ETV Bharat / state

ভারত-বাংলাদেশ সীমান্তে উদ্ধার আড়াই লাখ টাকার কাফ সিরাপ

author img

By

Published : Nov 22, 2020, 7:32 PM IST

BSF-র তরফে জানানো হয়েছে, রবিবার ভোরে ঘন কুয়াশার সুযোগ নিয়ে ছ’টি বস্তায় সীমান্তের ওপারে কাফ সিরাপ পাচার করা হচ্ছিল ৷ কাঁটাতারের কাছে নড়াচড়া দেখে সেখানে হানা দেয় BSF-র 117 নম্বর ব্য়াটেলিয়নের সদস্য়রা ৷ BSF-কে সেখানে পৌঁছাতে দেখে বস্তা ফেলে রেখেই সীমান্ত পেরিয়ে বাংলাদেশে পালিয়ে যায় পাচারকারীরা ৷

phensedyl_recover_from_india_bangladesh_border_area
ভারত-বাংলাদেশ সীমান্তে উদ্ধার লক্ষাধিক টাকার ফেনসিডিল

মুর্শিদাবাদ, 22 নভেম্বর : শীতের মরসুম আসতেই ভারত-বাংলাদেশ সীমান্তে বাড়তে শুরু করল পাচারকারীদের দাপট ৷ এবার মুর্শিদাবাদের জলঙ্গিতে বামনাবাদ BOP থেকে প্রায় আড়াই লক্ষ টাকার কাফ সিরাপ বাজেয়াপ্ত করল BSF জওয়ানরা ৷ তবে, পাচারকারী 7-8 জন সীমান্ত পেরিয়ে পালাতে সক্ষম হয়েছে বলে জানিয়েছে BSF ৷

BSF-র তরফে জানানো হয়েছে, রবিবার ভোরে ঘন কুয়াশার সুযোগ নিয়ে ছ’টি বস্তায় সীমান্তের ওপারে কাফ সিরাপ পাচার করা হচ্ছিল ৷ কাঁটাতারের কাছে নড়াচড়া দেখে সেখানে হানা দেয় BSF-র 117 নম্বর ব্য়াটেলিয়নের সদস্য়রা ৷ BSF-কে সেখানে পৌঁছাতে দেখে বস্তা ফেলে রেখেই সীমান্ত পেরিয়ে বাংলাদেশে পালিয়ে যায় পাচারকারীরা ৷ BSF-র তরফে জানানো হয়েছে 7-8জন পাচারকারী ছিল সেখানে ৷ মোট 1516 বোতল কাফ সিরাপ বাজেয়াপ্ত করেছে BSF ৷ যার বাজার মূল্য় প্রায় আড়াই লক্ষ টাকা ৷ অন্য়দিকে, হারিডাঙা BOP-র কাছ থেকেও 161 বোতল কাফ সিরাপ উদ্ধার করেছে BSF ৷

মুর্শিদাবাদ, 22 নভেম্বর : শীতের মরসুম আসতেই ভারত-বাংলাদেশ সীমান্তে বাড়তে শুরু করল পাচারকারীদের দাপট ৷ এবার মুর্শিদাবাদের জলঙ্গিতে বামনাবাদ BOP থেকে প্রায় আড়াই লক্ষ টাকার কাফ সিরাপ বাজেয়াপ্ত করল BSF জওয়ানরা ৷ তবে, পাচারকারী 7-8 জন সীমান্ত পেরিয়ে পালাতে সক্ষম হয়েছে বলে জানিয়েছে BSF ৷

BSF-র তরফে জানানো হয়েছে, রবিবার ভোরে ঘন কুয়াশার সুযোগ নিয়ে ছ’টি বস্তায় সীমান্তের ওপারে কাফ সিরাপ পাচার করা হচ্ছিল ৷ কাঁটাতারের কাছে নড়াচড়া দেখে সেখানে হানা দেয় BSF-র 117 নম্বর ব্য়াটেলিয়নের সদস্য়রা ৷ BSF-কে সেখানে পৌঁছাতে দেখে বস্তা ফেলে রেখেই সীমান্ত পেরিয়ে বাংলাদেশে পালিয়ে যায় পাচারকারীরা ৷ BSF-র তরফে জানানো হয়েছে 7-8জন পাচারকারী ছিল সেখানে ৷ মোট 1516 বোতল কাফ সিরাপ বাজেয়াপ্ত করেছে BSF ৷ যার বাজার মূল্য় প্রায় আড়াই লক্ষ টাকা ৷ অন্য়দিকে, হারিডাঙা BOP-র কাছ থেকেও 161 বোতল কাফ সিরাপ উদ্ধার করেছে BSF ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.