জলঙ্গি, 15 ফেব্রুয়ারি : ভারত-বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তে ফের উদ্ধার হল ফেনসিডিল । গতকাল 1125 বোতল ফেনসিডিল উদ্ধার হয় । কাছাড়বাড়িয়ে বিওপি(বর্ডার আউট পোস্ট) এলাকা থেকে ফেনসিডিল ছাড়াও উদ্ধার হয় 4 কেজি গাঁজা, 9 বোতল দেশি মদ ।
গতকাল বিকেল সাড়ে তিনটে নাগাদ বিএসএফের 141 নম্বর ব্যাটেলিয়নের জওয়ানরা কাছাড়বাড়িয়ে বিওপিতে পাহারা দিচ্ছিলেন । আগে থেকেই মাদক পাচারের খবর আসায় তল্লাশি অভিযান চালান । জিরো পয়েন্ট থেকে প্রায় 350 মিটার দূরে ঘাসের জঙ্গলে 12 টি গাদা মেলে । সেখানেই উদ্ধার হয় বিপুল পরিমাণ ফেনসিডিল, গাঁজা ও মদ । বাজেয়াপ্ত মাদকের বাজারমূল্য 2 লাখ 92 হাজার 381 টাকা ।
আরও পড়ুন : ভারত-বাংলাদেশের জিরো পয়েন্টে দেড় লাখ টাকা ফেনসিডিল উদ্ধার
বিএসএফের দাবি, রাতেই মাদক সীমান্তের ওপারে পাচার করার পরিকল্পনা করেছিল মাদক পাচারকারীরা । তার আগেই উদ্ধার হয়েছে । মাদকগুলি জলঙ্গি থানার হাতে তুলে দেওয়া হয়েছে ।
চলতি মাসেই ভারত-বাংলাদেশের জিরো পয়েন্টের রাজানগরের বিওপি থেকে 740 বোতল ফেনসিডিল উদ্ধার হয়েছিল । তবে পাচারকারীরা পদ্মায় ঝাঁপ দিয়ে পালিয়ে গিয়েছিল ।