ETV Bharat / state

Domkal Super Speciality Hospital: ডোমকল সুপার স্পেশালিটি হাসপাতালে বেসরকারি ল্যাবের 'দালালচক্র', গ্রেফতার 1

সরকারি হাসপাতালে দালালচক্রের শিকার রোগীর পরিবার ৷ ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের ডোমকল সুপার স্পেশালিটি হাসপাতালে (Domkal Super Speciality Hospital) ৷ বেসরকারি ল্যাবের হয়ে সরকারি হাসপাতালের ভিতরে দালালি (Private lab Brokers) করতে গিয়ে ধরা পড়েন এক ব্যক্তি ৷ পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করেছে ৷

Private lab Brokers in Domkal Super Speciality Hospital in Murshidabad
Private lab Brokers in Domkal Super Speciality Hospital in Murshidabad
author img

By

Published : Oct 30, 2022, 11:27 AM IST

মুর্শিদাবাদ, 30 অক্টোবর: সরকারি হাসপাতালের ভিতরে বেসরকারি ল্যাবের দালালচক্র (Private lab Brokers) ৷ ঘটনাটি ঘটেছে ডোমকল সুপার স্পেশালিটি হাসপাতালে (Domkal Super Speciality Hospital) ৷ অভিযোগ হাসপাতাল চত্বরেই ল্যাবে পরীক্ষার জন্য সিরিঞ্জে করে রক্ত সংগ্রহ করছিলেন আজহের আলি নামে এক ব্যক্তি ৷ ঘটনাটি স্থানীয় কয়েকজনের চোখে পড়তেই, তাঁরা ওই ব্যক্তিকে আটকায় ৷ এর পরেই দু’পক্ষের মধ্যে ঝামেলা শুরু হয় ৷ এর পর পুলিশে ঘটনাস্থলে গিয়ে আজহের আলি নামে ওই ব্যক্তিকে থানায় নিয়ে যায় ৷ তখনই জানা যায়, ওই ব্যক্তি হাসপাতালের ভিতরে দালালের কাজ করছিলেন অন্য ল্যাবের হয়ে ৷

কিন্তু, কীভাবে সরকারি হাসপাতালের ভিতরে ঢুকে পড়ছে বাইরের এই অসাধু লোকজন ? জানা গিয়েছে, এরা সাধারণ রোগীর পরিবারের মতোই হাসপাতাল চত্বরে ঘোরাঘুরি করে ৷ কোনও রোগী বা তাঁর পরিবারের সদস্য চিকিৎসকরে প্রেসক্রিপশন নিয়ে শারীরিক পরীক্ষার জন্য হাসপাতালের ল্যাবে গেলে সেখানেই তাঁদের নিজেদের জালে ফাঁসায় দালালরা ৷ রোগীর পরিবারের থেকে টাকা নিয়ে বেসরকারি ল্যাব থেকে রক্ত থেকে শুরু করে অন্যান্য সব পরীক্ষা করানো হয় ৷

ডোমকল সুপার স্পেশালিটি হাসপাতালে বেসরকারি ল্যাবের দালালচক্র

আরও পড়ুন: তৃণমূল কংগ্রেস সাংসদের পরিচিত রোগীর পরিবারই পড়ল দালালচক্রের খপ্পরে

তবে, এখানে প্রশ্ন উঠছে, যেখানে সরকারি ল্যাবে বিনা পয়সায় সব পরীক্ষা করা হচ্ছে, সেখানে দালালদের কথায় কেন মোটা টাকা খরচ করছে রোগীর পরিবারের সদস্যরা ? এ নিয়ে রোগীর পরিবারের সদস্যরা দাবি করছেন, ওই দালালরা নাকি সরকারি হাসপাতালের চিকিৎসকের সঙ্গেই ঘুরছেন ৷ ফলে, তাঁরা হাসপাতালের লোক, না বাইরে থেকে আসা দালাল তা বোঝা যাচ্ছে না ৷ গোটা ঘটনায় ডোমকল সুপার স্পেশালিটি হাসপাতালে চাঞ্চল্য ছড়িয়েছে ৷ পুলিশ গোটা ঘটনায় তদন্ত শুরু করেছে ৷ পাশাপাশি, সত্যি কোনও চিকিৎসক এই দালালচক্রের সঙ্গে জড়িত কিনা, তাও খতিয়ে দেখা হচ্ছে ৷

মুর্শিদাবাদ, 30 অক্টোবর: সরকারি হাসপাতালের ভিতরে বেসরকারি ল্যাবের দালালচক্র (Private lab Brokers) ৷ ঘটনাটি ঘটেছে ডোমকল সুপার স্পেশালিটি হাসপাতালে (Domkal Super Speciality Hospital) ৷ অভিযোগ হাসপাতাল চত্বরেই ল্যাবে পরীক্ষার জন্য সিরিঞ্জে করে রক্ত সংগ্রহ করছিলেন আজহের আলি নামে এক ব্যক্তি ৷ ঘটনাটি স্থানীয় কয়েকজনের চোখে পড়তেই, তাঁরা ওই ব্যক্তিকে আটকায় ৷ এর পরেই দু’পক্ষের মধ্যে ঝামেলা শুরু হয় ৷ এর পর পুলিশে ঘটনাস্থলে গিয়ে আজহের আলি নামে ওই ব্যক্তিকে থানায় নিয়ে যায় ৷ তখনই জানা যায়, ওই ব্যক্তি হাসপাতালের ভিতরে দালালের কাজ করছিলেন অন্য ল্যাবের হয়ে ৷

কিন্তু, কীভাবে সরকারি হাসপাতালের ভিতরে ঢুকে পড়ছে বাইরের এই অসাধু লোকজন ? জানা গিয়েছে, এরা সাধারণ রোগীর পরিবারের মতোই হাসপাতাল চত্বরে ঘোরাঘুরি করে ৷ কোনও রোগী বা তাঁর পরিবারের সদস্য চিকিৎসকরে প্রেসক্রিপশন নিয়ে শারীরিক পরীক্ষার জন্য হাসপাতালের ল্যাবে গেলে সেখানেই তাঁদের নিজেদের জালে ফাঁসায় দালালরা ৷ রোগীর পরিবারের থেকে টাকা নিয়ে বেসরকারি ল্যাব থেকে রক্ত থেকে শুরু করে অন্যান্য সব পরীক্ষা করানো হয় ৷

ডোমকল সুপার স্পেশালিটি হাসপাতালে বেসরকারি ল্যাবের দালালচক্র

আরও পড়ুন: তৃণমূল কংগ্রেস সাংসদের পরিচিত রোগীর পরিবারই পড়ল দালালচক্রের খপ্পরে

তবে, এখানে প্রশ্ন উঠছে, যেখানে সরকারি ল্যাবে বিনা পয়সায় সব পরীক্ষা করা হচ্ছে, সেখানে দালালদের কথায় কেন মোটা টাকা খরচ করছে রোগীর পরিবারের সদস্যরা ? এ নিয়ে রোগীর পরিবারের সদস্যরা দাবি করছেন, ওই দালালরা নাকি সরকারি হাসপাতালের চিকিৎসকের সঙ্গেই ঘুরছেন ৷ ফলে, তাঁরা হাসপাতালের লোক, না বাইরে থেকে আসা দালাল তা বোঝা যাচ্ছে না ৷ গোটা ঘটনায় ডোমকল সুপার স্পেশালিটি হাসপাতালে চাঞ্চল্য ছড়িয়েছে ৷ পুলিশ গোটা ঘটনায় তদন্ত শুরু করেছে ৷ পাশাপাশি, সত্যি কোনও চিকিৎসক এই দালালচক্রের সঙ্গে জড়িত কিনা, তাও খতিয়ে দেখা হচ্ছে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.