল মুর্শিদাবাদও ৷

বেলডাঙা, জঙ্গিপুরের বিক্ষোভের রেশ কমতে না কমতেই আজ সকালে তার রেশ ছড়িয়ে পড়ল সাগরদিঘির পোড়াডাঙা স্টেশনে ৷ হাজার হাজার মানুষ আজ সকালে একত্রিত হয়ে রেল অবরোধ করে ৷ টায়ার জ্বালিয়ে প্রতিবাদ জানায় ৷

গতকালও বেলডাঙা রেল স্টেশনে আগুন লাগায় উত্তেজিত জনতা । আন্দোলনকারীরা পুলিশকে লক্ষ্য করে সকেট বোমা ছোড়ে । পুলিশের গাড়ি সহ অ্যাম্বুলেন্সে ভাঙচুর করা হয় ৷ আক্রান্ত বেশ কয়েকজন পুলিশকর্মী । ফাটানো হয় কাঁদানে গ্যাসের শেল ।

মুর্শিদাবাদের পোড়াডাঙা স্টেশনে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ

পরিস্থিতি সামাল দিতে ব্যর্থ রেল পুলিশ ও সাগরদিঘি থানার পুলিশ ৷ জনতার আক্রোশ বাড়তে থাকায় উদ্বিগ্ন প্রশাসন ৷ অন্যদিকে, এই আইনের বিরুদ্ধে গতকাল উত্তেজিত ছিল উত্তর 24 পরগনার আমডাঙা সহ বেশ কিছু এলাকা ৷ আজ সকালেও জাতীয় সড়কে টায়ার জ্বালিয়ে ফের শুরু হয় প্রতিবাদ ৷

Intro:পোড়াডাঙায় অবরোধ। বন্ধ ট্রেন চলাচল। Body:সাগরদিঘি- নাগরিকত্ব সংশোধনি বিলের প্রতিবাদে গত কাল থেকেই উত্তপ্ত মুর্শিদাবাদ। বেলডাঙা, জঙ্গিপুরে বিক্ষোভের আগুন নিভতে না নিভতেই এদিন সকালে তার রেশ ছড়িয়ে পড়ল সাগরদিঘির পোড়াডাঙা,স্টেশনে। হাজার হাজার মানুঢ সকালেই একত্রিত হয়ে রেল অবরোধ করে।জ্বলছে আগুন। পরিস্থিতি সামাল দিতে ব্যার্থ রেল পুলিশ ও সাগরদিঘি থানার পুলিশ। উত্তেজনার আঁচ জ্রমশ বাড়তে থাকায় উদ্বিগ্ন প্রশাসন। Conclusion:পরিস্থিতি নিয়ন্ত্রনের বাইরে।
Last Updated : Dec 14, 2019, 10:48 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.