ETV Bharat / state

"মিথ্যা মামলায় জড়ানো হয়েছে ২ নেতাকে", বিক্ষোভ কংগ্রেসের - cong agitation

তৃণমূল কর্মী নাজিমুল শেখ খুনে FIR কংগ্রেসের দুই নেতার নামে। ঘটনায় বিক্ষোভ দেখিয়ে ডেপুটেশন কংগ্রেসের।

বিক্ষোভ কংগ্রেসের
author img

By

Published : Mar 4, 2019, 9:05 AM IST

বহরমপুর, ৪ মার্চ : তৃণমূল কর্মী খুনে কংগ্রেসের দুই নেতাকে মিথ্যা মামলায় জড়ানো হয়েছে। এই অভিযোগ তুলে বিক্ষোভ দেখাল কংগ্রেস। গতকাল বহরমপুর থানায় বিক্ষোভ দেখিয়ে ডেপুটেশন জমা দেয়। তাদের অভিযোগ, শাসকদলকে সুবিধা পাইয়ে দিতে আর অধীর চোধুরিকে কোণঠাসা করতেই পুলিশ ওই দুই নেতার বিরুদ্ধে মিথ্যা মামলা রুজু করেছে।

২৫ ফেব্রুয়ারি বহরমপুর থানার নিয়াল্লিশপাড়া তৃণমূল যুব অঞ্চল সভাপতি নাজিমুল শেখ দুষ্কৃতীদের হাতে খুন হন। তারপর মৃতের পরিবার সেই ঘটনার পরিপ্রক্ষিতে প্রাক্তন জেলা পরিষদের সভাধিপতি শিলাদিত্য হালদার এবং কংগ্রেস নেতা হিরু হালদারের নামে FIR দায়ের করে। কংগ্রেসের এই দুই নেতার নাম জড়ানোয় প্রতিবাদে নামে বহরমপুর টাউন কংগ্রেস ও বহরমপুর ব্লক কংগ্রেস। গতকাল পুলিশের বিরুদ্ধে মিথ্যে মামলার অভিযোগ তুলে মিছিল করে বহরমপুর থানার সামনে অবস্থান বিক্ষোভ করে তারা। এরপর থানায় ডেপুটেশন জমা দেয়।

এবিষয়ে বহরমপুর জেলা কংগ্রেসের মুখপাত্র জয়ন্ত দাস বলেন, "রাজ্যের পাশাপাশি জেলায় তৃণমূল নেতা-কর্মীরা খুন হলেই কংগ্রেসের নামে মিথ্যে মামলা করা হচ্ছে। এর আগেও এক তৃণমূল কর্মী খুনের অভিযোগে শিলাদিত্য হালদার ও হিরু হালদারকে ফাঁসানো হয়েছিল। ১৮ মাস পরে তাঁরা বেকসুর খালাস পান। আবারও তাঁদের নামে অভিযোগের প্রতিবাদে আজ থেকে ৭ মার্চ পর্যন্ত জেলার সমস্ত থানায় কংগ্রেসের পক্ষ থেকে ডেপুটেশন দেওয়া হবে।"

undefined

বহরমপুর, ৪ মার্চ : তৃণমূল কর্মী খুনে কংগ্রেসের দুই নেতাকে মিথ্যা মামলায় জড়ানো হয়েছে। এই অভিযোগ তুলে বিক্ষোভ দেখাল কংগ্রেস। গতকাল বহরমপুর থানায় বিক্ষোভ দেখিয়ে ডেপুটেশন জমা দেয়। তাদের অভিযোগ, শাসকদলকে সুবিধা পাইয়ে দিতে আর অধীর চোধুরিকে কোণঠাসা করতেই পুলিশ ওই দুই নেতার বিরুদ্ধে মিথ্যা মামলা রুজু করেছে।

২৫ ফেব্রুয়ারি বহরমপুর থানার নিয়াল্লিশপাড়া তৃণমূল যুব অঞ্চল সভাপতি নাজিমুল শেখ দুষ্কৃতীদের হাতে খুন হন। তারপর মৃতের পরিবার সেই ঘটনার পরিপ্রক্ষিতে প্রাক্তন জেলা পরিষদের সভাধিপতি শিলাদিত্য হালদার এবং কংগ্রেস নেতা হিরু হালদারের নামে FIR দায়ের করে। কংগ্রেসের এই দুই নেতার নাম জড়ানোয় প্রতিবাদে নামে বহরমপুর টাউন কংগ্রেস ও বহরমপুর ব্লক কংগ্রেস। গতকাল পুলিশের বিরুদ্ধে মিথ্যে মামলার অভিযোগ তুলে মিছিল করে বহরমপুর থানার সামনে অবস্থান বিক্ষোভ করে তারা। এরপর থানায় ডেপুটেশন জমা দেয়।

এবিষয়ে বহরমপুর জেলা কংগ্রেসের মুখপাত্র জয়ন্ত দাস বলেন, "রাজ্যের পাশাপাশি জেলায় তৃণমূল নেতা-কর্মীরা খুন হলেই কংগ্রেসের নামে মিথ্যে মামলা করা হচ্ছে। এর আগেও এক তৃণমূল কর্মী খুনের অভিযোগে শিলাদিত্য হালদার ও হিরু হালদারকে ফাঁসানো হয়েছিল। ১৮ মাস পরে তাঁরা বেকসুর খালাস পান। আবারও তাঁদের নামে অভিযোগের প্রতিবাদে আজ থেকে ৭ মার্চ পর্যন্ত জেলার সমস্ত থানায় কংগ্রেসের পক্ষ থেকে ডেপুটেশন দেওয়া হবে।"

undefined

Ghaziabad (UP), Mar 03 (ANI): The mortal remains of CRPF Constable Vinod Kumar, who lost his life in an encounter with terrorists in Jammu and Kashmir's Kupwara district on March 01, were brought to his home town on Sunday. Family members and neighbors paid their last tribute to the slain solider.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.