ETV Bharat / state

Domkal Murder : অসুস্থ প্রৌঢ়ার গয়না ছিনতাই করে খুন, তদন্তে পুলিশ - Domkal old woman Murder

অসুস্থ প্রৌঢ়ার সোনার গয়না ছিনতাই করে খুনের অভযোগ উঠল (Domkal old woman Murder) ৷ ঘটনাটি সাগরপাড়া থানার নরসিংহপুর এলাকার ৷ গ্রেফতার এক ৷ তদন্তে পুলিশ ৷

Domkal Murder News
ডোমকলে প্রৌঢ়া খুন
author img

By

Published : Apr 27, 2022, 9:11 AM IST

ডোমকল, 27 এপ্রিল : ভরসন্ধ্যায় খুন হলেন এক প্রৌঢ়া (Domkal old woman Murder)। নাম সন্ধ্যা ঘোষ (45) ৷ মঙ্গলবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে সাগরপাড়া থানার নরসিংহপুর এলাকায় । সুশান্ত ঘোষ নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ ।

জানা গিয়েছে, সন্ধ্যা ঘোষ নামে ওই বৃদ্ধা এদিন সন্ধেবেলায় বাড়িতে একাই ছিলেন । তাঁর স্বামী বাড়ির বাইরে ওষুধ কিনতে গিয়েছিলেন । তিনি বাড়িতে ঢুকে তাঁর স্ত্রীকে ঘরের ভিতর রক্তাক্ত অবস্থায় দেখতে পান । স্ত্রীর একটি কানের সোনার গয়না ছিঁড়ে নিয়ে যায় খুনি । বৃদ্ধার মাথায় আঘাতের চিহ্ন রয়েছে । ওই মহিলার স্বামী বাড়ি ফিরে হতবাক হয়ে চিৎকার শুরু করেন ৷ তাঁর চিৎকারে প্রতিবশীরা ছুটে আসে ৷ সঙ্গে সঙ্গে সাগরপাড়া থানায় খবর দেওয়া হয় ৷ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় সাগরপাড়া, জলঙ্গি এবং ডোমকল থানার বিশাল পুলিশ বাহিনী । ভরসন্ধ্যায় একজন প্রৌঢ়া খুন হওয়ায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয় ।

ডোমকলে প্রৌঢ়া খুনের ঘটনায় ছড়িয়েছে চাঞ্চল্য

আরও পড়ুন : Habra Step Brother Murder: সম্পত্তি নিয়ে বিবাদ, সৎ ভাইকে কুপিয়ে খুন দাদার

তবে কে বা কারা এই খুন করল এবং কেনই বা খুন হলেন ওই প্রৌঢ়া তা খতিয়ে দেখছে পুলিশ । এলাকায় এখনও থমথমে পরিস্থিতি রয়েছে । ঘটনায় সুশান্ত ঘোষ নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ । জানা গিয়েছে, ছেলেটি মদ্যপ অবস্থায় ছিল ।

ডোমকল, 27 এপ্রিল : ভরসন্ধ্যায় খুন হলেন এক প্রৌঢ়া (Domkal old woman Murder)। নাম সন্ধ্যা ঘোষ (45) ৷ মঙ্গলবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে সাগরপাড়া থানার নরসিংহপুর এলাকায় । সুশান্ত ঘোষ নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ ।

জানা গিয়েছে, সন্ধ্যা ঘোষ নামে ওই বৃদ্ধা এদিন সন্ধেবেলায় বাড়িতে একাই ছিলেন । তাঁর স্বামী বাড়ির বাইরে ওষুধ কিনতে গিয়েছিলেন । তিনি বাড়িতে ঢুকে তাঁর স্ত্রীকে ঘরের ভিতর রক্তাক্ত অবস্থায় দেখতে পান । স্ত্রীর একটি কানের সোনার গয়না ছিঁড়ে নিয়ে যায় খুনি । বৃদ্ধার মাথায় আঘাতের চিহ্ন রয়েছে । ওই মহিলার স্বামী বাড়ি ফিরে হতবাক হয়ে চিৎকার শুরু করেন ৷ তাঁর চিৎকারে প্রতিবশীরা ছুটে আসে ৷ সঙ্গে সঙ্গে সাগরপাড়া থানায় খবর দেওয়া হয় ৷ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় সাগরপাড়া, জলঙ্গি এবং ডোমকল থানার বিশাল পুলিশ বাহিনী । ভরসন্ধ্যায় একজন প্রৌঢ়া খুন হওয়ায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয় ।

ডোমকলে প্রৌঢ়া খুনের ঘটনায় ছড়িয়েছে চাঞ্চল্য

আরও পড়ুন : Habra Step Brother Murder: সম্পত্তি নিয়ে বিবাদ, সৎ ভাইকে কুপিয়ে খুন দাদার

তবে কে বা কারা এই খুন করল এবং কেনই বা খুন হলেন ওই প্রৌঢ়া তা খতিয়ে দেখছে পুলিশ । এলাকায় এখনও থমথমে পরিস্থিতি রয়েছে । ঘটনায় সুশান্ত ঘোষ নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ । জানা গিয়েছে, ছেলেটি মদ্যপ অবস্থায় ছিল ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.