ETV Bharat / state

Women Arrested: স্বামীকে খুনের চেষ্টা, গ্রেফতার স্ত্রী ও তার প্রেমিক - police arrested an accused women

প্রেমিকের সঙ্গে স্ত্রীকে আপত্তিকর অবস্থায় দেখে ফেলেছিলেন স্বামী (Women Murder her Husband) ৷ পরকিয়ায় বাধা পেয়ে স্ত্রী ও তার প্রেমিক চড়াও হয় স্বামী উপর ৷ ধারালো অস্ত্রের কোপ মারতে থাকে স্বামীকে ৷

Women Arrested
ETV Bharat
author img

By

Published : Sep 3, 2022, 10:50 PM IST

সামশেরগঞ্জ, 3 সেপ্টেম্বর: স্বামীকে খুনের চেষ্টার অভিযোগে গ্রেফতার স্ত্রী ও তার প্রেমিক (Police Arrested an Accused Women for Murder Her Husband) ৷ সামশেরগঞ্জের ধুলিয়ান পৌরসভার 15 নম্বর ওয়ার্ডের ঘটনা ৷ শনিবার ধৃতদের আদালতে তোলা হলে 14 দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক ৷ অভিযুক্তদের নাম নিলুফা বিবি ও এলাহি আহম্মেদ।

অভিযোগ, নিলুফা বিবি ও জাকির শেখের দীর্ঘ দিনের বিবাহিত জীবন ৷ তাদের নাতি-নাতনিও আছে ৷ সম্প্রতি নিলুফা বিবি স্থানীয় এলাহি আহম্মেদের সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়ে ৷ বৃহস্পতিবার তাদের আপত্তিকর অবস্থায় দেখে ফেলেন নিলুফা বিবির স্বামী জাকির ৷ ঘটনার প্রতিবাদ করলে নিলুফার স্বামী জাকিরের উপর চড়াও হয় নিলুফা ও তার প্রেমিক ৷ জাকিরকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাথারি আক্রমণ করেন তারা ৷ গুরুতর জখম অবস্থায় জঙ্গিপুর মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন জাকির ৷

আরও পড়ুন: দুমকায় উদ্ধার অন্তঃসত্ত্বা নাবালিকার ঝুলন্ত দেহ, খুনের অভিযোগে গ্রেফতার যুবক

প্রাথমিক ভাবে পুলিশের অনুমান, নিলুফা বিবির স্বামী জাকির শেখ পেশায় কসাই । গত বৃহস্পতিবার দুপুরে দোকান থেকে বাড়ি ফিরে এলাহি আহম্মেদের সঙ্গে স্ত্রীকে দেখে প্রতিবাদ করাতেই তাঁকে আক্রমণের শিকার হতে হয় ৷ ঘটনাকে কেন্দ্র করে এলাকাবাসীর মধ্যেও উত্তেজনা সৃষ্টি হয়েছে ৷ অভিযুক্তদের শাস্তির দাবি জানিয়েছে এলাকাবাসী ৷

সামশেরগঞ্জ, 3 সেপ্টেম্বর: স্বামীকে খুনের চেষ্টার অভিযোগে গ্রেফতার স্ত্রী ও তার প্রেমিক (Police Arrested an Accused Women for Murder Her Husband) ৷ সামশেরগঞ্জের ধুলিয়ান পৌরসভার 15 নম্বর ওয়ার্ডের ঘটনা ৷ শনিবার ধৃতদের আদালতে তোলা হলে 14 দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক ৷ অভিযুক্তদের নাম নিলুফা বিবি ও এলাহি আহম্মেদ।

অভিযোগ, নিলুফা বিবি ও জাকির শেখের দীর্ঘ দিনের বিবাহিত জীবন ৷ তাদের নাতি-নাতনিও আছে ৷ সম্প্রতি নিলুফা বিবি স্থানীয় এলাহি আহম্মেদের সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়ে ৷ বৃহস্পতিবার তাদের আপত্তিকর অবস্থায় দেখে ফেলেন নিলুফা বিবির স্বামী জাকির ৷ ঘটনার প্রতিবাদ করলে নিলুফার স্বামী জাকিরের উপর চড়াও হয় নিলুফা ও তার প্রেমিক ৷ জাকিরকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাথারি আক্রমণ করেন তারা ৷ গুরুতর জখম অবস্থায় জঙ্গিপুর মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন জাকির ৷

আরও পড়ুন: দুমকায় উদ্ধার অন্তঃসত্ত্বা নাবালিকার ঝুলন্ত দেহ, খুনের অভিযোগে গ্রেফতার যুবক

প্রাথমিক ভাবে পুলিশের অনুমান, নিলুফা বিবির স্বামী জাকির শেখ পেশায় কসাই । গত বৃহস্পতিবার দুপুরে দোকান থেকে বাড়ি ফিরে এলাহি আহম্মেদের সঙ্গে স্ত্রীকে দেখে প্রতিবাদ করাতেই তাঁকে আক্রমণের শিকার হতে হয় ৷ ঘটনাকে কেন্দ্র করে এলাকাবাসীর মধ্যেও উত্তেজনা সৃষ্টি হয়েছে ৷ অভিযুক্তদের শাস্তির দাবি জানিয়েছে এলাকাবাসী ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.